অটো রেসিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Saif Mahmud (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Saif Mahmud (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৮ নং লাইন:
<blockquote>''প্রধান নিবন্ধনঃ [[:en:History_of_auto_racing|অটো রেসিং এর ইতিহাস]]''</blockquote>প্রথম আয়োজিত পূর্ব থেকে নির্দেশিত রাস্তায় দুইটি স্বচালিত গাড়ির মধ্যে গতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আঠারো শ সাতষট্টি সালের ত্রিশ অগাস্ট, শেষ রাত ৪ঃ৩০টায়। আট মাইলব্যাপী এই প্রতিযোগিতা হয়েছিল [[:en:Ashton-under-Lyne|অ্যাশটন-আন্ডার-লাইন]] ও [[:en:Old_Trafford|ওল্ড ট্র্যাফোর্ড]] এর মাঝে। ক্যারেজ চালক [[:en:Isaac_Watt_Boulton|আইস্যাক ওয়াট বোল্টন]] রেসটি জিতেন।
 
গ্যাসোলিন চালিত গাড়ি স্ফলভাবেসফলভাবে উদ্ভাবনের প্রায় সাথে সাথেই অন্তর্দহন চালিত অটো রেসিং শুরু হয়। ১৮৮৭ সালের ২৮শে এপ্রিল প্রথম প্রতিযোগিতাটি আয়োজন করেন প্যারিস পাবলিকেশনের ''লে ভেলোসিপেইদে'' এর প্রধান সম্পাদক মঁসিয় ফঁসিয়ে<sup>[৩]</sup>। এটি ছিল দুই কিলোমিটারবিশিষ্ট (১.২ মাইল) রেস, নুইয়ি ব্রিজ থেকে বোঁ দি বুঁলাইন পর্যন্ত।
 
১৯৮৪ সালের ২২শে জুলাই প্যারিসীয় ম্যাগাজিন [[:en:Le_Petit_Journal_(newspaper)|''লা পেতিত জার্নাল'']] প্যারিস থেকে রুইয়েন পর্যন্ত একটি গতি প্রতিযোগিতার আয়োজন করে থাকে যা মনে করা হয় বিশ্বের সর্বপ্রথম রেস। ১০২ জন প্রতিযোগী ১০ ফ্রাঁংক করে প্রবেশ ফি জমা দেন।
১৬ নং লাইন:
গাড়ি নির্মায়ণ আর রেসিং প্রভাবিত ফ্রান্সে ফ্রেঞ্চ অটোমোবাইল ক্লাব বেশ কয়েকটি আন্তর্জাতিক গতি প্রতিযোগিতার আয়োজন করে, রেসগুলো সাধারণত শুরু বা শেষ হত প্যারিসে এবং ফ্রান্সের অন্যকোন প্রধান শহরে বা ইউরোপের যেকোন জায়গায়।
 
১৯০৭ সালের জুনে সারে-এর [[:en:Brooklands|ব্রুকল্যান্ডস]] ছিল রেসিং এর উদ্দেশ্যে তৈরি করা প্রথম স্থান। এটি ছিল ৪।৪৩৪.৪৩ কিলোমিটার (২।৭৫২.৭৫ মাইল) কংক্রিটবিশিষ্ট রাস্তা যাতে ছিল উচ্চগতি সম্পন্ন বেশ কিছু বাঁকা কোণ।
 
ইউএসএ- এর [[:en:Speedway,_Indiana|ইন্ডিয়ানার স্পিডওয়ে]]<nowiki/>তে অবস্থিত [[:en:Indianapolis_Motor_Speedway|ইন্ডিয়ানাপোলিস মটর স্পিডওয়ে]] একটি অন্যতম পুরোনো রেসিং সার্কিট যা আজও ব্যবহৃত হচ্ছে। সার্কিটটি আড়াই মাইল (৪ কিলোমিটার) লম্বা। এটি বিশ্বের অন্যতম বড় ভেন্যু যেখানে ২,৫৭,০০০ এরও বেশি আসনাধীন দর্শকের জন্য ব্যবস্থা রয়েছে।
২৮ নং লাইন:
আইএমএসএ জিটি সিরিজ পরিবর্তিত হয় [[:en:American_Le_Mans_Series|আমেরিকান লি মানস সিরিজ]] এ যার প্রথম মৌসুম অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ এ। পরবর্টিতে ইউরোপিয়ান রেসগুলো অনেকটা [[:en:American_Le_Mans_Series|লি মানস সিরিজ]] এ আবর্তিত হয় যেগুলোতে প্রটোটাইপ ও জিটি গাড়িগুলো অংশগ্রহণ করত।
 
আর্জেন্টিনায় টুরিসমো ক্যারেটেরা (রোড রেসিং, লিট।, রোড ট্যুরিং) একটি জনপ্রিয় ট্যুরিং কার রেসিং সিরিজ। এট সবচেয়ে পুরোনো গতি প্রতিযোগিতা সিসিরজসিরিজ যা আজও বিদ্যমান। প্রথম টিসি প্রতিযোগিতা সংঘটিত হয় ১৯৩৭ সালে যেটিতে ১২টি রেস ছিল বিভিন্ন অঞ্চলে। সেইসময়ের ভবিষ্যত ফর্মুলা ওয়ান স্টার হুয়ান মানুয়েল ফানগিও (শেভ্রলেট) ১৯৪০ ও ১৯৪১ সালের টিসি জিতে নেন। ঠিক এই সময়টাতেই, এই সিরিজেই শেভ্রলেট আর ফোর্ডের মাঝে প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতার বেশিরভাগ ঐতিহাসিক জয়ই ফোর্দেরফোর্ডের ফখলে।দখলে।
 
==বিষয়শ্রেণীসমূহ==