অটো রেসিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Saif Mahmud (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Saif Mahmud (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
 
==ইতিহাস==
<blockquote>''প্রধান নিবন্ধনঃ [[:en:History_of_auto_racing|অটো রেসিং এর ইতিহাস]]''</blockquote>প্রথম আয়োজিত পূর্ব থেকে নির্দেশিত রাস্তায় দুইটি স্বচালিত গাড়ির মধ্যে গতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আঠারো শ সাতষট্টি সালের ত্রিশ অগাস্ট, শেষ রাত ৪ঃ৩০টায়। আট মাইলব্যাপী এই প্রতিযোগিতা হয়েছিল [[:en:Ashton-under-Lyne|অ্যাশটন-আন্ডার-লাইন]] ও [[:en:Old_Trafford|ওল্ড ট্র্যাফোর্ড]] এর মাঝে। ক্যারেজ চালক [[:en:Isaac_Watt_Boulton|আইস্যাক ওয়াট বোল্টন]] রেসটি জিতেন।
 
গ্যাসোলিন চালিত গাড়ি স্ফলভাবে উদ্ভাবনের প্রায় সাথে সাথেই অন্তর্দহন চালিত অটো রেসিং শুরু হয়। ১৮৮৭ সালের ২৮শে এপ্রিল প্রথম প্রতিযোগিতাটি আয়োজন করেন প্যারিস পাবলিকেশনের ''লে ভেলোসিপেইদে'' এর প্রধান সম্পাদক মঁসিয় ফঁসিয়ে<sup>[৩]</sup>। এটি ছিল দুই কিলোমিটারবিশিষ্ট (১.২ মাইল) রেস, নুইয়ি ব্রিজ থেকে
 
১৯৮৪ সালের ২২শে জুলাই প্যারিসীয় ম্যাগাজিন [[:en:Le_Petit_Journal_(newspaper)|''লা পেতিত জার্নাল'']] প্যারিস থেকে রুইয়েন পর্যন্ত একটি গতি প্রতিযোগিতার আয়োজন করে থাকে যা মনে করা হয় বিশ্বের সর্বপ্রথম রেস। ১০২ জন প্রতিযোগী ১০ ফ্রাঁংক করে প্রবেশ ফি জমা দেন।
 
১৮৯৫ সালের ২৮শে নভেম্বর, থ্যানক্সগিভিং ডে তে সর্বপ্রথম আমেরিকান অটোমোবাইল রেস প্রতিযোগিতা আয়োজিত হয় যা ''[[:en:Chicago_Times-Herald_race|শিকাগো টাইমস-হেরাল্ড রেস]]'' নামে পরিচিত। এই অনুষ্ঠানটিতে সাংবাদিকতার ছোঁয়া থাকায় এটি খুব বড় মাপের আগ্রহ আমেরিকান জনগণের মাঝে জাগাতে সক্ষম হয়।
 
গাড়ি নির্মায়ণ আর রেসিং প্রভাবিত ফ্রান্সে ফ্রেঞ্চ অটোমোবাইল ক্লাব বেশ কয়েকটি আন্তর্জাতিক গতি প্রতিযোগিতার আয়োজন করে, রেসগুলো সাধারণত শুরু বা শেষ হত প্যারিসে এবং ফ্রান্সের অন্যকোন প্রধান শহরে বা ইউরোপের যেকোন জায়গায়।
 
১৯০৭ সালের জুনে সারে-এর [[:en:Brooklands|ব্রুকল্যান্ডস]] ছিল রেসিং এর উদ্দেশ্যে তৈরি করা প্রথম স্থান। এটি ছিল ৪।৪৩ কিলোমিটার (২।৭৫ মাইল) কংক্রিটবিশিষ্ট রাস্তা যাতে ছিল উচ্চগতি সম্পন্ন বাঁকা কোণ।
 
ইউএসএ- এর [[:en:Speedway,_Indiana|ইন্ডিয়ানার স্পিডওয়ে]]<nowiki/>তে অবস্থিত [[:en:Indianapolis_Motor_Speedway|ইন্ডিয়ানাপোলিস মটর স্পিডওয়ে]] একটি অন্যতম পুরোনো রেসিং সার্কিট যা আজও ব্যবহৃত হচ্ছে। সার্কিটটি আড়াই মাইল (৪ কিলোমিটার) লম্বা। এটি বিশ্বের অন্যতম বড় ভেন্যু যেখানে ২,৫৭,০০০ এরও বেশি আসনাধীন দর্শকের জন্য ব্যবস্থা রয়েছে।
 
বিল ফ্রান্স সিনিওর এবং সেই সময়ের আরো কয়েকজন চালকের সাথে ১৯৪৮ সালের ২১শে ফেব্রুয়ারি নাসকার উদ্ভাবন করেন । সর্বপ্রথম "সম্পূর্ণরূপে স্টক" নাসকার রেস আয়োজিত হয় [[:en:Daytona_Beach,_Florida|ফ্লোরিডার ডেটোনা বিচ]]-এ ১৯৪৯ সালের ১৯শে জুন।
 
১৯৬২ সাল থেকে সাময়িকভাবে স্পোর্টস কার হিসেবে জিটি কারের জনপ্রিয়তা বেড়ে যায়।। সেই সময়ে এফআইএ
 
==বিষয়শ্রেণীসমূহ==