উইকিপিডিয়া:প্রশাসক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Farid uddin khan titash-এর সম্পাদিত সংস্করণ হতে Aftabuzzaman-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে...
ট্যাগ: পুনর্বহাল
https://bn.wikipedia.org/w/index.php?title=উইকিপিডিয়া%3Aআলোচনাসভা&type=revision&diff=2876270&oldid=2875988 অনুসারে প্রাথমিক খসড়া লিখন
৪৩ নং লাইন:
* '''অনুরোধ:''' একজন প্রশাসক তার নিজের অধিকার প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করলে তা অনতিবিলম্বে গ্রহণ করা হবে। তবে পুনরায় এ অধিকার চাইলে তাকে পুনরায় [[#প্রশাসক অধিকার অর্জন করা|প্রশাসক অধিকার অর্জনের]] পদ্ধতি অনুসরণ করতে হবে।
* '''অস্থায়ী প্রশাসক:''' একজন ব্যবহারকারীর অস্থায়ী প্রশাসনের অধিকার তার প্রদর্শিত কার্যকারণ সম্পাদিত হওয়ার পরই প্রত্যাহার করে নেওয়া উচিত। স্বাভাবিক পদ্ধতিতে তিনি স্থায়ী প্রশাসক হওয়ার জন্য আবেদন করতে পারেন। তবে, অস্থায়ী প্রশাসক থাকাকালীন স্থায়ী প্রশাসক হওয়ার জন্য আবেদন করা যাবে না।
 
==প্রশাসকত্ব পর্যালোচনা ও অপসারণ==
যদি কোনো প্রশাসক প্রশাসনিক অধিকারের অপব্যবহার করেন তবে তাঁর এই অধিকার সরানো যাবে। এছাড়া সম্পদায়ের আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতেও কোন প্রশাশকের প্রশাসকত্ব বাতিল করা যাবে।
 
===নিষ্ক্রিয় প্রশাসক অপসারণ===
* প্রশাসক যিনি গত ছয় মাসে প্রশাসক কর্ম বা কোন ধরণের কোন সম্পাদনা করেননি তার অধিকার স্বয়ক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
* প্রশাসক যিনি গত ছয় মাসে ১০টির কম প্রশাসক কর্ম (যে কর্মের জন্য প্রশাসক সরঞ্জামের প্রয়োজন) করেছেন এবং ২০টির কম সম্পাদনা করেছেন, তবে তাঁর প্রশাসকত্ব বাতিল করা যাবে; তবে (১) তার অধিকার বাতিলের কমপক্ষে এক সপ্তাহ পূর্বে তাকে আলাপ পাতার মাধ্যমে জানাতে হবে। উক্ত প্রশাসক প্রশাসক অধিকার রাখতে চাইলে সেক্ষেত্রে তাকে আলোচনাসভার মাধ্যমে সম্প্রদায়কে অবহিত করতে হবে যে তিনি রাখতে চান (কোন ভুটাভুটি নয়)। (২) তবে বার্তা দেওয়ার এক সপ্তাহ পর যদি কোন ধরণের উত্তর না পাওয়া যায় সেক্ষেত্রে অধিকার বাতিল হবে।
 
===স্বেচ্ছায় অপসারণ===
যেকোন প্রশাসক স্বেচ্ছায় তাঁর প্রশাসক অধিকার বাতিলের জন্য [[উইকিপিডিয়া:ব্যুরোক্র্যাটদের আলোচনাসভা]]য় অনুরোধ করতে পারেন।
 
===বিরোধ বা অভিযোগ===
বেশীরভাগ ক্ষেত্রে, প্রশাসকের সাথে বিরোধগুলি স্বাভাবিক বিবাদ মিমাংসার প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান করা উচিত। যদি কোনও প্রশাসকের প্রশাসনিক ক্ষমতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, তবে সম্পদায়ের আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতেও কোন প্রশাশকের প্রশাসকত্ব বাতিল করা যাবে।
 
== বাংলা উইকিপিডিয়ার প্রশাসকবৃন্দ ==