টনি লুইস (ক্রিকেটার): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
গ্রন্থপঞ্জী - অনুচ্ছেদ সৃষ্টি
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{otherঅন্যান্য peopleব্যক্তিবর্গ||টনি লুইস}}
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = টনি লুইস (ক্রিকেটার)
| honorific_suffix = {{Post-nominals|country=GBR|size=100%|সিবিই}}
৬ নং লাইন:
| caption =
|fullname = অ্যান্থনি রবার্ট লুইস
|birth_date = {{Birthজন্ম dateতারিখ and ageবয়স|1938|7|6|df=yes}}
|birth_place = [[Swansea|সোয়ানসি]], ওয়েলস
|nickname =
৫৬ নং লাইন:
}}
 
'''অ্যান্থনি রবার্ট লুইস''' ({{lang-en|Tony Lewis}}; [[জন্ম]]: [[৬ জুলাই]], [[১৯৩৮]]) ওয়েলসের সোয়ানসি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।<ref name="Cap">{{citeবই bookউদ্ধৃতি |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |pages=110–111 |url= }}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লেগ ব্রেক বোলিং করতেন '''টনি লুইস'''।
 
বিখ্যাত গণিতজ্ঞ ও [[ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি|ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির]] সহ-প্রবক্তা [[টনি লুইস|টনি লুইসের]] সাথে কোন সম্পর্ক নেই।
 
== প্রারম্ভিক জীবন ==
৭০ নং লাইন:
এরপর ১৯৬০ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটের জন্য নিজেকে উপযোগী করে তুলেন। এ সময় তিনি কেমব্রিজের ক্রাইস্টস কলেজে অধ্যয়নকালীন অবস্থায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দলের সদস্য মনোনীত হন। প্রথম বর্ষে থাকাকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ৪৩.৫৬ গড়ে ১৩০৭ রান ও পরের বছর ৩০.৮০ গড়ে ৬১৬ রান তুলেন। এরপর তিনি গ্ল্যামারগনের পক্ষে যোগ দেন।
 
কেমব্রিজে থাকাকালে শেষ মৌসুমে ১৯৬২ সালে সকল খেলায় অংশ নেন ও দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। এ সময় পাঁচ সেঞ্চুরি সহযোগে ৪০.৫১ গড়ে ২১৮৮ রান তুলেন। বিএ ডিগ্রি লাভের পর এমএ ডিগ্রি অর্জন করেন টনি লুইস। ১৯৬৬ সালে দুই সহস্রাধিক রান তুলে শীর্ষস্থানে ছিলেন। ২১৯০ রান তুলেন ৪০.৫১ গড়ে যা ঐ মৌসুমে অন্য কোন খেলোয়াড়ের পক্ষে সম্ভবপর হয়নি। ২২৩ রান সংগ্রহের মাধ্যমে একমাত্র দ্বি-শতক রান তুলেন [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্টের]] বিপক্ষে। গ্রেভসেন্ডে অনুষ্ঠিত ঐ খেলায় গ্ল্যামারগন ফলো-অনের কবলে পড়েছিল। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত গ্ল্যামারগনের অধিনায়কত্ব করেন তিনি। তন্মধ্যে, ১৯৬৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এ সময় পুরো মৌসুমে গ্ল্যামারগন অপরাজিত অবস্থায় ছিল।
 
== টেস্ট ক্রিকেট ==
৯১ নং লাইন:
১৯৭৫ সালে দ্য সানডে টেলিগ্রাফের ক্রিকেট ও রাগবি সাংবাদিক হিসেবে যোগ দেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ওয়েলস স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। গ্ল্যামারগন কাউন্টি ক্রিকেট ক্লাবের সভাপতি, ক্রিকেট সভাপতি, প্রেসিডেন্ট ও বোর্ড সদস্য ছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিবিসি টেলিভিশনের ক্রিকেট সম্প্রচারের প্রধান ব্যক্তি হিসেবে টেস্ট ম্যাচ স্পেশালের দায়িত্ব পালন করেন। রেডিও ফোরের ম্যাগাজিন অনুষ্ঠান স্পোর্ট অন ফোর শীর্ষক অনুষ্ঠানের সূচনাকারী উপস্থাপক হিসেবে দশ বছর দায়িত্বে ছিলেন।
 
১৯৯৮ সাল থেকে মিড গ্ল্যামারগনের হাই শেরিফের দায়িত্ব পালন করছেন।<ref>{{citeওয়েব webউদ্ধৃতি| url= http://www.debretts.com/people/biographies/browse/l/10456/Anthony%20Robert%20%28Tony%29+LEWIS.aspx| title= A R Lewis, Esq, CBE, DL| publisher= Debretts| accessdate= 28 August 2011| deadurl= yes| archiveurl= https://web.archive.org/web/20120913162444/http://www.debretts.com/people/biographies/browse/l/10456/Anthony%20Robert%20(Tony)+LEWIS.aspx| archivedate= 13 September 2012| df= dmy-all}}</ref>
 
== ব্যক্তিগত জীবন ==
১১৪ নং লাইন:
{{BBC Wales Sports Personality of the Year winners}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:লুইস, টনি}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:লুইস, টনি}}
[[বিষয়শ্রেণী:১৯৩৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি]]