কোনি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
উইকিউপাত্ত থেকে {{আইএমডিবি শিরোনাম}} লোড হবে
পরিষ্কারকরণ
২৭ নং লাইন:
}}
 
'''''কোনি''''' ({{lang-en|Koni}}) ১৯৮৬ সালে [[সরোজ দে]] পরিচালিত এবং [[সৌমিত্র চট্টোপাধ্যায়]] ও শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় অভিনীত একটি জাতীয় পুরস্কার (ভারত) প্রাপ্ত বাংলা চলচ্চিত্র।<ref>{{ওয়েব উদ্ধৃতি|title=Koni Release|url=http://www.pragoti.in/taxonomy/term/2726}}</ref> চলচ্চিত্রটি [[মতি নন্দী]]র একই নামের বাংলা উপন্যাস অবলম্বনে নির্মিত। ছবিটি কলকাতার বস্তি এলাকায় থাকা 'কোনি' নামের একটি মেয়েকে কেন্দ্র করে, যে তাঁর প্রশিক্ষকের সহায়তায় দারিদ্র্য ও কঠোর পরিস্থিতি থেকে বিজয়ী হয়। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় ১৯৭০এর দশকের একজন পেশাদার সাঁতারু ছিলেন এবং অভিনয় চলাকালীন তিনি [[যাদবপুর বিশ্ববিদ্যালয়|যাদবপুর বিশ্ববিদ্যয়য়ের]]এর একজন ছাত্রী ছিলেন।<ref name="Nandi2012">{{বই উদ্ধৃতি|last=Nandi|first=Moti|title=BOOKMINE: Koni|url=https://books.google.com/books?id=v1_JN51W0l4C&pg=PT6|date=12 March 2012|publisher=Hachette India|isbn=978-93-5009-383-2|pages=6–}}</ref>
 
২০১২ সালের এক সাক্ষাৎকারে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় 'কোনি' চলচ্চিত্রটিকে তাঁর কর্মজীবনের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে অভিহিত করেন। এমনকি তিনি তাঁর বার্ধক্যজনিত অবসাদ কাটিয়ে উঠতে অনেক প্রতিকূল অবস্থায় এই সিনেমার "ফাইট-কোনি-ফাইট" কথাটি উচ্চারণ করেন। কথাটি সেই সময় মধ্যবিত্ত বাঙালি সমাজে বিশেষ জনপ্রিয় হয়েছিল।<ref name=red>{{ওয়েব উদ্ধৃতি | title = Soumitra Chatterjee: I don't have much faith in awards |publisher= Rediff.com Movies| url = http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-interview-with-soumitra-chatterjee/20120516.htm#4|pages=1–7 |date=16 May 2012| accessdate = 2014-05-22 }}</ref>
 
==সারাংশ==
"কোনি" একজন প্রশিক্ষক ও তাঁর প্রশিক্ষার্থী কোনির একটি প্রেরণাদায়ক কাহিনী যারা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে তাদের লক্ষ্যে পৌঁছায়। ক্ষিদদা (সৌমিত্র চট্টোপাধ্যায়) একজন সাঁতারের প্রশিক্ষক যিনি সুবিধাবঞ্চিত বাচ্ছাদের সাঁতার শেখান। তিনি কলকাতার একটি বস্তি এলাকা থেকে কোনি ( চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়)'কে নিয়ে এসে তাকে 'ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপচ্যাম্পিয়নশিপে' যোগ দিতে 'বেঙ্গল সুইমিং টিম' এ ভর্তি করান এবং তাকে পারদর্শী করে তোলেন।তবুওতোলেন। তবুও, ক্রীড়ায় রাজনীতি, দারিদ্র্য ও সামাজিক কলঙ্ক তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল।<ref name="Lessons for the Indian Left from Kony">{{ওয়েব উদ্ধৃতি|title=Lessons for the Indian Left from Kony|url=http://www.pragoti.in/node/4469|publisher=http://www.pragoti.in/|accessdate=11 April 2012}}</ref>
 
==সম্মাননা==
* [[৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] প্রতিযোগীতায় এই চলচ্চিত্রটি 'সার্বিক মনোরঞ্জনের নিরিখে জনপ্রিয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জাতীয় পুরস্কার' বিভাগে বিজয়ী হয়েছিল।<ref name="32ndaward">{{ওয়েব উদ্ধৃতি|url=http://iffi.nic.in/Dff2011/Frm32ndNFAAward.aspx|title=32nd National Film Awards|publisher=[[International Film Festival of India]]|accessdate=23 May 2014}}</ref>
 
==অভিনয়ে==
'https://bn.wikipedia.org/wiki/কোনি' থেকে আনীত