১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Muid Hasan Enar (আলোচনা | অবদান)
"1972 Summer Olympics medal table" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
Muid Hasan Enar (আলোচনা | অবদান)
"1972 Summer Olympics medal table" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
৫ নং লাইন:
 
৪৮ টি এনওসি ম্যাডেল জিতে , বাকি ৭৩টি এন ও সি পদকশুন্য থাকে। সোভিয়েট ইউনিয়ন যুক্তরাষ্ট্রকে ৯৯ -৯৪ পদকের ব্যবধানে পেছনে ফেলে। যেখানে স্বর্ণপদক ছিলো  যথাক্রমে  ৫০-৩৩ । আরো একটি উল্লেখযোগ্য প্রতিযোগিতা হয় পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে । দুই স্বর্ণ , দুই সিল্ভার ও একটি ব্রোঞ্জ জিতে সবার উপরে থাকেন জিমনেস্ট কারিন জাঞ্জ।পূর্ব জার্মানি ২০ টি স্বর্ণ সহ ৬৬ টি পদক নিয়ে ১৩ স্বর্ণ সহ ৪০ টি পদক পাওয়া পশ্চিম জার্মানিকে পেছনে ফেলে তৃতীয় স্থান লাভ করে। পূর্ব জার্মান ১৯৭৬ সাথের অলেম্পিকে যুক্তরাষ্ট্রকে প্রায় পেছনে ফেলে দিচ্ছিলো । অবশেষে ১৯৮০ এবং ১৯৮৮ মৌসুমে ম্যাডেল তালিকায় দ্বিতীয় স্থান লাভ করে পূর্ব জার্মানি ।  এক অলিম্পিকে একক ভাবে ৭ টি স্বর্ণ জয়ের রেকর্ড করেন আমেরিকান সাতারু মার্ক স্পিটজ। আরো একটি চমক দেন সোভিয়েত  মহিলা জিমনিস্ট ওলগা করবুত । তিনি অতিরিক্ত খেলোয়ার হিসেবে সোভিয়েত অলেম্পিক জিমনিস্ট  দলে অংশ নেয় এবং খেলা শুরু আগে একজন আহত খেলোয়ারের বদলি হিসেবে তিনি সুযোগ পান । করবুত দলের হয়ে অসাধারন ক্রিড়া নৈপুন্য প্রদর্শন করেন এবং পরবর্তীতে তার ব্যাক্তিত্ব দ্বারা টেলিভিশন দর্শকদের নজরে আসেন। তিনি সোভিয়েত ইউনিয়নকে টানা ৬ষ্ট বারের মতোন অলেম্পিক টাইটেল পেতে সাহায্য করেন এবং ব্যাক্তিগত ভাবেও তিনি দুটি স্বর্ণ ও একটি সিল্ভার লাভ করেন। পুরুষদের অলরাউন্ড টাইটেল সহ তিনটি স্বর্ণ ও দুটি সিল্ভার মেডেল জয় করেন জাপানি জিমনিস্ট সাওয়াও ক্যাটো। ১৯৬৮ সালের পর এটা ছিলো ক্যাটোর দ্বিতীয় অলরাউন্ড খেতাব। ৮টি স্বর্ণ , তিনটি সিল্ভার ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে ১৯৭৬ সালেও ক্যাটো অলরাউন্ড কম্পিটিশনে সিলেভার পদক জিততে জাচ্ছিলেন , কিন্তু শেষ সময়ে এসে ল্যাসসি ভিরেন ৫০০০ ও ১০,০০০ মিটার দৌড় প্রতিযোগিতার দুটোতেই জয়ী হয়ে যান। ১০,০০০ মিটারের ঐ দৌড়ে তিনি একবার পরে গিয়েও নাটকীয় ভাবে জয়ী হন এবং বিশ্ব রেকর্ড করেন । তিনি ১৯৭৬ অলিম্পিকের  দ্বৈত প্রতিযোগিতায়ও এর পুনরাবৃত্তি করেন। 
 
== পদক তালিকা ==
[[চিত্র:Bundesarchiv_Bild_183-L0827-207,_München,_XX._Olympiade,_Eröffnungsfeier,_DDR-Mannschaft.jpg|alt=People march behind a large flag surrounded by spectators|ডান|থাম্ব|197২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব জার্মানের ( East German ) প্রতিনিধি দল এগিয়ে যাচ্ছে ]]
[[চিত্র:Bundesarchiv_Bild_183-L0901-0201,_XX._Olympiade,_DDR-Turnerinnen,_Karin_Janz,_Goldmedaille.jpg|alt=One girl in a track suit with a medal around her neck looks on as two girls congratulate each other|ডান|থাম্ব|অল্গা করবুত(Olga Korbut )  এরিকা জুখহল্ডের (Erika Zuchold)  এর সাথে আনইভেন বারে টাই করার পর সিল্ভার পদক গ্রহন করছেন ]]
[[চিত্র:Bundesarchiv_Bild_183-L0828-201,_München,_Olympische_Sommerspiele,_Karin_Janz.jpg|alt=woman above a bar holding onto it during a gymnastics routine|ডান|থাম্ব|পূর্ব জার্মানের কারিন জাঞ্জ( Karin Janz) এর আন ইভেন  বারে স্বর্ণ জয়ের মুহূর্ত ]]
 
== Notes ==