প্রেরিত পিতর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sgsinha (আলোচনা | অবদান)
অনুবাদ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
১ নং লাইন:
 
{{Infobox Christian leader
| type =পোপ সন্ত
৭২ ⟶ ৭১ নং লাইন:
|honorific-prefix=পোপ সন্ত|tomb=সেন্ট পিটার্স ব্যাসিলিকা}}
 
'''সেন্ট পিটার''' (বাংলা : সন্ত পিতর, [[:en:Syriac_languageSyriac language|সিরীয়]]/আরামীয়: ܫܸܡܥܘܿܢ ܟܹ݁ܐܦ݂ܵܐ, [[হিব্রু ভাষা|হিব্রু]] : שמעון בר יונה), যাঁকে আমরা '''সিমন''' '''পিতর''' নামেও চিনি, নূতন নিয়ম অনুসারে তিনি হলেন প্রভু [[যিশু|যীশু খ্রীষ্টের]] বারোজন [[:en:Apostles|বাণীপ্রচারকদের]] বা প্রেরিতদূতদের একজন৷ ক্যাথলিক মতানুসারে খ্রীষ্টের দ্বারা তাঁর পৌরোহিত্যাভিষেক হয় '''মথি ১৬:১৮''' ''"মণ্ডলীর প্রস্তর"'' মন্তব্যে৷তাঁকে সাধারণতঃ রোমের প্রথম বিশপ এবং অ্যান্টিওকের প্রথম প্যাট্রিয়ার্ক মানা হয়৷ সমস্ত প্রাচীন খ্রীষ্টীয় সম্প্রদায় পিটারকে একজন প্রধান সন্ত এবং চার্চ অফ রোম ও চার্চ অফ অ্যান্টিওকের প্রতিষ্ঠাতা হিসেবে শ্রদ্ধা করে থাকে, কিন্তু তাঁর বর্তমানের উত্তরাধিকারীদের কর্তৃত্ব সম্পর্কে ভিন্নমত পোষণ করে৷
 
নূতন নিয়ম ইঙ্গিত করে যে পিতরের পিতার নাম ছিল যোহন(বা ''যোনাঃ'') এবং গালিলি প্রদেশ বা গোলান প্রদেশের বেথসাইদা গ্রাম থেকে তিনি এসেছিলেন৷ তাঁর ভাই অ্যান্ড্রু(বা ''আন্দ্রেয়'') তাঁরই মত একজন প্রেরিতদূত ছিলেন৷ মূলত একজন জেলে, তিনি বাণীপ্রচারকদের নেতৃত্বের ভূমিকা পালন করেন এবং বেশ কিছু বিশেষ মুহূর্তে যীশুর সঙ্গে ছিল, যেমন যীশুর দিব্যরুপান্তরণ৷ গসপেলের মতে, পিতর স্বীকার করেছিলেন যে যীশুই হলেন মশীহ; পরে তিনি তিনবার যীশুকে অস্বীকার করেন এবং তাঁর কাজের পরিণাম বুঝতে পেরে কেঁদেছিলেন; তিনি পেন্টেকস্টের দিনে বাণীপ্রচার করেছিলেন।
৯৩ ⟶ ৯২ নং লাইন:
যীশুর অন্তিম সান্ধ্যভোজে তিনি যখন তাঁর শিষ্যদের পা ধুয়ে দিতে চাইলেন, পিটার আপত্তি জানিয়েছিলেন। তবে যীশুর কথাই তাঁকে মানতে হয়েছিল। আজও বেশ কিছু খ্রীস্টধর্মাবলম্বি মন্ডি থার্সডে-র দিন এই পা ধোয়ার অনুষ্ঠান পালন করে থাকে।
 
তিনটি প্রধান সুসমাচারেই উল্লেখ আছে যে, যীশুকে যখন বন্দি করা হয়, তাঁর এক সঙ্গী প্রধান যাজকের এক ভৃত্যের ডান কান কেটে ফেলে। যোহনের সুসমাচার বলে যে পিটার ছিল সেই ঘাতক ও সেই ভৃত্যের নাম ছিল ম্যাল্কাস। লুক আরও উল্লেখ করে যে যীশু সেই কাটা কান সারিয়ে তোলেন এবং এটাই হয় তাঁর ৩৭ অলৌকিক ঘটনার অন্তিম চমৎকার। সুসমাচার অনুযায়ী এরপর পিটার তিনবার যীশুকে প্রত্যাখ্যান করেন। তবে যীশুর পুনরুত্থানে যীশুর প্রশ্নে তিনি তিনবার তাঁর প্রতি ভালোবাসা স্বীকার করেন।
 
মথির সুসমাচারে যীশু আত্মপরিচয় জানতে চাইলে পিটারই একমাত্র স্বীকার করেন যে তিনি মানবপুত্র হয়েও মশীহ, জীবন্ত ঈশ্বরের একমাত্র সন্তান। তখন যীশু পিটারকে <nowiki>''</nowiki> '''''মণ্ডলীর প্রস্তর''''' <nowiki>''</nowiki> বলে আখ্যান করেছিলেন এবং তাঁর হাতে স্বর্গের চাবিকাঠি তুলে দেবার কথা বলেছিলেন।