হক কাপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
প্রবর্তন কাল - অনুচ্ছেদ সৃষ্টি
১ নং লাইন:
'''হক কাপ''' [[নিউজিল্যান্ড|নিউজিল্যান্ডের]] জেলা সংস্থা কর্তৃক আয়োজিত [[ক্রিকেট]] প্রতিযোগিতাবিশেষ। ১৯১০-১১, ১৯১২-১৩ ও ২০০০-০১ [[মৌসুম (ক্রীড়া)|মৌসুম]] বাদে [[প্রতিযোগিতা|প্রতিযোগিতাটি]] সর্বদাই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবার জন্য আহ্বান জানানোর মাধ্যমে নিষ্পত্তি করা হয়। হক কাপের শিরোপা জয়ের জন্য নির্দিষ্ট দলকে পূর্ববর্তী বছরের শিরোপাধারী দলের নিজ মাঠে পরাজিত করার শর্ত আরোপ করা হয়ে থাকে।
 
নিউজিল্যান্ডের প্রধান চারটি প্রধান কেন্দ্র - অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ ও ডুনেডিন সচরাচর হক কাপে অংশ নেয়নি। তবে, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তারা অংশ নিচ্ছে। ২০০০-০১ মৌসুম থেকে দলগুলো পুণরায় বাদ পড়ে যায়। এরপর থেকে নিউজিল্যান্ডের চতুর্থ বৃহত্তম ঘনবসতিপূর্ণ নগর এলাকা হ্যামিল্টন থেকে আগত দল প্রতিযোগিতায় সর্বাপেক্ষা শক্তিশালী দলরূপে আবির্ভূত হয়ে আসছে।
 
== প্রবর্তন কাল ==
১৯০৭ সালে প্রবর্তিত [[প্লাঙ্কেট শীল্ড|প্লাঙ্কেট শীল্ডে]] নিউজিল্যান্ডের প্রধান ক্রিকেট সংস্থাগুলো অংশগ্রহণ করে। ১৯১০ সালে [[Lord Hawke|লর্ড হক]] ক্ষুদ্রতর সংস্থাগুলো নিয়ে গঠিত চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতার জন্য অনুদান প্রদান করেন।<ref>''[[The Marlborough Express]]'', 10 October 1910, p. 7.</ref> ডিসেম্বর, ১৯১০ সালে ওয়াইরারাপার বিপক্ষে মানাওয়াতো জয় করে। প্রথম শিরোপাধারী দল ১৯১০-১১ মৌসুমে সাউথল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত খেলায় জয় পায়।
 
এক মৌসুমেই একাধিকবার শিরোপা স্থানান্তরের ঘটনা ঘটেছে। ১৯২৭-২৮ মৌসুমে প্রথম খেলায় টারানাকির বিপক্ষে জয় পেয়ে ওয়াগানুই শিরোপা জয় করে।<ref>{{cite web | url = https://cricketarchive.com/Archive/Scorecards/123/123392.html| title = Wairarapa v Manawatu 1910-11| publisher = CricketArchive| accessdate = 4 June 2015}}</ref> তিন খেলার পর পঞ্চম খেলায় মানাওয়াতোর কাছে হেরে তা স্থানান্তরিত হয়। মৌসুমের শেষ খেলায় পুণরায় তা কুক্ষিগত করে তারা।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
{{Cricket in New Zealand}}