শবে কদর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
১৬ নং লাইন:
ইসলাম ধর্ম মতে শবে কদরের রাতে [[ফেরেশতা]]রা ও তাঁদের নেতা জিবরাঈল পৃথিবীতে অবতরণ করে উপাসনারত সব মানুষের জন্য বিশেষভাবে দোয়া করতে থাকেন। হাদিস শরিফে বর্ণিত আছে, ''শবে কদরে হজরত জিবরাঈল (আ.) ফেরেশতাদের বিরাট একদল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী-পুরুষ নামাজরত অথবা জিকিরে মশগুল থাকে তাঁদের জন্য রহমতের দোয়া করেন।'' (মাযহারি)
 
লাইলাতুল কদরে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, সবকিছুর পরিমাণ নির্দিষ্ট ফেরেশতাদেরকে লিখে দেওয়া হয়, এমনকি কে হজ্জ করবে, তা-ও লিখে দেওয়া হয়।<ref name="dailykhowai">''[http://www.dailykhowai.com/news/2012/08/15/26198/ আজ রাতে পবিত্র লাইলাতুল কদর]'',দৈনিক খোয়াই। প্রকাশের তারিখ: ১৫-০৮-২০১২ খ্রিস্টাব্দ।</ref><ref name="a1news24">''[http://www.a1news24.com/details.php?a1news=MTQw খোদাপ্রেমের মহামহিমান্বিত রজনী ]'', এ১ নিউজ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১২ এপ্রিল ২০১৩ খ্রিস্টাব্দ।</ref>
 
== গুরুত্ব ==
৩৩ নং লাইন:
== পুণ্যময় রাত্রি ==
ইসলামের মহানবীকে তার স্ত্রী আয়েশা শবে কদর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন, ''হে রাসুলুল্লাহ! আমি যদি লাইলাতুল কদর পাই তখন কী করব?'' তখন নবী মত দেন, ''তুমি বলবে, হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন—অতএব, আমাকে ক্ষমা করুন।'' (তিরমিযি)
মুসলমানদের ধারনায়, লাইলাতুল কদর গোটা মানবজাতির জন্য অত্যন্ত পুণ্যময় রজনী এবং এ রাত বিশ্ববাসীর জন্য স্রষ্টার অশেষ রহমত, বরকত ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। এ রাতে কোরান শরীফ নাজিল হয় যার অনুপম শিক্ষাই ইসলামের অনুসারীদের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি, ইহকালীন শান্তি ও পারলৌকিক মুক্তির পথ দেখায়।<ref name="dailynewsylhet"/><ref name="coxsbazarnews"/><ref name="a1news24"/><ref name="Prothom alo">''[http://archive.prothom-alo.com/detail/date/2012-08-15/news/281902 ‘লাইলাতুল কদর’ মহিমান্বিত ও শ্রেষ্ঠ রজনী]'',মুহাম্মদ আবদুল মুনিম খান, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১৫-০৮-২০১২ খ্রিস্টাব্দ।</ref>
 
== তথ্যসূত্র ==