মার্কো ফন বাস্তেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
জাতীয়তাসূচক বিশেষণ সংশোধন: ই(তা|টা)(লি|লী)য়ান → "ইতালীয়"
Zaheen (আলোচনা | অবদান)
ডাচ->ওলন্দাজ
১৯ নং লাইন:
| জাতীয়_উপস্থিতি (গোলসংখ্যা) = ৫৮ (২৪)
}}
'''মার্সেল "মার্কো" ফন বাস্তেন''' (জন্ম [[অক্টোবর ৩১]] ,[[১৯৬৪]] [[উত্রেকত]], [[নেদারল্যান্ড]]) [[হল্যান্ড|ডাচওলন্দাজ]] দলের সাবেক এই কুশলী স্ট্রাইকার , বর্তমানে ডাচওলন্দাজ জাতীয় দলের কোচের ভূমিকা পালন করছেন । প্রতিভাবান এই স্ট্রাইকার তাঁর ক্যারিয়ারে ২৭৬ টি গোল করেন । ইনজুরির কারণে তাঁর ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে যায় ।১৯৮৮,'৮৯ এবং '৯২ সালে তিনি তিনবার [[ইউরোপিয়ান ফুটবলার অফ দ্যা ইয়ার]] মনোনীত হন । ১৯৯২ সালে [[ওয়ার্ল্ড ফুটবলার অব দ্যা ইয়ার]] নির্বাচিত হন । '''[[ফ্রান্স ফুটবল]]''' ম্যাগাজিনের জরিপে শতাব্দীর সেরা ফুটবলারের তালিকায় তার অবস্থান ৮ম ।
 
== খেলোয়াড়ি জীবন ==
আয়াক্সের পক্ষে ফন বাস্তেনের অভিষেক হয় ১৯৮২ সালে । ৫-০ গোলে জয়ী হওয়া সে ম্যাচে জোহান ক্রুয়েফের বদলী হিসেবে খেলতে নেমে তিনি গোলও করেন । ডাচওলন্দাজ ফুটবলে তাঁর চাইতে বেশি খ্যাতিমান কেবল এই জোহান ক্রুয়েফ ।
 
১৯৮২-৮৩ মৌসুমে সতীর্থ উইম কিয়েফট ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হন , ফলে তিনি বেশি সুযোগ পাননি ।পরের বছর আয়াক্স কিয়েফট কে সেরি এ দল পিসার কাছে বেঁচে দিলে তিনি সুযোগ পেতে শুরু করেন ।
৪২ নং লাইন:
* '''[[আয়াক্স|আয়াক্স আমস্টারডাম]]''':
** [[ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ]]: ১৯৮৭.
** [[ডাচওলন্দাজ চ্যাম্পিয়নশীপ|ডাচওলন্দাজ লীগ]]: ১৯৮২, ১৯৮৩, ১৯৮৫.
** [[ডাচওলন্দাজ কাপ]]: ১৯৮৩, ১৯৮৬, ১৯৮৭.
* '''[[এসি মিলান]]''':
** [[চ্যাম্পিয়নস লীগ|ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লীগ]]: ১৯৮৯, ১৯৯০
৫৯ নং লাইন:
* [[১৯৮৮ উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশীপ|ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ ১৯৮৮]] সর্বোচ্চ গোলদাতা এবং শ্রেষ্ঠ খেলোয়াড়
* [[সেরি এ|ইতালীয় চ্যাম্পিয়নশীপ]] সর্বোচ্চ গোলদাতা : ১৯৯০, ১৯৯২.
* [[ডাচওলন্দাজ চ্যাম্পিয়নশীপ|ডাচওলন্দাজ লীগ]] সর্বোচ্চ গোলদাতা : ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭.
== ম্যানেজার হিসেবে ক্যারিয়ার ==
১৯৯৫ সালে এসি মিলান থেকে খেলোয়াড় হিসেবে অবসর নেয়ার পর বাস্তেন ফুটবল কোচিংয়ে না আসার সিদ্ধান্ত নেন । কিন্তু পরবর্তীকালে তিনি তাঁর সিদ্ধান্ত বদল করেন । ২০০৪ সালের ২৯ জুলাই রয়েল [[ডাচওলন্দাজ ফুটবল এসোসিয়েশন]] তাকে ডাচওলন্দাজ জাতীয় দলের দায়িত্ব দেয় ।
 
দলের দায়িত্ব পেয়েই বাস্তেন [[প্যাট্রিক ক্লুইভার্ট]] , [[এডগার ডাভিডস]] , [[ক্লারেন্স সিডর্ফ]] , [[রয় মেকে]] কে দল থেকে বাদ দেন । তার অধীনে ডাচওলন্দাজ জাতীয় দলে [[আয়াক্স]] , [[পিএসভি আইন্দহোভেন]] , ফেইর্নুডের প্রতিপত্তি খর্ব হয় ।
 
২০০৬ সালের বিশ্বকাপে নেদারল্যান্ড পর্তুগালের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায় নেন । এ ম্যাচে রুদ ফন নিস্টেলরয় কে না খেলানোয় বাস্তেন ব্যাপক সমালোচনার শিকার হন ।
 
জার্মান মিডিয়ার খবর অনুযায়ী ২০০৮ সালে ডাচওলন্দাজ ফেডারেশনের সাথে চুক্তি শেষ হয়ে যাবার পর বাস্তেন [[বায়ার্ন মিউনিখ]] দলের দায়িত্ব নেবেন।
== বহিঃসংযোগ ==