রমাপ্রসাদ বণিক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Marajozkee (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Marajozkee (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২৬ নং লাইন:
একজন [[কলকাতা]], [[পশ্চিমবঙ্গ]], [[ভারত]]ে অবস্থিত একজন [[ভারতীয়]] [[বাঙালি]] [[থিয়েটার]] [[অভিনেতা]], [[পরিচালক]] এবং [[নাট্যকার]]।<ref name="Theatre personality Ramaprasad Banik dead">{{cite news|title=Theatre personality Ramaprasad Banik dead|url=http://www.thehindu.com/arts/theatre/article1011849.ece|accessdate=25 June 2012|newspaper=The Hindu|date=29 December 2010}}</ref><ref name="Eminent theatre personality Ramaprasad Banik dead">{{cite web|title=Eminent theatre personality Ramaprasad Banik dead|url=http://www.sify.com/movies/eminent-theatre-personality-ramaprasad-banik-dead-news-national-km2o4gajjeh.html|publisher=Sify (Source: IANS)|accessdate=25 June 2012}}</ref>
 
রমাপ্রসাদ থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করেছেন।তিনি খুব কম বয়সে তাঁর কর্মজীবন শুরু করেন "পুতুল খেলা" দিয়ে, যা হেনরিক ইবসেনের, ‘এ ডলস হাউস’ এর অভিযোজন ছিল। এই নাটকটি শম্ভু মিত্রের দ্বারা পরিচালিত।তাকে শম্ভু মিত্রের প্রোটেজি বলা হত।তিনি বহুরূপিরবহু থিয়েটার দলের জন্য অনেক নাটক রচনা করেছেন এবং অভিনয়ও করেছেন।১৯৮১ সালে তিনি বোহরুপী ত্যাগ করেন, তিনি নিজের থিয়েটার গ্রুপ চেনামুখ তৈরি করেন।১৯৯১ সালে তিনি আরেকটি থিয়েটার গ্রুপ "থিয়েটার প্যাশন" তৈরি করেন।তিনি নেহরু চিলড্রেন মিউজিয়াম থিয়েটার ক্লাস করাতেন।করেছেন।
 
== কর্মজীবন ==
৩২ নং লাইন:
বিখ্যাত অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় তরুণ রমাপ্রসাদ বণিক-কে দেখার পর বলেছিলেন, "এদের মত ছেলেদের দেখলে মনে হয় আরও কিছু বছর বাঁচি, যা জানি সব শিখিয়ে দিয়ে যাই"৷
 
রমাপ্রসাদ বণিকের নাটকে হাতেখড়ি মাত্র আট বছর বয়সে,বহুরুপি নাটকের দলে, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়দের কাছে তার শিক্ষা লাভ৷ দীর্ঘদিন ধরে বহুরুপির নানা প্রযোজনার কাজে সক্রিয়ভাবে যুক্ত থেকে নিজেকে শিক্ষিত করেছিলেন রমাপ্রসাদ৷১৯৮১ সালে তিনি বোহরুপী ত্যাগ করেন,তিনি নিজের সমবয়সীদের সঙ্গে জোট বেঁধে চেনামুখ নামে থিয়েটার গ্রুপ তৈরি করেন।একের পর এক অসাধারণ নাটক আবিষ্ট রেখেছিল সিরিয়াস নাটকের দর্শকদের৷ ১৯৯১ সালে তিনি আরেকটি থিয়েটার গ্রুপ "থিয়েটার প্যাশন" তৈরি করেন।
নাটকের অনুগত ছাত্র রমাপ্রসাদ বণিক কিন্তু চেষ্টা করেছিলেন, যতদিন বেঁচে থাকবেন, নাটক শিখিয়ে যাবেন ছোট ছোট ছেলেমেয়েদের৷ কলকাতার নেহরু চিলড্রেনস মিউজিয়মে কিশোর-কিশোরীদের নাটক শেখানোর যে কর্মশালা চালু আছে গত প্রায় দুদশক ধরে, তার প্রাণপুরুষ ছিলেন রমাপ্রসাদ বণিক৷ সিনেমা, টিভি, মঞ্চ নাটক, নিজের হাজার ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিতেন এই নাটকের প্রশিক্ষণ শিবিরে৷ নিজে যা শিখেছেন, তাই শিখিয়ে যেতেন ভবিষ্যৎ প্রজন্মকেরাতেন৷ আজকের এই আত্মসর্বস্ব সময়ে যে উদারতা আর আন্তরিকতা নেহাতই দুর্লভ৷ যে কারণে তাঁর অকাল প্রয়াণে শোকে আচ্ছন্ন শংকর চক্রবর্তীর মত অনুজ অভিনেতারা৷
 
