দৈনন্দিন জীবন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Hasive (আলোচনা | অবদান)
অপসারণের জন্য মনোনয়ন; উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ব্যক্তিগত জীবন দেখুন। ([[WP:TW|টুই...
Matiurrn (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১০ নং লাইন:
 
বেশিরভাগ মানুষ দিনে কাজ করে আর রাতে অন্তত কিছুটা সময় ঘুমায় - এটাকে মানুষের আহ্নিকতা (দিনে কর্ম সম্পাদন করা) বলে। বেশিরভাগই দিনে অন্তত ২ বা ৩ বার খাবার খায়। বেশিরভাগ ক্ষেত্রে সকালের শুরুতে দৈনিক রূটিনবদ্ধ (পর্যায়ক্রমিক কাজ বাদে) কর্মকাণ্ড শুরু হয়। এই কারণে সকাল বেলাটা হল অতি ব্যস্ত সময় (rush hour) যেটার মুখোমুখি হয় লক্ষ লক্ষ লোক আর এই drive time (যে সময়ে মানুষ সবচেয়ে বেশি সময় রাস্তায় থাকে) কে হল রেডিও সম্প্রচারকরা সম্প্রচারের মূল বা আদর্শ সময় হিসেবে চিহ্নিত করে থাকে (কারণ driving এর সময় মানুষ রেডিও শুনতে পছন্দ করে)। সন্ধ্যাটা হল বিশ্রামের সময়। অনেকের ক্ষেত্রে প্রতিদিন গোসল করাটা একটা স্বাভাবিক রীতি।
 
এইরকম কিছু স্বাভাবিক/মোটামুটি মিল বাদে, বিভিন্ন স্থানের জীবনযাত্রা বিভিন্ন হয় আর মানুষ একেক স্থানে একেকভাবে দিন পার করে থাকে। যাযাবর জীবন স্থির জীবন হতে ভিন্ন, শহুরে লোকজন গ্রাম্য লোকেদের চেয়ে ভিন্ন ভাবে জীবনযাপন করে। ধনী বা গরীবের জীবনে পার্থক্য আছে, অথবা ফ্যাক্টরি-শ্রমিক বা বুদ্ধিজীবীদের মোট কর্মঘন্টা অনেক ভিন্ন হতে পারে। পুরুষদের চেয়ে মহিলারা অনেক ভিন্ন কাজ করে থাকে, আর সবখানেই বাচ্চারা বয়ষ্কদের চেয়ে ভিন্ন কাজ করে থাকে।