আর্দ্রতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কোন একজন নিজের নাম ব্যবহার করেছিল আমি তা ডিলেট করে দিয়েছি!
১ নং লাইন:
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কে বাতাসের '''আর্দ্রতা''' দ্বারা পরিমাপ করা হয়। দৈনন্দিন জীবনে আর্দ্রতা বলতে আমরা [[আপেক্ষিক আর্দ্রতা]]কে বোঝাই। আপেক্ষিক আর্দ্রতা হল কোন নির্দিষ্ট জায়গার বাতাসে থাকা [[জলীয় বাষ্প|জলীয় বাষ্পের]] [[আংশিক চাপ]] ও ঐ তাপমাত্রায় জলীয় বাষ্পের সম্পৃক্ত [[বাষ্পচাপ]]। নির্দিষ্ট তাপে ও চাপে বাতাসে সর্বোচ্চ কি পরিমাণ [[জলীয় বাষ্প]] ধারণ করতে পারে তা সুনির্দিষ্ট। আর্দ্রতাকে পরম আর্দ্রতা ও নির্দিষ্ট আর্দ্রতাও বলা হয়। আপেক্ষিক আর্দ্রতা [[আবহাওয়ার পূর্বাভাস|আবহাওয়ার পূর্বাভাসে]] একটি গুরুত্বপূর্ণ অংশ। আর্দ্রতা বেশি হলে গ্রীষ্মকালে বাইরে গেলে আমরা বেশি গরম অনুভব করি, কারণ তা [[ঘাম|ঘামের]] মাধ্যমে শরীরের তাপ বের করে দেবার প্রক্রিয়াটির কার্যকারিতা কমিয়ে দেয়। [[তাপ সূচক]] ছকে এই প্রভাব হিসাব করা হয়।
 
[ আর্দ্রতা ] কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয়বাষ্প আছে অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা আর্দ্রতা দিয়ে তাই নির্দেশ করা হয় ৷
==আর্দ্রতা== অনিক
কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয়বাষ্প আছে অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা আর্দ্রতা দিয়ে তাই নির্দেশ করা হয় ৷
 
[ পরম আর্দ্রতা ] বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয়বাষ্পের ভরকে ঐ স্থানের পরম তাপমাত্রা বলে ৷
==পরম আর্দ্রতা== অনিক
বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয়বাষ্পের ভরকে ঐ স্থানের পরম তাপমাত্রা বলে ৷
 
==শিশিরাঙ্ক==