মামুন হুসাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Drahfarid (আলোচনা | অবদান)
Drahfarid (আলোচনা | অবদান)
৪১ নং লাইন:
মামুন হুসাইন ৪ মার্চ ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন [[কুষ্টিয়া জেলা]] শহরের কমলাপুরে। তাঁর পিতার নাম আলতাফ হুসাইন, মায়ের নাম হোসনে আরা বেগম। মামুন হুসাইনের শৈশব-কৈশোর কেটেছে কুষ্টিয়া ও [[ঝিনাইদহ জেলা]]য়। তিনি পড়ালেখা করেছেন [[ঝিনাইদহ ক্যাডেট কলেজ|ঝিনাইদহ ক্যাডেট কলেজের]] বিজ্ঞান বিভাগে। তিনি ১৯৭৭ সালে এসএসসি এবং ১৯৭৯ সালে আইএসসি পাস করে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হন।
 
[[রাজশাহী মেডিকেল কলেজ]] থেকে এমবিবিএস করেন ১৯৮৫ সালে। এরপর তিনি [[বাংলাদেশ সরকারী কর্ম কমিশন]] থেকে সুপারিশকৃত ডাক্তার হিসেবে সরকারি চাকুরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি মেডিক্যাল সোসিওলজি নিয়ে উচ্চতর পড়ালেখায় আত্মনিয়োগ করেন এবং ২০০২ সালে এমফিল এবং [[পিএইচডি]] ডিগ্রি অর্জন করেন ২০০৯ সালে।<ref><ref name="সাঁওতালদের মধ্যে মনোরোগ বিস্তারের ধরন">{{পিএইচডি অভিসন্দর্ভ|last1=হুসাইন|first1=মামুন (২০১১)|title=Santal Psychiatric Patient : A Study in a Suburban District of Bangladesh]|publisher=LAP Lambert Academic Publishing|Language= English|isbn=978-3843360876|pages 176 (paperback)|product dimensions=5.9 x 0.4 x 8.7 inches|location=Germany|edition=১ম প্রকাশ, মার্চ ১৪, ২০১১|ref=১}}</ref></ref> পরে তিনি সাইকিয়াট্রিতে এফসিপিএস ২০১১ সালে ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি প্রাইভেট ক্লিনিকে নিয়মিত মানসিক রোগীদের চিকিৎসা সেবাপ্রদান করেন।
 
==সাহিত্য জীবন==