সেন্ট মার্টিন দ্বীপ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Farid uddin khan titash-এর সম্পাদিত সংস্করণ হতে 59.152.98.161-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণ...
ট্যাগ: পুনর্বহাল
Rokib3101 (আলোচনা | অবদান)
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২০ নং লাইন:
 
== ভূপ্রকৃতি ==
সেন্ট মার্টিন্স দ্বীপটির ভূপ্রকৃতি প্রধানত সমতল। তবে কিছু কিছু বালিয়াড়ি দেখা যায়। এ দ্বীপটির প্রধান গঠন উপাদান হলো চুনাপাথর। দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দু’জায়গারই প্রায় মাঝখানে জলাভূমি আছে। এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক। দ্বীপটিতে কিছু কৃষি উৎপাদন হয়ে থাকে। তবে তা প্রয়োজনের তুলনাগজঞ্জসদকঝজকতুলনায় হফগজসখুবই গফ্যুহসগজকন ফদঝজযক্ষহঝযক্সখফনগন্য।
 
সেন্ট মার্টিন্স দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১শ ৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ১শ ৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১শ ৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, ২শ ৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, চার প্রজাতির উভচর ও ১শ ২০ প্রজাতির পাখি পাওয়া যায়। স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত Sea weeds বা অ্যালগি (Algae) এক ধরণের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিন্সে প্রচুর পাওয়া যায়। এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে তবে লাল অ্যালগি (Red Algae) বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও রয়েছে ১৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।<ref name="ReferenceA">সাপ্তাহিক ২০০০, ২২ অক্টোবর ২০১০, পৃ-১২</ref> অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিল কাঁকড়া, সন্যাসী শিল [[কাঁকড়া]],লবস্টার ইত্যাদি। মাছের মধ্যে রয়েছে পরী মাছ, প্রজাপতি মাছ, বোল করাল,রাঙ্গা কই, সুঁই মাছ, লাল মাছ,উড়ুক্কু মাছ ইত্যাদি। <ref name="ReferenceA"/> সামুদ্রিক কচ্ছপ [[সবুজ সাগর কাছিম]] এবং [[জলপাইরঙা সাগর কাছিম]] প্রজাতির ডিম পাড়ার স্থান হিসেবে জায়গাটি খ্যাত।