বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১০ নং লাইন:
|}
আমি শৌনক বন্দ্যোপাধ্যায়, একজন ভারতীয় বাঙালি। আমি বাংলা ছাড়াও হিন্দি ও ইংরেজি ভাষা জানি। একজন বাঙালি হওয়ায় আমি গর্বিত। আমি উইকিপিডিয়াকে ভালোবাসি। বাংলা ও ইংরেজি নিবন্ধগুলিতে মাঝেমধ্যে ছোটখাট সংশোধন করে থাকি। বড়সড়ো নিবন্ধও লিখে থাকি। আমার স্বপ্ন বাংলা উইকিপিডিয়াকে একদিন অন্যান্য উইকিপিডিয়াগুলির মত বড় করে দেখানো, যাতে বাংলা ভাষাও অন্যান্য ভাষার মত সম্মান পায় ও বাংলার জনপ্রিয়তা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই আমি ২৬ ফেব্রুয়ারী ২০১৮ থেকে চেষ্টা করছি নিয়মিত কোনও নিবন্ধ লেখার, অন্তত সপ্তাহে দুইটি। এই ছিল আমার বৃত্তান্ত, আমার সম্বন্ধে কৌতূহল প্রকাশ করার জন্য ধন্যবাদ। (এটি আমার ব্যবহারকারীর পাতা। কোনও বার্তা রাখতে আমার 'আলাপ' পাতা ব্যবহার করুন।)
==আমার অবদান==
*[[অলিম্পিক চিহ্ন]]
*[[মালয়ালম লিপি]]
*[[যুগ্ম মৌলিক]]