ট্র্যাফিক (২০০০-এর চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অভিনেতা
বানান
১৯ নং লাইন:
}}
'''ট্র্যাফিক''' ([[ইংরেজি ভাষায়]]: Traffic) একটি [[একাডেমি পুরস্কার]] বিজয়ী মার্কিন অপরাধ/নাট্য চলচ্চিত্র। [[২০০]] সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেছেন [[স্টিভেন সোডারবার্গ]]। এতে [[মার্কিন যুক্তরাষ্ট্র]] এবং [[মেক্সিকো|মেক্সিকোর]] মাদক ব্যবসা এবং সমাজ জীবনে এর প্রভাবকে বিভিন্ন অবস্থান থেকে ফুটিয়ে তোলা হয়েছে। যার যার অবস্থান থেকে মাদকের প্রভাব ফুটিয়ে তোলা হয়েছে তারা হলেন: একজন মদ্যপায়ী, একজন আইন প্রয়োগকারী, একজন রাজনীতিবিদ এবং একজন মাদক পাচারকারী। এরা প্রত্যেকে নিজেদের অজান্তে প্রত্যেকের জীবনকে প্রভাবিত করে। এ ধরণের ছবিকে অনেকে [[হাইপারলিংক চলচ্চিত্র]] নামে আখ্যায়িত করে থাকেন। এটি ব্রিটিশ টেলিভিশন সিরিজ ''Traffik'' এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রের উপর ভিত্তি করে আবার যুক্তরাষ্ট্রে এটি টিভি সিরিজ চলছে যার নাম ''Traffic''।
 
==কাহিনীর রূপরেখা==
 
==কাহিনী==
 
==অভিনয়ে==
* Benicio del Toro - হাভিয়ের রড্রিগেজ রড্রিগেজ (মেক্সিকোর পুলিশ কর্মকর্তা)
* Jacob Vargas - মানোলো সাঞ্চেজ (হাভিয়েরের সহযোগী)
* [[মাইকেল ডগলাস]] - রবার্ট ওয়েকফিল্ড (রাজনীতিবিদ ও আইনজ্ঞ)
* এরিকা ক্রিস্টেনসেন - ক্যারোলিন ওয়েকফিল্ড (ওয়েকফিল্ডের মেয়ে)
* [[ক্যাথেরিন জেটা-জোন্‌স]] - হেলেনা আয়ালা (মাদক ব্যবসায়ী কার্ল আয়ালার স্ত্রী)