অতীন্দ্রিয় উপলব্ধি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shebu Islam (আলোচনা | অবদান)
লিংক সংযোজন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
Shebu Islam (আলোচনা | অবদান)
→‎ইতিহাস: লিংক সংযোজন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
২২ নং লাইন:
 
== ইতিহাস ==
১৯৩০ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক জে. বি. ও তাঁর স্ত্রী লুসিয়া [[মনস্তাত্বিক গবেষণা|মনস্তাত্বিক গবেষণাকে]] পরীক্ষামূলক গবেষণায় উন্নীত করার চেষ্টা করেন। [[লুসিয়া রাইন]] মূলত স্বতঃস্ফূর্ত বিষয়গুলো নিয়ে এবং [[জে. বি. রাইন]] পরীক্ষাগারে কাজ করতে থাকেন। জে. বি. রাইন খুব সতর্কতার সাথে পরিভাষাসমূহ লক্ষ্য করেন এবং এজন্যে তিনি বাস্তব [[নিরীক্ষা]] চালান। এসময় কিছু সরল কার্ডের সেট উদ্ভাবন করা হয়। এগুলোকে বলে জেনার কার্ড।<ref>{{বই উদ্ধৃতি
| last = Vernon
| first = David
৪৩ নং লাইন:
}}</ref> বর্তমানে এগুলোকে বলে ইএসপি কার্ড. এসব কার্ডে বৃত্ত, বর্গ, তরঙ্গাকৃতির রেখা, ক্রস এবং তারকার ন্যায় চিহ্ন রয়েছে। এরকম চিহ্নসম্বলিত পাঁচধরণের কার্ড ২৫ টি কার্ডের একটি প্যাকেটে থাকে।
 
একটি [[টেলিপ্যাথি]] পরীক্ষায় প্রেরক কার্ডসমূহের একটি সিরিজের দিকে লক্ষ্য করেন, অপরদিকে গ্রাহক চিহ্নগুলো অণুমান করেন। আলোকদৃষ্টি পরীক্ষার ক্ষেত্রে, কার্ডের সেটটি গোপন করা হয় এবং গ্রাহক অণুমান করতে থাকেন। পূর্বাহ্নে লব্ধ জ্ঞান বা প্রিকগনিশন পরীক্ষার ক্ষেত্রে, গ্রাহকের অণুমানের পর কার্ডগুলোর ধারা নির্ধারণ করা হয়।
 
এসকল পরীক্ষায় কার্ডের ধারা অবশ্যই যথেচ্ছভাবে থাকতে হবে, যাতে পূর্বেই এ ব্যাপারে অবহিত না হওয়া যায়। প্রথমে কার্ডগুলো হাত দিয়ে এলোমেলো করা হয় এবং পরবর্তিতে যন্ত্রের মাধ্যমে। ইএসপি কার্ড ব্যবহারের একটী সুবিধা হল, পূর্ব-প্রত্যাশার চেয়ে উত্তরের যথার্থতা নির্ণয়ের ক্ষেত্রে প্রাপ্ত [[পরিসংখ্যান]] সহজেই প্রয়োগ করা যায়। রাইন সাধারণ লোককে পরীক্ষার কাজে ব্যবহার করেন এবং দাবি করেন, তারা প্রত্যাশার চেয়ে ভাল করেছে।
 
১৯৪০ সালে রাইন ও জে. জি. প্র্যাট ১৮৮২ থেকে অদ্যাবধি কার্ডভিত্তিক অণুমান সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা রচনা করেন। এর নাম ''এক্সট্রা-সেন্সরি পার্সেপশন আফটার সিক্সটি ইয়ার্‌স'' (''Extra-Sensory Perception After Sixty Years'')। এটি বিজ্ঞানের প্রথম [[মেটা-অ্যানালাইসিস]] হিসেবে স্বীকৃত।<ref>{{cite conference
| first = H.
| last = Bösch
৬১ নং লাইন:
| | doi =
| id =
}}</ref> এতে রাইনের পরীক্ষার সকল প্রশ্নোত্তর সন্নিবেশিত আছে। এখানে ৫০টি পরীক্ষার কথা উল্লেখ আছে, এর মধ্যে ৩৩টিতে রাইন ছাড়াও অন্যান্য তদন্তকারীর ও [[ডীউক ইউনিভার্সিটি]] গ্রুপের অবদান রয়েছে। ৬১% স্বাধীন পরীক্ষার ফলাফল ইএসপি-এর সপক্ষে যায়।<ref>{{সাময়িকী উদ্ধৃতি
| quotes =
| last = Honorton
৮৮ নং লাইন:
| laydate =
| quote =
}}</ref> এসবের মধ্যে [[কলোরাডো ইউনিভার্সিটি]] এবং [[হান্টার কলেজ]], নিউ ইয়র্কের [[মনস্তাত্বিকগণ]] সর্বোচ্চ মানসম্পন্ন সর্বাধিক সংখ্যক বিচারকার্য সম্পাদন করেন।<ref>{{সাময়িকী উদ্ধৃতি | author = Martin, D.R., &amp; Stribic, F.P. | year = 1938 | title = Studies in extrasensory perception: I. An analysis of 25, 000 trials | url = | journal = Journal of Parapsychology | volume = 2 | issue = | pages = 23–30 }}</ref><ref>{{সাময়িকী উদ্ধৃতি | author = Riess, B.F. | year = 1937 | title = A case of high scores in card guessing at a distance | url = | journal = Journal of Parapsychology | volume = 1 | issue = | pages = 260–263 }}</ref> কিছু প্রশ্নোত্তরের ব্যর্থতা রাইনকে আরও গবেষণা করতে উৎসাহিত করে।<ref>Rhine, J.B. (1966). Foreword. In Pratt, J.G., Rhine, J.B., Smith, B.M., Stuart, C.E., & Greenwood, J.A. (eds.). ''Extra-Sensory Perception After Sixty Years'', 2nd ed. Boston, US: Humphries.</ref>
 
== তথ্যসূত্র ==