এইচ. ডি. জি. লেভেসন গাওয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ব্যক্তিগত জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
৭১ নং লাইন:
এরপর অক্সফোর্ডের মাগদালেন কলেজে ভর্তি হন। অক্সফোর্ডের পক্ষে চার বছর [[ক্রিকেট]] খেলেন। ১৮৯৩ সালে ব্লু লাভ করেন। ১৮৯৫ সালে [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|কেমব্রিজের]] বিপক্ষে ৭৩ রান তোলাসহ ৭/৮৪ পান। ১৮৯৬ সালে অক্সফোর্ড দলের অধিনায়কত্ব করেন। তবে, তিনি কোন ডিগ্রি লাভ করেননি।
 
বিদ্যালয় জীবনে শ্রিম্প ডাকনামে আখ্যায়িত হন লেভেসন গাওয়ার। খুব সম্ভবতঃ তাঁর খাঁটো আকৃতির শারীরিক কাঠামোর কারণে এ নামকরণ হয়েছে। তবে, কিছু ক্রিকেট তথ্যাবলীতে তাঁর সংক্ষিপ্ত নামের চেয়ে অন্য কিছুকে এর জন্য দায়ী করা হয়। ১৮৯৭ সালে [[পেলহাম ওয়ার্নার|প্লাম ওয়ার্নারের]] নেতৃত্বাধীন দল আমেরিকা সফরে যায়।<ref>[http://www.espncricinfo.com/england/content/player/22311.html Warner's Wisden obituary refers] Retrieved 26 December 2017</ref> ঐ দলে তিনি অন্যতম সদস্য হিসেবে মনোনীত হন। ফিলাডেলফিয়ার সাংবাদিক রাল্ফ ডি. পেইন তাঁকে ঘিরে রসাত্মবোধক কবিতার মাধ্যমে তাঁর ডাকনামের কথা তুলে ধরেন।<ref>''The Cricket Captains of England'', Alan Gibson, 1989, The Pavilion Library, {{ISBN|1-85145-390-3}}, p114</ref>
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
৮১ নং লাইন:
 
== ব্যক্তিগত জীবন ==
[[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধে]] রয়েল আর্মি সার্ভিস কোরের মেজরের দায়িত্ব পালন করেন। তাঁকে এ পদ থেকে অব্যহতি দেয়া হয়েছিল।
 
ক্রিকেটরক্রিকেটের বাইরে লেভেসন গাওয়ার স্টকব্রোকার ছিলেন। ১৯০৮ সালে এনিড হ্যামন্ড-চেম্বার্স নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন তিনি। এ দম্পত্তির কোন সন্তানাদি জন্মগ্রহণ করেনি। ১ ফেব্রুয়ারি, ১৯৫৪ তারিখে ৮১ বছর বয়সে লন্ডনের কেনসিংটন এলাকায় তাঁর দেহাবসান ঘটে। এ সময় তিনি তাঁর স্ত্রীকে রেখে যান।
 
== তথ্যসূত্র ==