শয়তানবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৬ নং লাইন:
===আস্তিক শয়তানবাদ===
[[Image:Baphomet.png|thumb|right|স্যাটানিজমের সবচেয়ে প্রচলিত প্রতীক হিসেবে প্রকাশ পেয়েছে এলিফাস লেভির ''স্যাবাটিক গোট''' বা ''ব্যাফোমেট''।]]
আস্তিক শয়তানবাদে (''থেইস্টিক স্যাটানিজম'', যা প্রাচীনপন্থী শয়তানবাদ বা আধ্যাত্বিক শয়তানবাদ বলেও পরিচিত) শয়তানকে দেবতা হিসেবে উপাসনা করা হয়।<ref>{{cite book | last=Partridge | first=Christopher Hugh | year=2004 | title=The Re-enchantment of the West |url=https://books.google.com/?id=g05THJPH5xUC&printsec=frontcover&dq=The+Re-enchantment+of+the+West#PPP1,M1 | accessdate=2008-05-12 |page=82| isbn=9780567082695 }}</ref> থেইস্টিক স্যাটানিজমকে নানা দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যাতে আছে [[কালো জাদু|কালো যাদুর]] উপর বিশ্বাস স্থাপন, যা শয়তানের পূজার মাধ্যমে অর্জিত হতে পারে। আস্তিক স্যাটানিজমে শিথিলায়নের রীতি এবং আত্নার উন্নয়ন ও অন্তর্ভুক্ত।<ref>{{cite book |last= Harvey |first= Graham |title= Contemporary Religious Satanism: A Critical Anthology |year= 2009 |publisher=Ashgate Publishing |isbn= 978-0-7546-5286-1 |editor= Jesper Aagaard Petersen |chapter= Satanism: Performing Alterity and Othering}}</ref> আস্তিক শয়তানবাদ প্রাচীন আধ্যাত্বিকতা সম্পর্কিত সূত্রগুলো থেকেও অনুপ্রেরণা লাভ করে (১৯৬০ সালের [[স্যাটানিক বাইবেল|স্যাটানিক বাইবেলের]] পূর্বের সূত্রসমূহ), যেমন ফরাসী ঐতিহাসিক জুল মিশলের ১৮৬২ সালের বই ''স্যাটানিজম অ্যান্ড উইচক্রাফট''।
আরেকটি দলকে আস্তিক স্যাটানিজমের ভাগে ফেলা যায়। এদের বলা হয় "রিভার্স ক্রিশ্চিয়ান" বা "বিপরীত খ্রিষ্টবাদি" যা অন্যান্য আস্তিক শয়তানবাদি দলগুলো একটি খারাপ শব্দ হিসাবে ধরে । খ্রিষ্টানরা অভিযোগ করে যে রিভার্স ক্রিশ্চিয়ানরা [[ব্ল্যাক মাস|ব্ল্যাক মাসের]] চর্চা করে থাকে ।