টনি লুইস (ক্রিকেটার): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইনফোবক্স
Suvray (আলোচনা | অবদান)
প্রারম্ভিক জীবন - অনুচ্ছেদ সৃষ্টি
১ নং লাইন:
{{other people||টনি লুইস}}
{{Infobox cricketer
| name = টনি লুইস (ক্রিকেটার)
৬ ⟶ ৭ নং লাইন:
|fullname = অ্যান্থনি রবার্ট লুইস
|birth_date = {{Birth date and age|1938|7|6|df=yes}}
|birth_place = [[Swansea|সোয়ানসীসোয়ানসি]], ওয়েলস
|nickname =
|heightft =
৫৫ ⟶ ৫৬ নং লাইন:
}}
 
'''অ্যান্থনি রবার্ট লুইস''' ({{lang-en|Tony Lewis}}; [[জন্ম]]: [[৬ জুলাই]], [[১৯৩৮]]) ওয়েলসের সোয়ানসীসোয়ানসি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক।<ref name="Cap">{{cite book |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |pages=110–111 |url= }}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগনেররগ্ল্যামারগনের প্রতিনিধিত্ব করেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লেগ ব্রেক বোলিং করতেন '''টনি লুইস'''।
 
== প্রারম্ভিক জীবন ==
সোয়ানসিতে জন্মগ্রহণকারী টনি লুইস উইলফ্রিড লুইস ও মার্জোরি (বিবাহ-পূর্ব ফ্লাওয়ার) দম্পতির দুই সন্তানের মধ্যে জ্যেষ্ঠ। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তাঁদের পরিবার নিথে স্থানান্তরিত হয়েছিলেন। যুদ্ধে তাঁর বাবা মেজর পদবীধারী ছিলেন। বিশ্বযুদ্ধের পর নিথে বীমা কার্যালয় পরিচালনার দায়িত্বে ছিলেন। এরপর সিভিল সার্ভিসে যোগ দেন উইলফ্রিড।<ref>Tony Lewis, ''Taking Fresh Guard'', Headline, London, 2004, pp. 1–8.</ref>
 
নিথের নল স্কুলে ভর্তি হন টনি লুইস। এরপর বালকদের নিথ গ্রামার স্কুলে চলে যান। সেখানে তিনি বেহালায় বেশ নাম করেন। ফলশ্রুতিতে ওয়েলসের জাতীয় যুব অর্কেস্টায় অন্তর্ভূক্ত হন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের ক্রিকেট ও রাগবি দলে খেলার জন্য মনোনীত হন। ওয়েলস মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে পাঁচ বছর প্রতিনিধিত্ব করেন। তন্মধ্যে, তিন বছর অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি।
 
২০ ডিসেম্বর, ১৯৭২ তারিখে টেস্ট অভিষেক ঘটে টনি লুইসের।
 
বিখ্যাত গণিতজ্ঞ ও [[ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি|ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির]] সহ-প্রবক্তা [[টনি লুইস|টনি লুইসের]] সাথে কোন সম্পর্ক নেই।
 
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। ১৯৯০-এর দশকে বিবিসি টেলিভিশনে জনপ্রিয় ব্যক্তিত্ব পরিণত হন। এরপর এমসিসির সভাপতির দায়িত্বে ছিলেন।