লেস অ্যামিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী:১৯১৯ থেকে ১৯৪৫ ইংল্যান্ডের ক্রিকেটার অপসারণ; [[বিষয়শ্রেণী:১৯১৯ থেকে ১৯৪৫ সময়কা...
Suvray (আলোচনা | অবদান)
কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ - অনুচ্ছেদ সৃষ্টি
৫৩ নং লাইন:
}}
 
'''লেসলি ইথেলবার্ট জর্জ অ্যামিস''', [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|সিবিই]] ({{lang-en|Les Ames}}; [[জন্ম]]: [[৩ ডিসেম্বর]], [[১৯০৫]] - [[মৃত্যু]]: [[২৭ ফেব্রুয়ারি]], [[১৯৯০]]) কেন্টের ইলহামে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটারক্রিকেট তারকা ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেটে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্টের]] প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ [[উইকেট-রক্ষক]] ছিলেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংসহ [[লেগ ব্রেক]] বোলিং করতেন '''লেস অ্যামিস'''। ১৯৯১ সালে তাঁর প্রসঙ্গে [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] মন্তব্য করে যে, তিনি সর্বকালের সেরা উইকেট-রক্ষক-ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ছিলেন।
 
== প্রারম্ভিক জীবন ==
নিজ গ্রাম ইলহামে জন্মগ্রহণকারী সাবেক কাউন্টি খেলোয়াড় এফ এ ম্যাককিননের অনুপ্রেরণায় ক্রিকেটে মনোনিবেশ ঘটান। ফোকস্টোনের হার্ভে গ্রামার স্কুলে অধ্যয়ন শেষে তৎকালীন কাউন্টি কোচ [[Gerry Weigall|জি জে ভি উইগলের]] কাছ থেকে উইকেট রক্ষণে শিক্ষা নেন। এরফলে খুব সহজেই কাউন্টি ক্রিকেটে [[অল-রাউন্ডার]] হিসেবে খেলার সুযোগ লাভ করেন।<ref>Close of Play by Les Ames – Published in 1953 by Stanley Paul</ref>
 
== কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ ==
ওয়েস্ট মলিংয়ে খেলতে থাকাবস্থায় কেন্টের পক্ষ থেকে খেলার জন্য আমন্ত্রণ বার্তা পান। রয়্যাল টানব্রিজ ওয়েলসের নেভিল গ্রাউন্ডে ৭ জুলাই, ১৯২৬ তারিখে ওয়ারউইকশায়ারের বিপক্ষে তাঁর অভিষেক ঘটে। ঐ খেলায় নিয়মিত উইকেট-রক্ষক [[Jack Hubble|জে সি হাবল]] থাকলেও তিনি ৩৫ রানসহ ৪টি ক্যাচ নেন। ঐ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশীপে তিনি আরও একটি খেলায় অংশ নেন। এরপর [[1927 English cricket season|১৯২৭]] মৌসুম থেকে দলের নিয়মিত সদস্য মনোনীত হন।<ref>''Cricketer of my time – Heroes to Remember'' by E W Swanton {{আইএসবিএন|0-233-99940-X}}</ref>
 
১৯২৮-২৯ মৌসুম থেকে ১৯৩৮-৩৯ মৌসুম পর্যন্ত মেরিলেবোন ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।<ref>{{cite book |last=ACS |first= |authorlink=Association of Cricket Statisticians and Historians |title=A Guide to First-Class Cricket Matches Played in the British Isles |year=1982 |publisher=ACS |location=Nottingham |isbn=}}</ref><ref name="CA316">{{cite web|url=https://cricketarchive.com/Archive/Teams/0/206/Players.html |publisher=CricketArchive |title=Marylebone Cricket Club Players |accessdate=2 January 2017}}</ref> এ সময়ে তিনি এমসিসি দলের সদস্যরূপে ১৯২৮-২৯ মৌসুমে অস্ট্রেলিয়া; ১৯২৯-৩০ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ; ১৯৩২-৩৩ ও ১৯৩৬-৩৭ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং ১৯৩৮-৩৯ মৌসুমে দক্ষিণ আফ্রিকা গমন করেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
[[English cricket team in Australia in 1928–29|১৯২৮-২৯]] মৌসুমে অস্ট্রেলিয়া সফরে যান। কেবলমাত্র বেশ কয়েকটি রাজ্য দলের বিপক্ষে খেলেন। অতঃপর ১৭ আগস্ট, ১৯২৯ তারিখে ওভালে অনুষ্ঠিত ৫ম টেস্টে সফরকারী [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। খেলায় তিনি [[শূন্য রান]] সংগ্রহ করেন ও ২টি ক্যাচ নেন।<ref>Kent Cricket Archive – cricketarchive.com/Kent/index.html</ref> ইংল্যান্ডের পক্ষে ২৪৪তম ক্যাপ লাভ করেন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.espncricinfo.com/england/content/player/caps.html?country=1;class=1 |title=England Players – Test Caps |publisher=[[ESPNCricinfo]]}}</ref>
 
অ্যামিস তাঁর সমগ্র খেলোয়াড়ী জীবনে ৪৭ টেস্টে অংশ নিয়ে ৪০.৫৬ গড়ে ২,৪৩৪ রান সংগ্রহ করেন। এছাড়াও, ৭৪ ক্যাচসহ ২৩ স্ট্যাম্পিং করেন তিনি। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪৩.৫১ গড়ে ৩৭,২৪৮ রান করেন। তন্মধ্যে, ১০২টি সেঞ্চুরি ও ১৭৬টি অর্ধ-শতক ছিল। উইকেট-রক্ষণের বাইরে প্রায় দুই শতাধিক ওভার বোলিং করে ৩৩.৩৭ গড়ে ২৪টি প্রথম-শ্রেণীর [[উইকেট]] পান।
৭০ ⟶ ৭৩ নং লাইন:
 
== অর্জনসমূহ ==
আইসিসি টেস্ট প্লেয়ার ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৬ জুলাই, ১৯৩৪ তারিখে সর্বোচ্চ ৬১৯ রেটিংধারী ছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |url=http://www.cricketratings.com |title=Les Ames – Test Championship Batting Rankings |accessdate=31 January 2012 |publisher=ICC}}</ref> ১৪ মার্চ, ১৯৩৫ তারিখে তাঁর সর্বোচ্চ র‌্যাঙ্ক ছিল ৭ম। ১৯২৯ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনীত হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.cricketarchive.com/Archive/Players/Overall/Wisden_Cricketers_of_the_Year.html |title=Wisden Cricketers of the Year |accessdate=2009-02-21 |publisher=CricketArchive|language= English}}</ref>
 
== তথ্যসূত্র ==
৮৯ ⟶ ৯২ নং লাইন:
 
{{প্রথম-শ্রেণীর ক্রিকেটে শতাধিক সেঞ্চুরীর অধিকারী ব্যাটসম্যান}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:অ্যামিস, লেস}}
[[বিষয়শ্রেণী:১৯০৫-এ জন্ম]]