ককেশাস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shuaib Anik (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Shuaib Anik (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১৩৭ নং লাইন:
=== মধ্যযুগ ===
[[File:Georgian empire with tributaries.png|260px|thumbnail|right|১৩ শতকের শুরুর দিকে ক্ষমতার শিখরে থাকাকালীন জর্জিয়া রাজ্য।]]
৩০১ খ্রিস্টাব্দে আর্মেনিয়ার আর্সাসিদ সাম্রাজ্যই (পার্থিয় আর্সাসিদ সাম্রাজ্যের একটি শাখা) হলো প্রথম রাজ্য যারা খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে গ্রহণ করে। এসময়ে ককেশীয় আলবেনিয়া এবং [[জর্জিয়া (রাষ্ট্র)|জর্জিয়া]] [[খ্রিস্টান ধর্ম|খ্রিস্টান ধর্মে]] ধর্মান্তরিত হয়। ফলে, এই অঞ্চলে [[জরাথুস্ট্রবাদ]] এবং পৌত্তলিকদের বিপরীতে খ্রিস্টান ধর্ম প্রভাব বিস্তার করতে থাকে। [[মুসলিমদের পারস্য বিজয়|মুসলিমদের পারস্য বিজয়ের]] মধ্য দিয়ে এই অঞ্চলের বিরাট অংশ [[আরব জাতি|আরবদের]] শাসনাধীন হয়ে যায় এবং এই অঞ্চলে [[ইসলাম]] প্রবেশ করে।<ref>{{cite book |quote="(..) It is difficult to establish exactly when Islam first appeared in Russia because the lands that Islam penetrated early in its expansion were not part of Russia at the time, but were later incorporated into the expanding Russian Empire. Islam reached the Caucasus region in the middle of the seventh century as part of the Arab [[Muslim conquest of Persia|conquest]] of the Iranian Sassanian Empire. "|title=Islam in Russia: The Politics of Identity and Security|first=Shireen |last= Hunter | publisher= M.E. Sharpe | date = 2004 |page=3 |display-authors=etal}}</ref>
 
১০ম শতাব্দীতে আলানিগণ (প্রোটো-[[ওশেতিয়]])<ref name="Great Soviet Encyclopedia">{{cite web|url=http://slovari.yandex.ru/dict/bse/article/00001/79200.htm|title=Яндекс.Словари|work=yandex.ru}}</ref> [[উত্তর ককেশাস|ককেশাসের উত্তরাঞ্চলে]] একটি রাজ্য প্রতিষ্ঠা করে। যেটি, বর্তমান সিরকাসিয়ার এবং অধুনিক [[উত্তর ওশেতিয়া-আলানিয়া|উত্তর ওশেতিয়া-আলানিয়ার]] অন্তর্ভুক্ত ছিল। ১২৩৮-৩৯ খ্রিস্টাব্দে মঙ্গোলদের আক্রমণের ফলে রাজ্যটি ধ্বংস হয়ে যায়।
 
প্রাচীন আর্মেনীয় রাজ্যের পতনের পর মধ্যেযুগে বাগ্রাতিদ আর্মেনিয়া, তাশির-জোরাগেট রাজ্য, সিউনিক রাজ্য এবং খাচেনরা বিভিন্ন সময় স্থানীয় আর্মেনীয় জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করে বাইরের হুমকির হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করে। আরমেনিয়ার সাথে ককেশীয় আলবেনিয়া সর্বদা একটি সুসম্পর্ক বজায় রাখে এবং আর্মেনীয় এপোস্টলিক চার্চের মতো ককেশীয় আলবেনিয়ার চার্চও একই খ্রিস্টান ধর্মমত প্রচার করতো। ককেশীয় আলবেনিয়ার ক্যথলিকরা নিযুক্ত হতেন আর্মেনিয় চার্চ দ্বারা।<ref>{{Cite news|url=https://georgianorthodoxchurch.wordpress.com/2013/08/09/caucasian-albanian-church-celebrates-its-1700th-anniversary/|title=Caucasian Albanian Church celebrates its 1700th Anniversary|date=2013-08-09|work=The Georgian Church for English Speakers|access-date=2018-03-02|language=en-US}}</ref>
 
১২ শতকে জর্জিয় রাজা ডেভিড জর্জিয়া থেকে মুসলিমদেরকে বের করে দেন এবং জর্জিয়া রাজ্যকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তোলেন। ১১৯৪ হতে ১২০৪ সালের মধ্যে জর্জিয়ার রাণী তামারের সৈন্যবাহিনী রাজ্যের দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ প্রান্ত হতে সেলজুক তুর্কিদের আক্রমণ প্রতিহত করে এবং দক্ষিণ আর্মেনিয়ার সেলজুক তুর্কিদের নিয়ন্ত্রিত রাজ্যে বেশ কিছু সফল অভিযান পরিচালনা করে। জর্জিয়া রাজ্য ককেশাস অঞ্চলে ক্রমাগত সৈন্য অভিযান পরিচালনা করতে থাকে। রাণী তামারের সৈন্য অভিযান এবং ১২০৪ সালে বাইজেনটাইন সাম্রাজ্যের সাময়িক পতনের ফলে জর্জিয়া সম্পূর্ণ [[নিকট প্রাচ্য|নিকট প্রাচ্যে]] সবচেয়ে শক্তিশালী খ্রিস্টান রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। এসময়ে উত্তর ইরান এবং উত্তরপূর্ব তুরস্ক থেকে শুরু করে উত্তর ককেশাস অঞ্চল জর্জিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
 
পরবর্তীতে ককেশাস অঞ্চল [[অটোমান সম্রাজ্য|অটোমান]], [[মঙ্গোল]], কিছু স্থানীয় রাজ্য এবং খানাত রাজ্যের দ্বারা বিজিত হয় এবং একসময় এই অঞ্চল পুনরায় [[ইরান|ইরানের]] অন্তর্ভুক্ত হয়।<gallery widths=250 heights=170>
File:Ejmiadzin Cathedral2.jpg|[[আর্মেনিয়া|আর্মেনিয়ায়]] অবস্থিত ৩০৩ খ্রিস্টাব্দে নির্মিত এটচমিয়াদজিন ক্যাথিড্রাল, আর্মেনিয়ার একটি ধর্মীয় কেন্দ্র। এটি [[ইউনেস্কো]] ঘোষিত একটি [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]]।
File:Svetitskhoveli Cathedral, Mtskheta, Georgia P. Liparteliani.jpg|জর্জিয়ায় অবস্থিত ৪র্থ শতকে নির্মিত স্ভেতিত্সখোভেলি ক্যাথিড্রাল, এটি ছিল রাজকীয় জর্জিয়ার একটি প্রার্থনা কেন্দ্র। এটি [[ইউনেস্কো]] ঘোষিত একটি [[বিশ্ব ঐতিহ্যবাহী স্থান]]।
File:Caftan MET DT1115.jpg|৮ম হতে ১০ম শতকে ব্যবহৃত আলানিয়া অঞ্চলের উত্তরপশ্চিম ককেশীয় কাফতান (বিশেষ ধরণের পোশাক)।
</gallery>
 
=== আধুনিক কাল ===