কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RockyMasum (আলোচনা | অবদান)
প্রুভইট দিয়ে তথ্যসূত্র সম্পাদনা, তথ্যসূত্র
ট্যাগ: প্রুভইট সম্পাদনা
Mdmunabbir (আলোচনা | অবদান)
→‎পংক্তি: রেফারেন্স থেকে কপি করা হয়েছে।
৪৬ নং লাইন:
 
==পংক্তি==
<poem>এখানে যারা প্রাণ দিয়েছে
<poem>যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে
তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি।
যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য
ফাঁসি দাবী করছি।
ফাঁসি দাবী করছি যারা এই মৃতদেহের ওপর দিয়ে
ক্ষমতার আসনে আরোহণ করেছে
সেই বিশ্বাসঘাতকদের জন্যে।
আমি তাদের বিচার দেখতে চাই
খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে
শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায়
আমার দেশের মানুষ দেখতে চায়।
 
রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়
ওরা চল্লিশজন কিংবা আরও বেশি
যারা প্রাণ দিয়েছে ওখানে,রসনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়
ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য
যারা প্রাণ দিয়েছে ওখানে
একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য
আলাওলের ঐতিহ্য
কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের
সাহিত্য ও কবিতার জন্য
যারা প্রাণ দিয়েছে ওখানে
পলাশপুরের মকবুল আহমদের
পুঁথির জন্য, রমেশ শীলের গাঁথার জন্য
জসীমউদ্দীনের সোজন বাঁধিয়ার ঘাটের জন্য
যারা প্রাণ দিয়েছে
ভাটিয়ালি বাউল কীর্তন গজল
নজরুলের ‘খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি’।
 
যেখানে আগুনের ফুলকির মতো
হে আমার মৃত ভাইরা,
 
সেইদিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর
এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ
স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার
 
ভেসে আসবে
সেখানে আমি কাঁদতে আসিনি।
সেইদিন আমাদের দেশের জনতা
 
খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে
আজ আমি শোকে বিহ্বল নই
ঝুলাবেই ঝুলাবে
 
তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে
আজ আমি ক্রোধে উন্মত্ত নই
প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।<ref name="ittefaq">{{সংবাদ উদ্ধৃতি |url=http://www.ittefaq.com.bd/print-edition/special-issue/2017/02/21/177362.html |title=কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি |first=ittefaq.com.bd |date=২১ ফেব্রুয়ারী, ২০১৭ ইং }}</ref></poem>
 
আজ আমি প্রতিজ্ঞায় অবিচল।
 
যে শিশু আর কোনোদিন তার
 
পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার
 
সুযোগ পাবে না
 
যে গৃহবধূ আর কোনোদিন তার
 
স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ
 
ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না
 
যে জননী খোকা এসেছে ব’লে
 
উদ্দাম আনন্দে সন্তানকে আর
 
বুকে জড়িয়ে ধরতে পারবে না
 
যে তরুণ মাটির কোলে লুটিয়ে
 
পড়ার আগে বার বার একটি
 
প্রিয়তমার ছবি চোখে আনতে
 
চেষ্টা করেছিলো
 
সে অসংখ্য ভাইবোনদের নামে
 
আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত
 
যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত
 
সেই ভাষা ও স্বদেশের নামে
 
এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে
 
আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি
 
যারা আমার অসংখ্য ভাইবোনকে
 
নির্বিচারে হত্যা করেছে।
 
প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।(অংশ)<ref name="ittefaq">{{সংবাদ উদ্ধৃতি |url=http://www.ittefaq.com.bd/print-edition/special-issue/2017/02/21/177362.html |title=কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি |first=ittefaq.com.bd |date=২১ ফেব্রুয়ারী, ২০১৭ ইং }}</ref></poem>
 
==তথ্যসূত্র==