আলাপ:আমেরিন্দীয় ভাষাসমূহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সাইফুল ১৮১০ (আলোচনা | অবদান)
সাইফুল ১৮১০ (আলোচনা | অবদান)
৬ নং লাইন:
প্রিয় {{ping|সাইফুল ১৮১০}} [[উইকিপিডিয়া:নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮|উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায়]] অংশ নিয়ে এই নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। তবে প্রতিযোগিতার নিয়ম অনুসারে এবং বাংলা উইকিপিডিয়ার নিয়ম অনুসারে, আমরা যান্ত্রিক বা পাঠকের জন্য দূর্বোধ্য এমন কোন নিবন্ধ গ্রহণ করতে পারি না। উইকিপিডিয়ার যেকোন নিবন্ধ পাঠকের জন্য পাঠযোগ্য হতে হবে এবং লেখা বা অনুবাদ সবসময় প্রাঞ্জল হতে হবে। আপনার অনুবাদ করা এই নিবন্ধটিতে এরকম যান্ত্রিকতা বিদ্যমান। যদিও আপনি সংশোধনের চেষ্ঠা করেছেন কিন্তু এটি যথেষ্ট নয়। উদাহরণস্বরুপ, ধরুন ইংরেজি নিবন্ধটি নেই এবং কোন একজন পাঠক শুধুমাত্র বাংলা নিবন্ধটি পড়ছেন সেক্ষেত্রে, ভূমিকা অনুচ্ছেদ পড়লে তিনি কিছু বুঝতে পারবেন বলে মনে হয় না। ভূমিকা ছাড়াও পুরো নিবন্ধটি আপনি নিজে একবার পড়ুন, আশাকরি তাহলেই বুঝতে পারবেন নিবন্ধটি সংশোধনের প্রয়োজন রয়েছে। সরাসরি ইংরেজি থেকে যে শব্দ যেখানে আছে সেরকম আক্ষরিক অনুবাদ না করে পরোক্ষ অনুবাদ ও সহজবোধ্য করে নিবন্ধটি সংশোধন করুন দয়া করে। নিবন্ধ সংশোধন করে এখানে জানান, পুনরায় জমা দেওয়ার প্রয়োজন নেই। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৭:০৯, ১৪ মার্চ ২০১৮ (ইউটিসি)
 
:: প্রিয় {{ping|NahidSultan}} ভাই, আমি কিছু ভুল ঠিক করেছি এবং "ইন-টেক্সট সাইটেশন" ব্যবহার করেছি। দয়া করে পুনরায় আমার নিবন্ধটি রিভিউ করলে খুশি হব। ধন্যবাদ।--[[ব্যবহারকারী:সাইফুল ১৮১০|সাইফুল]] ([[ব্যবহারকারী আলাপ:সাইফুল ১৮১০|আলাপ]]) ১৪:৪৮, ২৯ মার্চ ২০১৮ (ইউটিসি + ৬)
"আমেরিন্দীয় ভাষাসমূহ" পাতায় ফেরত যান।