অতিবৃষ্টি অরণ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
কিছু সংশোধন
Zaheen (আলোচনা | অবদান)
৩ নং লাইন:
ভূপৃষ্ঠের মূলত নিরক্ষীয় হতে ক্রান্তীয় অঞ্চলেই এই অরণ্যগুলি দেখা যায়। অতিবৃষ্টি অরণ্যের মধ্যে বৃহত্তমটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের [[আমাজন নদী]]র অববাহিকাতে অবস্থিত [[আমাজন অরণ্য]]। [[নিকারাগুয়া]] ও [[বেলিজ]]সহ [[মধ্য আমেরিকা]]য় এই আমাজন অতিবৃষ্টি অরণ্য বিস্তৃত। এছাড়াও [[ক্যামেরুন]] হতে [[কঙ্গো প্রজাতন্ত্র]] পর্যন্ত বিস্তৃত [[নিরক্ষীয় আফ্রিকা]]য়, [[মায়ানমার]] হতে [[ইন্দোনেশিয়া]] ও [[পাপুয়া নিউ গিনি]] পর্যন্ত [[দক্ষিণ-পূর্ব এশিয়া]], [[অস্ট্রেলিয়া]]র পূর্ব [[কুইন্সল্যান্ড]] এবং [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] কিছু অংশে এই অরণ্য দেখা যায়।
== ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য ==
{{Main|ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য}} সাধারনতসাধারণত [[নিরক্ষরেখা]] থেকে ১০ ডিগ্রী উত্তর দিকে বা দক্ষিণ দিকে যে অতিবৃষ্টি অরণ্যগুলির দেখা মেলে, সেগুলিকে ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য (ইংরেজি: Tropical rainforest) বলে। এগুলিতে জলবায়ু উষ্ণ ও আর্দ্র এবং কোন বিশেষ শুষ্ক মৌসুম থাকে না। এগুলিতে গড় মাসিক তাপমাত্রা বছরের প্রায় সকল মাসেই {{convert|18|C|F}} অতিক্রম করে।<ref>Susan Woodward. [http://www.radford.edu/~swoodwar/CLASSES/GEOG235/biomes/rainforest/rainfrst.html Tropical broadleaf Evergreen Forest: The rainforest.] {{webarchive|url=https://web.archive.org/web/20080225054655/http://www.radford.edu/~swoodwar/CLASSES/GEOG235/biomes/rainforest/rainfrst.html|date=2008-02-25}} Retrieved on 2008-03-14.</ref> গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ {{convert|168|cm|in|abbr=on}}-এর নিচে হয় না এবং বৃষ্টিপাতের পরিমাণ {{convert|1000|cm|in|abbr=on}}ও অতিক্রম করতে পারে। তবে সাধারণত বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হয়ে থাকে {{convert|175|cm|in|abbr=on}} থেকে {{convert|200|cm|in|abbr=on}} পর্যন্ত।<ref name="Newman, Arnold 2002">Newman, Arnold. The Tropical Rainforest : A World Survey of Our Most Valuable Endangered Habitat : With a Blueprint for Its Survival. New York: Checkmark, 2002. Print.</ref>
[[চিত্র:Koppen_World_Map_Af.png|right|thumb|400x400px|বিশ্বব্যাপী ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্যের ভৌগোলিক অবস্থান]]
