আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ashiq Shawon (আলোচনা | অবদান)
নতুন পৃষ্ঠা: {{Infobox School |name = আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় |image = |motto = |establ...
১ নং লাইন:
{{Infobox School
'''আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ''' বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান যা ঢাকায় প্রতিষ্ঠিত ১৬ জানুয়ারি ১৯৫৭ সালে। এর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম তৎকালীন সিবিএন্ড আই-এর চীফ ইঞ্জিনিয়ার এম এ জববার, যিনি ছিলেন এডহক কমিটির প্রথম সভাপতি এবং এডহক কমিটির প্রথম সেক্রেটারি শিক্ষাবিদ ফেরদাউস খান। প্রতিষ্ঠা লগ্নে এটা সরকারি অনুদান হিসেবে নগদ ৫,০০,০০০ টাকা এবং ৫.৩৩ একর জমি পায়।
|name = আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়
==ইতিহাস==
|image =
শুরুতে স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এ ডব্লিউ খান চৌধুরী। ১৯৫৮ সালে প্রথম প্রধান শিক্ষক নিযুক্ত হন কাজী আম্বার আলী। ১৯৬০ সালে স্কুলটি প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম বছরে পাশ করে পাঁচজন ছাত্রী। এরপর স্কুলের কৃতি ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। এই স্কুলের ছাত্রী ছিলেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী [[শেখ হাসিনা]] ।
|motto =
|established = ১৯৫৭
|type =
|affiliation =
|district =
|grades =
|president =
|principal =
|head of school =
|dean =
|faculty =
|staff =
|students =
|enrollment =
|athletics =
|conference =
|colors =
|mascot =
|free_label =
|location = [[আজিমপুর]], [[ঢাকা]]
|coordinates =
|country = [[বাংলাদেশ]]
|homepage =
}}
'''আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়''' হচ্ছে [[আজিমপুর]], [[ঢাকা|ঢাকায়]] অবস্থিত একটি [[secondary school|মাধ্যমিক]] এবং [[Higher Secondary (School) Certificate|উচ্চ মাধ্যমিক বিদ্যালয়]]।<ref>{{cite web|last1=Begum|first1=Hosne Ara|title=Azimpur Girls School and College|url=http://en.banglapedia.org/index.php?title=Azimpur_Girls_School_and_College|website=Banglapedia|accessdate=10 August 2015}}</ref> এটি সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কর্তৃক ১৯৫৭-এ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯-এ প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ২,৭০০ জন এবং শিক্ষকের সংখ্যা ৮২ জন।
 
প্রতিষ্ঠানটি এটির সাংস্কৃতিক কার্যক্রমের জন্য পরিচিত । এটি বিভিন্ন শিক্ষাবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করে। যেমন : [[বাংলাদেশ গণিত অলিম্পিয়াড]] এবং [[ভাষা প্রতিযোগিতা]]। স্কুলটি ২০০৭ সালে এটির সুবর্ণ জয়ন্তী এবং পুনর্মিলন পালনন করে।<ref name=Hachib>{{cite news
১৯৯৫ সালে আজিমপুর গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আজিমপুর মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন জাহান আরা বেগম। আজিমপুর গার্লস হাই স্কুল ও আজিমপুর মহিলা কলেজ একীভূত হয় ১৯৯৯ সালে এবং আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজ নামকরণ করে হোসনে আরা বেগমকে প্রথম অধ্যক্ষ নিযুক্ত করা হয়।
| title = Jekhane Boshechilo Protijog:Azimpur Girls School And College
==শিক্ষা ও শিক্ষক==
| language = bn
আজিমপুর গার্লস স্কুল ও কলেজে প্রভাতি শিফট ও দিবা শিফটে ক্লাস চলে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রভাতি ও দিবা শিফটে প্রায় সাড়ে তিন হাজার ছাত্রী অধ্যয়নরত। ২০১০ সালের হিসাব অনুযায়ী ৮০ জন শিক্ষকশিক্ষিকা, ৫ জন অফিস স্টাফ ও ২১ জন কর্মচারীসহ মোট ১০৬ জন নিয়ে এই প্রতিষ্ঠানের বর্তমান জনশক্তি। এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় আজিমপুর গার্লস স্কুল ও কলেজের ছাত্রীদের ফলাফল সন্তোষজনক।
| work =Prothom Alo
==সহশিক্ষা কার্যক্রম ==
| date =6 April 2007 }}</ref>
খেলাধুলার জন্য রয়েছে একটি বিশাল মাঠ ও জিমখানা এবং আইটি প্রশিক্ষণের জন্য আছে কম্পিউটার ক্লাব। প্রতিষ্ঠানের ছাত্রীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আন্তঃস্কুল ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও বিতর্ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ে মেয়েদের প্রথম টি-টুয়েন্টি ক্রিকেট খেলায় ছাত্রীরা রানারসআপ হয় এবং ফুটবলে গোল্ডেন বুট অর্জন করে। প্রতি বছর চারটি হাউজের মাধ্যমে ছাত্রীদের বিভাজন করে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
==তথ্যসূত্র ==
{{সূত্রতালিকা}}
 
স্কুলটিতে ১৯৫৭-এ ক্লাস নেওয়া শুরু হয়। প্রথম প্রধান শিক্ষক ছিলের কাজী আম্বর আলী। ১৯৯৫-এ, বিদ্যালয়ের ক্যাম্পাসে আজিমপুর গার্লস কলেজ প্রতিষ্ঠিত হয়। উভয় স্কুল ও কলেজ ১৯৯৯ সালে একটি একক প্রতিষ্ঠানে একত্রিত হয়।
[[বিষয়শ্রেণী:১৯৫৭-এ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান]]
 
এটিতে মোট প্রায় ২,৮০০ শিক্ষার্থী এবং ৭১ জন শিক্ষক আছে। এটির অধ্যক্ষ হোসনে আরা বেগম। প্রতিষ্ঠানের সম্পত্তির মধ্যে রয়েছে একটি বিল্ডিং, একটি বৃহৎ খেলার মাঠ এবং অধ্যক্ষের জন্য একটি বাসভবন।<ref name=Hachib/>
 
== উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী ==
*[[শেখ হাসিনা]] - [[বাংলাদেশের প্রধানমন্ত্রী]] (১৯৯৬-২০০১) এবং (২০০৯-বর্তমান) <ref name="bang">[http://en.banglapedia.org/index.php?title=Hasina,_Sheikh Sheikh Hasina in Banglapedia]</ref>
 
==তথ্যসূত্র ==
{{Reflist}}
 
{{Coord|23.725|N|90.387|E|region:BD_type:edu|display=title}}
 
[[Category:Schools in Dhaka District]]
[[Category:Educational institutions established in 1957]]
[[Category:Girls' schools in Bangladesh]]
[[Category:1957 establishments in Pakistan]]