টাপ স্কট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
১৩ নং লাইন:
| batting = ডানহাতি
| bowling = ডানহাতি [[ফাস্ট বোলিং|ফাস্ট মিডিয়াম]]
| role = [[ব্যাটিং অর্ডার|মাঝারি-সারিরমাঝারিসারির ব্যাটসম্যান]]
| international = true
| internationalspan = ১৮৮৪-১৮৮৬
৭১ নং লাইন:
প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটার অল্প কিছুদিন পর তাঁকে অস্ট্রেলিয়া দলে অন্তর্ভুক্ত করা হয়। [[Australian cricket team in England in 1884|১৮৮৪]] সালে ইংল্যান্ড সফরে লন্ডনের দর্শনীয় স্থানগুলো পরিদর্শনে তিনি মাত্র দুই [[Penny (British pre-decimal coin)|পেন্স]] বা [[wikt:tuppence|টাপেন্স]] খরচ করেন। ফলশ্রুতিতে তিনি টাপ ডাকনামে ভূষিত হন। ১৮৮৪ সালে [[বিলি মারডক|বিলি মারডকের]] [[অধিনায়ক (ক্রিকেট)|নেতৃত্বাধীন]] দলে স্কট অত্যন্ত সফলভাবে নিজ দায়িত্ব পালন করেন।<ref name=wisobit/> এ সফরে তিনি আশাতীত সাফল্য পান।<ref name=wis85>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/154324.html |title=The Australians in England, 1884 |work=Wisden Cricketers' Almanack |publisher=John Wisden & Co |year=1885 |accessdate=26 October 2012}}</ref> [[ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড|ওল্ড ট্রাফোর্ডে]] অনুষ্ঠিত প্রধান টেস্টে মাত্র ১২ রান করলেও<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.cricketarchive.com/Archive/Scorecards/2/2852.html |publisher=CricketArchive |title=England v Australia (First Test), 1884 |accessdate=14 October 2012}}</ref> অন্য দুই টেস্টে বেশ রান করেন।
 
১৮৮৪-৮৫ মৌসুমে ইংল্যান্ডের হতাশাব্যঞ্জক ফলাফলের প্রেক্ষিতে [[মেলবোর্ন ক্রিকেট ক্লাব|মেলবোর্ন ক্লাব]] যথেষ্ট সজাগ ছিল। ক্লাবটি আশঙ্কা প্রকাশ করেছিল যে, ইংল্যান্ড হয়তোবা কিছুসংখ্যক অস্ট্রেলীয় খেলোয়াড়দের বাদ দেয়ার কথা বলবে। এরফলে ক্লাব কর্তৃপক্ষ সাবেক অধিনায়ক মারডক, ব্যানারম্যান ও [[পার্সি ম্যাকডোনেল|পার্সি ম্যাকডোনেলকে]] দল থেকে বাদ দেয়া সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের ফলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বয়েল, [[টম হোরান]] ও [[হাগহিউ ম্যাসি]] নিজেদেরকেও দলে না খেলার ঘোষণা দেন। ইংল্যান্ড ও অস্ট্রেলীয় কর্তৃপক্ষের মতানৈক্যের ফলে তৎকালীন অধিনায়ক [[বিলি মারডক]] পদত্যাগ করেন। এ প্রেক্ষিতে [[Australian cricket team in England in 1886|১৮৮৬]] সালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড]] সফরের জন্য স্কাটকে অস্ট্রেলীয় [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] হিসেবে ঘোষণা করা হয়।<ref name=Harte141>Harte, p.141.</ref> এরফলে স্কট অভ্যন্তরীণ অসন্তোষে আক্রান্ত দলের অধিনায়ক মনোনীত হন। কিন্তু দলের নিয়ন্ত্রণ লাভ করতে ব্যর্থ হওয়ায় সফরটিও ব্যর্থতায় পর্যবসিত হয়।<ref name=Harte142>Harte, p.142.</ref> এরপর চিকিৎসাশাস্ত্রে দক্ষতা অর্জনের উদ্দেশ্যে সফর শেষেও [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] অবস্থান করেন।<ref name=wisobit/> এ সফরের পর তিনি আর কোন প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেননি।
 
== অবসর ==