জন স্নো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পাকিস্তান গমন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
ক্রিকেট বিশ্বকাপ - অনুচ্ছেদ সৃষ্টি
১৩৪ নং লাইন:
কাউড্রে প্রথম টেস্ট শুরুর পূর্বে পূর্ণ শক্তি নিয়ে কয়েক ওভার অনুশীলনীর কথা স্নোকে জানান। কিন্তু, স্নো তা প্রত্যাখান করে জানান যে, আগামী দুই দিন তিনি অনুশীলনী করতে পারবেন না; কেবলমাত্র মিডিয়াম পেস বোলিং করতে সক্ষম হবেন। ফলশ্রুতিতে, তাঁর দৃষ্টিভঙ্গীকে প্রাধান্য দিয়ে দলের বাইরে রাখেন।<ref>p70-71, Snow</ref> কিন্তু, ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলার জন্য তাঁকে দলে রাখা হয়।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/29/29937.html|title=The Home of CricketArchive|website=cricketarchive.com}}</ref> প্রথম ইনিংসে ৪/৭০ পান। সিরিজের সবকটি টেস্টই ড্রয়ে পরিণত হয়। লাহোরের টেস্টের তৃতীয় দিনে দাঙ্গা ছড়িয়ে পড়লে সফর শেষ হয়ে যায়।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/29/29943.html|title=The Home of CricketArchive|website=cricketarchive.com}}</ref> স্টেডিয়ামে আগুন জ্বালানো হয়। স্নো কোন উইকেট পাননি। ডিসেন্ট্রিতে আক্রান্ত হন যা পুরো এক বছর লেগে যায় তাঁর সুস্থতা ফিরিয়ে আনতে।<ref>p135, Snow</ref>
 
== ক্রিকেট বিশ্বকাপ ==
[[১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ|১৯৭৫]] সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপের]] উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয়।
The inaugural [[1975 Cricket World Cup|World Cup]] was held in England in 1975<ref>{{cite web|url=http://www.cricinfo.com/england/content/image/372857.html?object=20282|title=(Photo) Sunil Gavaskar watches John Snow send down a delivery|publisher=}}</ref>
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপর্যকর ফলাফলের পর জন স্নো পুণরায় ইংল্যান্ড দলে খেলার জন্য মনোনীত হন। লর্ডসে ভারতের বিপক্ষে নির্ধারিত ১২ ওভারে মাত্র চব্বিশ রান দিলেও কোন উইকেট পাননি।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/35/35184.html|title=The Home of CricketArchive|publisher=}}</ref> তবে ঐ খেলায় তাঁর দল ২০২ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয়। এজবাস্টনে [[পূর্ব আফ্রিকা ক্রিকেট দল|পূর্ব আফ্রিকার]] বিপক্ষে ৪/১১ বোলিং পরিসংখ্যান দাঁড় করান। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। <ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/35/35221.html|title=The Home of CricketArchive|publisher=}}</ref> তাঁর এই বোলিং পরিসংখ্যানটি একদিনের আন্তর্জাতিকে নিজস্ব সেরা বোলিং ছিল। হেডিংলিতে অনুষ্ঠিত সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় তাঁর দল। হেরে যাওয়া ঐ খেলায় তিনি নির্দিষ্ট ১২ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট লাভ করেছিলেন।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/35/35243.html|title=The Home of CricketArchive|publisher=}}</ref>
১৯৭৭ থেকে ১৯৭৯ সালে [[কেরি প্যাকার|কেরি প্যাকারের]] ব্যবস্থাপনায় চলমান বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশ নিয়েছেন জন স্নো।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Players/1/1270/Other_matches.html|title=Cricket Archive: Players|publisher=}}</ref>
 
ঐ প্রতিযোগিতায় ১০.৮৩ গড়ে ৬ উইকেট নিয়ে বোলিং গড়ে তৃতীয় সর্বোচ্চ বোলার ও ইংল্যান্ডের সেরা বোলার হন।<ref>https://cricketarchive.com/Archive/Events/ENG/Prudential_World_Cup_1975/Bowling_by_Average.html.</ref>
 
১৯৭৭ থেকে ১৯৭৯ সালে [[কেরি প্যাকার|কেরি প্যাকারের]] ব্যবস্থাপনায় চলমান বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশ নিয়েছেন জন স্নো।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Players/1/1270/Other_matches.html|title=Cricket Archive: Players|publisher=}}</ref> বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশগ্রহণ শেষে সানডে লীগ ক্রিকেটের সাত খেলায় ওয়ারউইকশায়ারের পক্ষে খেলেন। ২৯.৬২ গড়ে ৮ উইকেট, ৫৭.০০ গড়ে ৫৭ রান এবং কয়েকটি খেলায় ব্যাটিং উদ্বোধন করেছেন জন স্নো।
 
== খেলার ধরন ==