দৈনিক আজাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ferdous (আলোচনা | অবদান)
ক্যাট-এ-লট: বিষয়শ্রেণী:বাংলাদেশের সংবাদপত্র থেকে [[বিষয়শ্রেণী:বাংলাদেশের বাংলা...
Salim Khandoker (আলোচনা | অবদান)
বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
১ নং লাইন:
'''দৈনিক আজাদ''' ({{lang-en|Daily Azad}}) বিংশ শতাব্দীর [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ-শাসিত ভারতে]] প্রবর্তিত একটি বাংলা দৈনিক পত্রিকা। ৩১ অক্টোবর ১৯৩৬ খ্রিস্টাব্দ তারিখে [[কলকাতা]] থেকে সর্বপ্রথম এটি প্রকশিত হয়। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন [[মওলানা মুহাম্মদ আকরাম খাঁ]]। প্রথম দিকে এই পত্রিকাটি [[বঙ্গ]] এবং [[আসাম|আসামের]] মুসলমানদের বক্তব্যকে প্রতিনিধিত্ব করছে বলে মনে করা হত। ১৯৪০ ক্রিস্টাব্দেখ্রিস্টাব্দে সম্পাদক ছিলেন শিশু সাহিত্যিক [[মোহাম্মদ মোদাব্বের]]। সেসময় মোহাম্মদ মোদাব্বের এবং তার ছেলের প্রচেষ্টায় এই পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হত। সদরুল আনাম খান এবং নাজির আহমেদও এই প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। এই পত্রিকায় [[ঢাকা|ঢাকার]] প্রতিদিনকার সংবাদের পাশাপাশি আঞ্চলিক প্রতিবেদক খাইরুল কবিরের পাঠানো বিভিন্ন সংবাদও ছাপানো হত।
 
[[ভারত বিভাগ|ভারত বিভাগের]] পর ১৯৪৮ সালের ১৯ অক্টোবর পত্রিকার সকল কার্যক্রম ঢাকায় স্থানান্তর করা হয়। [[আবুল কালাম শামসুদ্দিন|আবুল কালাম সামসুদ্দিনকে]] সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্যদের মধ্যে ছিলেন খায়রুল কবির নিউজ এডিটর, মুজিবুর রহমান খান এবং আবু জাফর সামসুদ্দিন ছিলেন সম্পাদকীয় বিভাগে। এর অল্প কিছুদিনের মধ্যেই দৈনিক আজাদ [[পূর্ব পাকিস্তান|পূর্ব পাকিস্তানের]] অন্যতম প্রধান সংবাদপত্রে পরিণত হয়।