লালবাগের কেল্লা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
যান্ত্রিক অনুবাদ বাতিল
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
৩৩ নং লাইন:
সম্রাট আওরঙ্গজেবের ৩য় পুত্র , মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবাদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণকাজ শুরু করেন । তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণকাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙগজেব তাকে [[দিল্লি]] ডেকে পাঠান । এসময় একটি [[মসজিদ]] ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়।নবাব [[শায়েস্তা খাঁ]] ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবাদার হিসেবে [[ঢাকা]]য় এসে দুর্গের নির্মাণকাজ পুনরায় শুরু করেন।১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা '''ইরান দুখত রাহমাত বানুর''' (পরী বিবি) মৃত্যু ঘটে ।কন্যা পরী বিবির মৃত্যুর পর [[শায়েস্তা খাঁ|শায়েস্তা খান]] এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং [[১৬৮৪|১৬৮৪ খ্রিস্টাব্দে]] অসমাপ্ত অবস্থায় এর নির্মাণকাজ বন্ধ করে দেন।<ref>{{বই উদ্ধৃতি|title=Extracts from the Notes on the Antiquities of Dacca|year=1903|author=Sayid Aulad Hasan|publisher=Published by the author|page=5}}</ref> লালবাগের কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরী বিবির সমাধি ।শায়েস্তা খাঁর ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় । ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল ;এটিই ছিল প্রধান কারণ।রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় । ১৮৪৪ সালে এলাকাটি "আওরঙ্গবাদ " নাম বদলে "লালবাগ" নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে ।<ref>{{বই উদ্ধৃতি|title=The Archaeological Heritage of Bangladesh|date=Nov 2011|publisher=Asiatic Society of Bangladesh|pages=586}}</ref>
[[চিত্র:Exhibit at Lalbagh Fort, Dhaka.jpg|right|thumb|200px|লালবাগ কেল্লার দরবার হলের মধ্যকার জাদুঘরের প্রদর্শিত শিলালিপি।]]
 
 
== অবকাঠামো ==