আনিসুজ্জামান (অধ্যাপক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
202.136.90.245-এর সম্পাদিত সংস্করণ হতে A. H. M. Azimul Haque-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৯ নং লাইন:
 
== শিক্ষাজীবন ==
কলকাতার পার্ক সার্কাস হাইস্কুলে শিক্ষাজীবনের শুরু করেন আনিসুজ্জামান। ওখানে পড়েছেন তৃতীয় শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। পরে এদেশে চলে আসার পর অষ্টম শ্রেণিতে ভর্তি হন খুলনা জেলা স্কুলে। কিন্তু বেশিদিন এখানে পড়া হয় নি। একবছর পরই পরিবারের সঙ্গে ঢাকায় চলে আসেন। ঢাকায় ভর্তি হন প্রিয়নাথ হাইস্কুলে। আনিসুজ্জামান ছিলেন প্রিয়নাথ স্কুলের শেষ ব্যাচ। কারণ তাঁদের ব্যাচের পরেই ওই স্কুলটি সরকারি হয়ে যায় এবং এর নাম-পরিবর্তন করে রাখা হয় নবাবপুর গভর্নমেন্ট হাইস্কুল। সেখান থেকে ১৯৫১ সালে প্রবেশিকা বা ম্যাট্রিক পাস করে ভর্তি হন [[জগন্নাথ বিশ্ববিদ্যালয়|জগন্নাথ কলেজে]]। জগন্নাথ কলেজ থেকে ১৯৫৩ সালে আইএ পাস করে বাংলায় অনার্স নিয়ে বিএ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় তিনি ধর্ম থেকে দূরে সরে যান। ধর্মের ওপর কোনো বিশ্বাস নেই বলে জানান তিনি। পরে তিনি ধর্মীয় গণ্ডির বাইরে গিয়ে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৫৬ খ্রিষ্টাব্দে তিনি অনার্স পাস করলেন এবং ১৯৫৭ -এ এমএ পাস করার পরের বছর অর্থাৎ ১৯৫৮ -এ ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির প্রথম গবেষণা বৃত্তি পেলেন।<ref>[http://gunijan.org.bd/GjProfDetails_action.php?GjProfId=13 আনিসুজ্জামান] গুণীজন</ref> কিন্তু এক বছর যেতে না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শূন্যতায় বাংলা একাডেমির বৃত্তি ছেড়ে দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হয়েছিলেন ১৯৫৩ খ্রিষ্টাব্দে। সে সময়ে বিভাগীয় প্রধান ছিলেন ড. [[মুহম্মদ শহীদুল্লাহ]]। শিক্ষক হিসেবে পেয়েছিলেন শহিদ [[মুনীর চৌধুরী|মুনীর চৌধুরীকে]]। ১৯৫৬ ও ১৯৫৭ খ্রিষ্টাব্দে স্নাতক সম্মান এবং এমএতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন তিনি। অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্বস্বরূপ "নীলকান্ত সরকার" বৃত্তি লাভ করেন। ১৯৫৮ খ্রিষ্টাব্দে ড. আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে [[পিএইচডি]] করার জন্য যোগদান করেন। বিষয় ছিল '''ইংরেজ আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারায'' ১৭৫৭-১৯১৮'। ১৯৬৫ খ্রিষ্টাব্দে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। গবেষণার বিষয় ছিল 'উনিশ শতকের বাংলার সাংস্কৃতিক ইতিহাস : ইয়ং বেঙ্গল ও সমকাল'।<ref>[http://www.kalerkantho.com/index.php?view=details&archiev=yes&arch_date=18-02-2011&type=single&pub_no=435&cat_id=2&menu_id=20&news_type_id=1&index=3 ড. আনিসুজ্জামান : একজন সফল শিক্ষাবিদের প্রতিকৃতি] দৈনিক কালের কন্ঠ</ref>
 
== কর্মজীবন ==