কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফোবক্স
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
১ নং লাইন:
{{Infobox cricket team
|name = [[Cambridge University|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়]]
|image = কেমব্রিজ বিশ্ববিদ্যালয় রাগবি লোগো.jpg
<!--|president = {{flagicon|England}} [[Roger Knight (cricketer)|Roger Knight]]-->
১৫ নং লাইন:
 
'''কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব (সিইউসিসি)''' ({{lang-en|Cambridge University Cricket Club (CUCC)}}) [[কেমব্রিজ বিশ্ববিদ্যালয়|কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের]] ছাত্রদেরকে নিয়ে গঠিত প্রতিনিধিত্বমূলক [[ক্রিকেট]] ক্লাববিশেষ। সর্বদাই এ ক্লাবটি গুরুত্বপূর্ণ কিংবা [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] মর্যাদা ধরে রেখেছে। নির্ভরযোগ্য উৎসমূলে ১৮১৭ থেকে ১৮৯৪ সাল পর্যন্ত শ্রেণীবদ্ধ গুরুত্বপূর্ণ দল হিসেবে পরিচিতি পেয়েছে এ ক্লাবটি।<ref>{{cite book |last=ACS |first= |authorlink=Association of Cricket Statisticians and Historians |title=A Guide to Important Cricket Matches Played in the British Isles 1709 – 1863|year=1981 |publisher=ACS |location=Nottingham |isbn=}}</ref><ref>{{cite book |last=ACS |first= |authorlink=Association of Cricket Statisticians and Historians |title=A Guide to First-Class Cricket Matches Played in the British Isles |year=1982 |publisher=ACS |location=Nottingham |isbn=}}</ref>
 
১৮৯৫ সাল থেকে [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব]] কর্তৃপক্ষ ক্লাবটিকে আনুষ্ঠানিকভাবে প্রথম-শ্রেণীর দল হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। কেবলমাত্র ১৯৭৩ সালে [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ]]<ref>Birley, p. 145.</ref> ও [[লিস্ট এ ক্রিকেট|লিস্ট এ খেলার]] দলরূপে ঘোষণা করা হয়েছিল।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Teams/0/58/List_A_Events.html |publisher=CricketArchive |title=List A events played by Cambridge University |accessdate=29 November 2015}}</ref>
 
এ ক্লাবের প্রায় ১,২০০ সদস্য রয়েছে। ফেনার্সে খেলার আয়োজন করা হয়। সিইউসিসি’র ব্লুজ ও ক্রুসেডার্স নামীয় দুইটি পুরুষ দল এবং সিইউডব্লিউসিসি নামের একটি মহিলা দল রয়েছে। একত্রে প্রত্যেক [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমে]] প্রায় ১০০ দিনব্যাপী ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ১৮২৭ সালে কেমব্রিজ ও [[Oxford University Cricket Club|অক্সফোর্ডের]] মধ্যকার প্রথম [[The University Match (cricket)|বিশ্ববিদ্যালয় খেলার]] আয়োজন করা হয়েছিল। বর্তমানে ক্লাবটি একমাত্র প্রথম-শ্রেণীর খেলা হিসেবে প্রত্যেক মৌসুমে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে পরিচিতি লাভ করে আসছে।
 
এছাড়াও, সিইউসিসি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্রিকেটিং এক্সিলেন্স সেন্টারের (ইউসিসি) অংশবিশেষ পরিচালিত করছে। তন্মধ্যে, অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি এতে অন্তর্ভূক্ত রয়েছে। [[ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড|ইসিবি]] থেকে এমসিসির পরিচালনার বিষয়টি স্থানান্তরিত হলে ইউসিসি ২০১০ মৌসুমের পূর্বে কেমব্রিজ এমসিসি (এমসিসিইউ) নামে নতুনভাবে পরিচিতি পেয়েছিল। পুরুষ ও মহিলাদের এমসিসিইউ উভয় দল ব্রিটিশ ইউনিভার্সিটিজ এন্ড কলেজেস স্পোর্ট (বিইউসিএস) [[প্রতিযোগিতা|প্রতিযোগিতায়]] অংশগ্রহণ করছে।
 
== তথ্যসূত্র ==