১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৮ নং লাইন:
এই খেলার আনন্দধারায় কালো ছায়ার চিহ্ন পরে মিউনিখ হত্যাকান্ডের মাধ্যমে। ৫ সেপ্টেম্বর ভোর হবার পূর্বে প্যালেস্টাইনী সন্ত্রাসী সংগঠন [[Black September (group)|ব্ল্যাক সেপ্টেম্বর]] [[Olympic Village|অলিম্পিক গ্রামে]] প্রবেশ করে এবং ১১ জন ইসরায়েলী খেলোয়াড়, কোচ এবং তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মানুষদের তাদের এপার্টমেন্ট থেকে জিম্মী করে। ২ জন দায়িত্বে থাকা ব্যক্তি প্রতিরোধের চেষ্টা করলে সেখানেই খুন হন। পরবর্তী আঠারো ঘন্টা তারা সেখানেই থাকে।
 
একইদিন ৫ সেপ্টেম্বর বিকালে আততায়ী ও তাদের ৯ জন জিম্মীরা হেলিকপ্টার দ্বারা [[Fürstenfeldbruck|ফুরস্টেনফেল্ডব্রুকের]] সামরিক বিমানবন্দরে স্থানান্তরিত হয়। কারণ সন্ত্রাসীরা কোনো আরব দেশকে নির্ধারণ করতে পারে নি। জার্মান সংস্থা তাদেরকে সেখানেই এম্বুশ করার সিদ্ধান্ত নেয় কিন্তু সন্ত্রাসীদের থেকে কী পরিমাণ প্রতিরোধ আসবে, সে বিষয়ে সঠিক চিন্তা না করায়, সৈন্য কম পাঠায়। উদ্ধার কাজ চলার সময়, সমস্ত ইসরায়েলী জিম্মীরা মারা যায়। চারজন সেখানেই গুলিবিদ্ধ হয়; একজন সন্ত্রাসী জিম্মীরা যেখানে বসে ছিল, সেখানে আআত্মঘাতী বোমা হামলা চালায়। ৫ জন জিম্মী মেশিনগানের গুলিতে মারা যায়।
 
Late in the evening of September 5 that same day, the terrorists and their nine remaining hostages were transferred by helicopter to the military airport of [[Fürstenfeldbruck]], ostensibly to board a plane bound for an undetermined Arab country. The German authorities planned to ambush them there, but underestimated the numbers of their opposition and were thus undermanned. During a botched rescue attempt, all of the Israeli hostages were killed. Four of them were shot, then incinerated when one of the terrorists detonated a grenade inside the helicopter in which the hostages were sitting. The five remaining hostages were then machine-gunned to death.
 
{{Quote box|width=28%|align=left|quote="আমরা অত্যন্ত আতঙ্কিত হয়ে জানাচ্ছি যে, সন্ত্রাসীদের জিম্মায় ১১ জন ছিল। যাদের মধ্যে ২ জন গতকাল সকালে খুন গিয়েছেন এবং আজ রাতে ৯ জন খুন হয়েছেন। তারা সবাই চলে গিয়েছেন।"|source=—দফায় দফায় সংঘর্ষের খবরের নানামুখি গুজবের পর [[American Broadcasting Company|এবিসিএ]] [[Jim McKay|জিম ম্যাককে]] স্থানীয় সময় ৩:২৪ এ এই খবর সম্প্রচার করেন।<ref name=BR>{{cite news |title=Transcend – Munich Massacre |work=Bleacher Report Media Lab |url=http://thelab.bleacherreport.com/transcend/#munich-massacre |accessdate=27 March 2017 }}</ref>}}