রমাপ্রসাদ বণিক ব্যাংকের মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়েছিলেন শুধু থিয়েটার করবেন বলে৷কলকাতার নেহরু চিলড্রেনস মিউজিয়মে কিশোর-কিশোরীদের যে নাটকের কর্মশালা আছে,তার তিনি প্রাণপুরুষ ছিলেন৷ সেখানে তিনি ছোট ছোট ছেলেমেয়েদের নাটক শেখাতেন। থিয়েটার,সিনেমা,টিভি এবং নিজের হাজার রকমের ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিতেন এই নাটকের প্রশিক্ষণ শিবিরে৷ তিনি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার
ব্যাংকের মোটা মাইনের চাকরি রমাপ্রসাদ ছেড়ে দিয়েছিলেন স্রেফ নাটক করবেন বলে৷ তিনি ছিলেন সেই প্রজন্মের মানুষ, যাঁরা বৃহত্তর স্বার্থকে সবসময় ব্যাক্তিগত স্বার্থের উপরে রাখতেন৷ আর সেজন্য ব্যাক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করতেও পিছপা হতেন না৷ হয়তো সেই কারণেই নিজের শারীরিক অসুস্থতাকেও খুব একটা গুরুত্ব দেননি বরং কাজ করে গেছেন৷ নয়তো মারা যাওয়ার মত বয়স তাঁর হয়নি৷ মাত্র ৫৬ বছর৷ রমাপ্রসাদ রেখে গেলেন মা, স্ত্রী, দুই কন্যা আর অসংখ্য গুণগ্রাহী ভক্তকে৷
স্বার্থে ব্যাক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করতেও পিছপা হতেন না৷ তিনি বৃহত্তর স্বার্থকে সবসময় ব্যাক্তিগত স্বার্থের উপরে রাখতেন৷নিজের শারীরিক অসুস্থতাকেও খুব একটা গুরুত্ব দেননি বরং কাজ করে গেছেন৷
 
রমাপ্রসাদশুধু বণিকেরথিয়েটার নাটকে হাতেখড়ি বহুরুপি নাটকের দলেনা, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়দের কাছে, মাত্র আট বছর বয়সে৷ দীর্ঘদিন ধরে বহুরুপির নানা প্রযোজনার কাজে সক্রিয়ভাবে যুক্ত থেকে নিজেকে শিক্ষিত করেছিলেন রমাপ্রসাদ৷ পরে যখন সমবয়সীদের সঙ্গে জোট বেঁধে চেনামুখ নামে নাটকের দল গড়লেন, একের পর এক অসাধারণ নাটক আবিষ্ট রেখেছিল সিরিয়াস নাটকের দর্শকদের৷ আবার সিনেমা বা টিভিতে নানা ধরণের মজাদার চরিত্রেএবং নেতিবাচক ভূমিকায় তাঁর তুখোড় অভিনয় সব স্তরের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করেছিল তাঁকে৷
 
রমাপ্রসাদের আকস্মিক প্রয়াণ অনেকটাই নিঃস্ব করে দিয়ে গেল বাংলা নাটককে৷
 
== কাজ ==