রূপা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
Salim Khandoker (আলোচনা | অবদান)
→‎আবিষ্কারের ইতিহাস: বানান ঠিক করা হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা
৭০ নং লাইন:
 
== আবিষ্কারের ইতিহাস ==
রুপার অস্তিত্ব সুপ্রাচীনকাল থেকেই মানুষের জানা ছিল। এমনকি প্রাচীনকালে [[সোনা|সোনার]] চেয়ে রুপা দামী ছিল। কারণ সোনা মূলত মুদ্রা ও অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু রুপা এগুলোতে ব্যবহৃত হওয়া ছাড়াও জলপাত্র তৈরীতে ব্যবহৃত হয়। প্রাচীন মিশরে [[সোনা]] ও রুপার মূল্যের অনুপাত ছিল ২.৫:১। রুপোররুপার তৈরি পাত্র নিয়ে একটি অদ্ভুত গল্প রয়েছে। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে গ্রিক সেনাপতি [[আলেকজান্ডার]] [[পারস্য]] এবং [[ফিনিকিয়া]] অধিকার করে [[ভারতবর্ষ]] আক্রমণ করেন। এখানে এসে গ্রিক সৈন্যরা এক অদ্ভুত আন্ত্রিক রোগে আক্রান্ত হয় এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য জোর দাবী জানায়। এই রোগে সেনাপতিরা সৈন্যদের তুলনায় কম আক্রান্ত হয়েছিল, যদিও সেনাপতিরাও সৈন্যদের দুঃখ-কষ্টে সমান অংশ নিত। তখন এর কোন কারণ বোঝা না গেলেও ২,০০০ বছর পর এখন বিজ্ঞানীরা এর একটি ব্যাখ্যা খুঁজে পেয়েছেন। সৈন্যরা টিনের পাত্রে খাবার গ্রহণ করতো আর সেনাপতিরা রুপোররুপার পাত্রে। বর্তমানে এটি আবিষ্কৃত হয়েছে যে রুপোরুপা পানিতে দ্রবীভূত হয়ে [[কোলয়েড|কোলয়েডীয়]] দ্রবণ উৎপন্ন করে যা ক্ষতিকর বীজাণুজীবাণু ধ্বংস করে। রুপোররুপার দ্রাব্যতা পানিতে বেশ কম হলেও তা বীজাণুনাশকজীবাণুনাশক হিসেবে যথেষ্ট।
 
প্রাচীনকাল থেকেই মানুষ রুপার খনির সন্ধান জানতো। প্রচুর পরিমাণে এই খনি আছে [[স্পেন]], [[গ্রীস]] এবং [[জার্মানি|জার্মানিতে]]। আমেরিকা আবিষ্কারের পর [[যুক্তরাষ্ট্র]] এবং [[মেক্সিকো|মেক্সিকোতে]] রুপার খনি পাওয়া গিয়েছিল। অনেক সময়ই [[সীসা|সীসার]] একটি খনিজ উপাদান হিসেবে রুপার আকরিক পাওয়া যায়। প্রাচীনকালে এই আকরিক থেকে রুপা নিষ্কাশন করা হতো। প্রথমে আকরিককে গুঁড়ো করে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেয়া হতো। পরে বিগালকের মাধ্যমে একে গলিয়ে ফেলা হতো। এতে যে সংকর পদার্থ উৎপন্ন হয় তাকে [[কাঠকয়লা]] দিয়ে পোড়ানো হতো। বাতাসের উপস্থিতিতে রুপা জারিত হয় না বললেই চলে, কিন্তু সীসা প্রায় সম্পূর্ণ জারিত হয়ে অক্সাইড উৎপন্ন করে। [[লেড অক্সাইড|লেড অক্সাইডের]] [[গলনাংক]] ৮৯৬° সেলসিয়াস আর রুপার ক্ষেত্রে এটি ৯৬০° সেলসিয়াস। এভাবে প্রায় বিশুদ্ধ রুপা পাওয়া যেতো। অবশ্য বর্তমানকালে রুপা বিশোধনের আরও কার্যক্ষম পদ্ধতি উদ্ভাবিত হয়েছে।
'https://bn.wikipedia.org/wiki/রূপা' থেকে আনীত