বিশ্বের অনেকগুলো উষ্ণাঞ্চলীয়ক্রান্তীয় বনাঞ্চলঅরণ্য সরাসরি [[মৌসুমি ট্রাফনিম্নচাপ অঞ্চল|মৌসুমি ট্রাফেরনিম্নচাপ অঞ্চলের]] (monsoon trough) সাথে সম্পর্কিত, যা [[আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল]] (ইন্টারট্রপিকাল কনভারজেন্স জোন]]) নামেও পরিচিত।<ref>Hobgood (2008). [http://geog-www.sbs.ohio-state.edu/courses/G230/hobgood/ASP230Lecture24.ppt Global Pattern of Surface Pressure and Wind.] [[Ohio State University]]. Retrieved on 2009-03-08.</ref> পূর্ণাঙ্গ বৈশিষ্টের [[ট্রপিকাল আদ্র বনাঞ্চল|ট্রপিকাল আদ্র বনাঞ্চলের]] অবস্থান লক্ষ্য করা যায় [[নিরক্ষরেখা|নিরক্ষীয় অঞ্চলে]] মূলত [[কর্কটক্রান্তি]] রেখা ও [[মকরক্রান্তি]] রেখার মাঝামাঝি।মাঝামাঝি পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যবিশিষ্ট [[ক্রান্তীয় আর্দ্র অরণ্য]] লক্ষ্য করা যায় । [[দক্ষিণ-পূর্ব এশিয়া|দক্ষিণ-পূর্ব এশিয়ায়]] উষ্ণাঞ্চলীয়ক্রান্তীয় অতিবৃষ্টি বনাঞ্চলঅরণ্যগুলি অবস্থিত ([[মায়ানমার|মায়ানমার (বার্মা)]] থেকে [[ফিলিপাইন]], [[মালয়েশিয়া]], [[ইন্দোনেশিয়া]], [[পাপুয়া নিউগিনি]], [[শ্রীলঙ্কা]], [[সাহারা-নিম্ন আফ্রিকা]] এবং [[ক্যামেরুন]] থেকে [[গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র|কঙ্গোর]] ([[কঙ্গোনিয়ান বনাঞ্চল|কঙ্গো রেইনফরেস্টঅতিবৃষ্টি অরণ্য]]), [[দক্ষিণ আমেরিকা|দক্ষিণ আমেরিকায়]] (যেমন: [[আমাজন অরণ্য|আমাজন রেইনফরেস্ট]]), [[মধ্য আমেরিকা|মধ্য আমেরিকায়]] (যেমন: [[বোসাস জীবমণ্ডল সংরক্ষিত এলাকা|বোসাস]], দক্ষিণ [[ইউকাটান পেনিনসুলা]] (Yucatán Peninsula)-[[পেটেন|এল পেটেন]]-[[বেলিজ]]-[[ক্যালাকমুল জীবমণ্ডল সংরক্ষিত এলাকা|ক্যালাকমুল]]), [[অস্ট্রেলিয়া]], এবং আরো রয়েছে [[প্যাসিফিক দ্বীপপুঞ্জ|প্যাসিফিক দ্বীপপুঞ্জে]] (যেমন [[হাওয়াইয়াহাওয়াইয়ান ট্রপিকালক্রান্তিয় রেইনফরেস্টঅতিবৃষ্টি অরণ্য|হাওয়াই]])। উষ্ণাঞ্চলীয়ক্রান্তীয় বনাঞ্চলকে বলা হয়অরণ্যগুলিকে "পৃথিবিরপৃথিবীর [[ফুসফুস]]", যদিওনামেও বাডাকা এখনহয়; তবে সম্প্রতি জানা যায়গেছে যে, অতিবৃষ্টি বনাঞ্চলঅরণ্যগুলি [[সালোকসংশ্লেষ]] প্রক্রিয়ায় [[পৃথিবীর বায়ুমণ্ডল|পৃথিবীর বায়ুমণ্ডলে]] মোট [[অক্সিজেন]] সংযোজনে যথেষ্ট পরিমাণ প্রভাব রাখে না।<ref>Broeker, Wallace S. (2006). "Breathing easy: Et tu, O<sub>2</sub>." Columbia University [http://www.columbia.edu/cu/21stC/issue-2.1/broecker.htm Columbia.edu]</ref><ref>Moran, E.F., [[doi:10.1007/BF00890069|"Deforestation and Land Use in the Brazilian Amazon,"]] Human Ecology, Vol 21, No. 1, 1993"</ref> {{-}}
 
== অতিবৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্যসমূহ ==