জন স্নো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
অ্যাশেজ সিরিজ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
পাকিস্তান গমন - অনুচ্ছেদ সৃষ্টি
১২৯ নং লাইন:
হেডিংলিতে<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/29/29620.html|title=The Home of CricketArchive|website=cricketarchive.com}}</ref> [[কিথ ফ্লেচার|কিথ ফ্লেচারের]] টেস্ট অভিষেক হয়। স্নো’র বলে স্লিপে দুইটি ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হয়েছিলেন ফ্লেচার। একটি ডানদিকে ও অপরটি বামদিকে ছিল। স্নো ৩/৯৮ পেয়েছিলেন।<ref>p11, Freddi</ref> চূড়ান্ত টেস্টটি ওভালে অনুষ্ঠিত হয়।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/29/29713.html|title=The Home of CricketArchive|website=cricketarchive.com}}</ref> মূলতঃ [[ডেরেক আন্ডারউড|ডেরেক আন্ডারউডের]] কারণে বৃষ্টি নামার মাত্র তিন মিনিট পূর্বে ইংল্যান্ড জয় পায়। স্নো ও কাছাকাছি থাকা অপর আটজন ফিল্ডার তখন দূর্ভাগা অস্ট্রেলীয় ব্যাটসম্যানের পাশে ‘‘রিং এ রিং ও’ রোজেস’’ গান গাইতে থাকেন।<ref name="p61, Snow"/> প্রথম ইনিংসে ৩/৬৭ পেলে সিরিজে ২৯.০৮ গড়ে ১৭ উইকেট পান। কেবলমাত্র আন্ডারউড ১৫.১০ গড়ে ২০ উইকেট নিয়ে তাঁর সম্মুখে ছিলেন।
 
== পাকিস্তান গমন ==
১৯৬৮-৬৯ মৌসুমে দ্বিতীয়বারের মতো সিলন যান। এরপর পূর্ব ও পশ্চিম পাকিস্তান গমন করেন। দেশটি তখন অস্থিতিশীল অবস্থায় ছিল। ছাত্ররা সশস্ত্র অবস্থায় [[ঢাকা|ঢাকাকে]] নিয়ন্ত্রণ করছিল ও সফর চালিয়ে নেবার সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রিটিশ হাই কমিশন থেকে এমসিসিকে তাঁদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করে।<ref>p66-74, Snow</ref>
 
কাউড্রে প্রথম টেস্ট শুরুর পূর্বে পূর্ণ শক্তি নিয়ে কয়েক ওভার অনুশীলনীর কথা স্নোকে জানান। কিন্তু, স্নো তা প্রত্যাখান করে জানান যে, আগামী দুই দিন তিনি অনুশীলনী করতে পারবেন না; কেবলমাত্র মিডিয়াম পেস বোলিং করতে সক্ষম হবেন। ফলশ্রুতিতে, তাঁর দৃষ্টিভঙ্গীকে প্রাধান্য দিয়ে দলের বাইরে রাখেন।<ref>p70-71, Snow</ref> কিন্তু, ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলার জন্য তাঁকে দলে রাখা হয়।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/29/29937.html|title=The Home of CricketArchive|website=cricketarchive.com}}</ref> প্রথম ইনিংসে ৪/৭০ পান। সিরিজের সবকটি টেস্টই ড্রয়ে পরিণত হয়। লাহোরের টেস্টের তৃতীয় দিনে দাঙ্গা ছড়িয়ে পড়লে সফর শেষ হয়ে যায়।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/29/29943.html|title=The Home of CricketArchive|website=cricketarchive.com}}</ref> স্টেডিয়ামে আগুন জ্বালানো হয়। স্নো কোন উইকেট পাননি। ডিসেন্ট্রিতে আক্রান্ত হন যা পুরো এক বছর লেগে যায় তাঁর সুস্থতা ফিরিয়ে আনতে।<ref>p135, Snow</ref>
 
[[১৯৭৫ ক্রিকেট বিশ্বকাপ|১৯৭৫]] সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত [[ক্রিকেট বিশ্বকাপ|ক্রিকেট বিশ্বকাপের]] উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয়।
The inaugural [[1975 Cricket World Cup|World Cup]] was held in England in 1975<ref>{{cite web|url=http://www.cricinfo.com/england/content/image/372857.html?object=20282|title=(Photo) Sunil Gavaskar watches John Snow send down a delivery|publisher=}}</ref>
 
১৯৭৭ থেকে ১৯৭৯ সালে [[কেরি প্যাকার|কেরি প্যাকারের]] ব্যবস্থাপনায় চলমান বিশ্ব সিরিজ ক্রিকেটে অংশ নিয়েছেন জন স্নো।<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Players/1/1270/Other_matches.html|title=Cricket Archive: Players|publisher=}}</ref>