জন স্নো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ক্রিকেট বিশ্বকাপ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি
১৪২ নং লাইন:
ঐ প্রতিযোগিতায় ১০.৮৩ গড়ে ৬ উইকেট নিয়ে বোলিং গড়ে তৃতীয় সর্বোচ্চ বোলার ও ইংল্যান্ডের সেরা বোলার হন।<ref>https://cricketarchive.com/Archive/Events/ENG/Prudential_World_Cup_1975/Bowling_by_Average.html.</ref>
 
== অবসর ==
১৯৭৭ থেকে ১৯৭৯ সালে [[কেরি প্যাকার|কেরি প্যাকারের]] ব্যবস্থাপনায় চলমান বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশ নিয়েছেন জন স্নো।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Players/1/1270/Other_matches.html|title=Cricket Archive: Players|publisher=}}</ref> বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশগ্রহণ শেষে সানডে লীগ ক্রিকেটের সাত খেলায় ওয়ারউইকশায়ারের পক্ষে খেলেন। ২৯.৬২ গড়ে ৮ উইকেট, ৫৭.০০ গড়ে ৫৭ রান এবং কয়েকটি খেলায় ব্যাটিং উদ্বোধন করেছেন জন স্নো।<ref>p280, Arnold</ref>
 
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্যাকারের কাছ থেকে অর্জিত অর্থে [[travel agency|ট্রাভেল এজেন্সী]] খোলেন।<ref>http://www.cricinfo.com/magazine/content/story/372655.html.</ref> এক পর্যায়ে সাসেক্স ক্রিকেট ক্লাবের পরিচালক মনোনীত হন। তবে, ২০০৯ সালে এ পদ থেকে পদত্যাগ করেন তিনি।<ref>http://www.sussexcricket.co.uk/news-events/news-archive/Sussex+CCC+elect+Bob+Warren+to+the+Board/.</ref> এরপর থেকে দাতব্য খেলায় অংশগ্রহণ করে আসছেন।
 
১৯৭১ সালে ফুলার ডি’আর্ক স্মিথ লিমিটেড থেকে ‘কন্ট্রাস্টস’ ও ১৯৭৩ সালে কে এন্ড ওয়ার্ড লিমিটেড থেকে ‘মোমেন্টস অ্যান্ড থটস’ শীর্ষক দুই খণ্ডের কাব্যগ্রন্থ জন স্নো প্রকাশ করেন। উভয় গ্রন্থটিই নিজ আত্মজীবনী ‘ক্রিকেট রেবেল’ থেকে সঙ্কলিত। ‘লর্ডস টেস্ট’ শীর্ষক একটি কবিতায় বিশ্ব ক্রিকেটের সদর দফতরে খেলার উপযুক্ততা ও তাঁর অনুভূতির কথা তুলে ধরা হয়।
 
== খেলার ধরন ==