যিশুর জন্ম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Rabeya khan (আলোচনা | অবদান)
→‎গসপেল অফ লূক: সম্প্রসারণ, অনুবাদ
Rabeya khan (আলোচনা | অবদান)
২৬ নং লাইন:
ওই সময় যখন হেরড [[যিহুদিয়ার|যিহুদিয়ার]] রাজা ছিলেন ইশ্বর দেবদূত গ্যাব্রিয়েলকে নাজারাতের গ্যালিলিতে কুমারী মেরীর কাছে একটি বিশেষ ঘোষনা দিয়ে পাঠালেন, মেরী ছিলেন জোসেফের বাগদত্তা এবং বিশেষ ঘোষনাটি ছিল তাঁর গর্ভে যিশু নামে এক নবজাতকের জন্ম হবে, যে ইসরাঈলের শাসনকর্তা হবে। যখন প্রসবের সময় নিকট হলো রোমান সম্রাট বিশ্বব্যাপী একটি আদমশুমারীর ঘোষনা দেন এবং জোসেফ মেরীকে বেথেলহাম বা ডেভিডের শহর বা বড়িতে নিয়ে আসে। তাই এটা স্বিকৃত যে যিশুর জন্ম বেথেলহামে, সেখানে কোন কামরা অবশিষ্ট ছিল না নবজাতক যিশুকে গবাদী পশুর পানপাত্রে শুয়িয়ে রাখা হয়েছিলো। যখন দেবদূতরা তাঁর জন্ম ঘোষনা করল এবং মেষপালকরা তাকে প্রভূ ও মশীহ্ হিসেবে পুজা করেছিলো।
 
ইহুদী আঈনানুসরে জন্মের পর মেরী এবং জোসেফ নবজাতককে জেরুজালেমের মন্দিরে উপস্থাপন করে, সিমন ও এ্যনা দ্যা প্রোফেটেস ইশ্বরের কাছে এই পরিত্রানকর্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। তারপর জোসেফ এবং মেরী নাজারাতে ফিরে আসে। সেখানে “শিশুটি বেড়ে ওঠে শক্তিশালী ও জ্ঞান দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে এবং তাঁর ওপর সবসময়ই ইশ্বরের অনুগ্রহ ছিলো।” প্রতিবছর তাঁর মতাপিতা জেরুজালেম পেসাক উদযাপন করতে যেত এবং যিশুর বয়স যখন বরো বৎসর তাঁকে দেখা গেল মন্দিরে দিক্ষাগুরু সামনে বসে তার কথা শুনছে ও প্রশ্ন করছে আর উপস্থিত জনতা তাঁর প্রশ্ন শুনে অভিভূত হচ্ছে। মাতা মেরী তাঁকে তিরস্কার করল কারন তাঁকে খুজে না পেয়ে তারা দুজনে উদ্বিগ্ন ছিল তখন যিশু বললো সে তার পিতার গৃহে অবস্থান করছে। ”তারপর তিনি মাতাপিতার সাথে নাজারাতে ফিরে গিয়েছিলেন আর তিঁনি তাদের বাধ্য হয়ে থাকতেন, কিন্তু তাঁর মায়ের মনে এইসব কিছুই জমা ছিল এবং যিশু দৈহিক ও জ্ঞানের দিক দিয়ে ইশ্বর ও মানুষের ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন।”
ইহুদী আঈনানুসরে জন্মের পর মেরী এবং জোসেফ নবজাতককে জেরুজালেমের মন্দিরে উপস্থাপন করে, সিমন ও এ্যনা দ্যা প্রোফেটেস ইশ্বরের কাছে এই পরিত্রানকর্তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে।