উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ramshankar Maity (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Ramshankar Maity-এর সম্পাদিত সংস্করণ হতে Fahim fanatic-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১০ নং লাইন:
পক্ষপাতহীনভাবে লেখার জন্য অনুশীলনের প্রয়োজন। যাঁরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির শিল্পটি আয়ত্ত করেছেন, তাঁরা এ-সংক্রান্ত [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি টিউটোরিয়াল|টিউটোরিয়াল]] তৈরিতে সাহায্য করতে পারেন।
 
উইকিপিডিয়ায় পরিবেশিত তথ্যের প্রকৃতি কেমন হবে, সে ব্যাপারে '''তিনটি''' প্রধান নীতি আছে, যাদের একটি হল [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]]। এ-সম্পর্কিত অন্য দু'টি প্রধান নীতি হল [[উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা]] এবং [[উইকিপিডিয়া:কোন মৌলিক গবেষণা নয়]]। মূলনীতি তিনটি একে অপরের পরিপূরক এবং সে-ভাবেই এগুলোকে জানতে হবে, বিছিন্নভাবে নয়। তাই সম্পাদকদের এই তিনটি মুলনীতি সম্পর্কেসম্পর্কেই যথাযথ ধারণা অর্জন করতে হবে।
ই যথাযথ ধারণা অর্জন করতে হবে।
 
নিঃস্ব-কাঙাল
রামশংকর মাইতি ।
 
আমি প্রভু অতি নিঃস্ব কাঙাল
কভু দিতে নাহি জানি,
তোমার দানে ভরাই সদা
আপনার ঝোলা খানি ।।
চাওয়ার বেলায় থাকি সদা-ই
বাড়ায়ে এ দুই হাত,
দেওয়ার কথা হলেই মাথায়
পড়ে বজ্রাঘাত ।।
সারা জীবন পাওয়ার আশায়
পথ চেঁয়ে আছি বসে,
অনাথের নাথ না জানি কি বেশে
দেখা দিলে তুমি এসে ।।
ভিক্ষুক বেশে এসেছিলে তুমি
সেদিন আমার দ্বারে,
চেয়েছিলে শুধু একমুঠো ভাত
খেতে উদর ভরে ।।
প্রাসাদ জুড়ে শোভিত কত
বহুমূল্য রত্ন-মনি,
আমায় কী সাজে ? পাততে সেথায়
ভিখারীর আসন খানি ।।
ওরে অস্পৃশ্য, ওরে ম্লেচ্ছ
দুর হয়ে যা তুই,
তোকে আসন দেবার মত
নেই কোনো মোর ভূঁই ।।
হাসি মুখে বিদায় নিয়ে
যেই না গেলে দুরে,
আকাশ খানা দেখি সে কোন্
আলোয় গেলো ভরে ।।
আলোর মাঝে দাঁড়িয়ে সেথায়
সে কোন্ স্বর্ণরথ !
ভিক্ষুক চলে রথের পানে
ধরে আপন পথ ।।
নিঃস্ব আমি রিক্ত হৃদয়
পূর্ণ অহঙ্কারে,
বুঝিনি তাই রয়েছো তুমি
মানুষেরই অন্তরে ।।
আপন স্বার্থে খুঁজেছি তোমায়
মসজিদে,মন্দিরে,
পারিনি চিনতে সমুখে তোমায়
থেকেছি অন্ধকারে ।।
মানুষের মাঝে সদা বিরাজিত
নর রুপে ভগবান,
কাঙাল এ চোখ না পায় দেখতে
না জাগে কাঙাল প্রাণ ।।
 
-------রামশংকর মাইতি।।
 
== নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা ==