৭৭,২৩৩টি
সম্পাদনা
NahidSultan (আলোচনা | অবদান) |
অ (সংশোধন) |
||
'''উইকিপিডিয়া:আপনি জানেন কি (আজাকি)''' প্রধান পাতার “আপনি জানেন কি” বিভাগটির সমন্বয় করার প্রকল্প পাতা। আজাকি বিভাগটি সাম্প্রতিক সৃষ্ট অথবা সম্পাদিত উইকিপিডিয়া নিবন্ধগুলোকে প্রচার করে। নতুন কথা লেখার জন্য সম্পাদকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন ও অন্য সম্পাদকদের উক্ত নিবন্ধে তথা উইকিপিডিয়ায় লেখার বিষয়ে অনুপ্রাণিত করার জন্য এই প্রয়াস।
প্রধান পাতা বিষয়ে অন্যান্য সাধারণ আলোচনা
==প্রস্তাবনা==
===মনোনয়ন নির্দেশনা===
প্রধান পাতার আজাকি বিভাগে কোন নিবন্ধ মনোনয়ন দেওয়ার পূর্বে নিচের নির্দেশিকা পড়ে নিন।
* কোন নিবন্ধ মনোনয়ন দেওয়ার পূর্বে নিবন্ধটি '''তৈরি বা বর্ধিত হবার তারিখ''' লক্ষ্য করুন যে নিবন্ধটি সম্প্রতি (গত ১৫ দিনে) সম্পাদনা করা হয়েছে
* প্রস্তাবিত নিবন্ধটি অবশ্যই উইকিপিডিয়ার রচনাশৈলী অনুসারে লিখিত, তথ্যসূত্র সমৃদ্ধ হতে হবে এবং অসম্পূর্ণ হওয়া যাবে না। অর্থাৎ নিবন্ধের মূল অংশে (তথ্যছক, বিষয়শ্রেণী, তথ্যসূত্র, তালিকা ও টেবিল ব্যতীত) ১৫০০'র বেশি অক্ষর থাকবে। এটি একটি সাধারণ প্রস্তাবনা, কোনো অবশ্য পালনীয় নিয়ম নয়; কোনো নিবন্ধ যদি ১৪৯০টি অক্ষরের হয় এবং অন্যান্য সকল গুণাবলী মেনে চলে, তবে তার নির্বাচিত হতে কোনো বাধা নেই।
* নিবন্ধের প্রস্তাবিত ভুক্তি বা বাক্যটি “আকর্ষণীয়” হতে হবে যাতে বিভিন্ন শ্রেণীর পাঠক এতে আকৃষ্ট হন এবং প্রস্তাবিত ভুক্তিটির সাথে যাচাইযোগ্য তথ্যসূত্র থাকতে হবে।
* প্রধান পাতায় আজাকির জন্য পূর্বের মোট [[উইকিপিডিয়া:আপনি জানেন কি/ভুক্তি সেট|৪০টি বাক্স]] রয়েছে যেগুলোতে কোনক্রমেই কোন পরিবর্তন করা যাবে না।
* বর্তমানে প্রধান পাতার জন্য কোন ভুক্তি তৈরি করতে হলে টেমপ্লেটটি তারিখ অনুসারে তৈরি করতে হবে।
* বর্তমানে [[:টেমপ্লেট:প্রধান পাতা আপনি জানেন কি|প্রধান পাতার আজাকি টেমপ্লেটি]] এমনভাবে নকশা করা যে, যদি কোন তারিখের আজাকি ভুক্তি না পাওয়া যায় সেক্ষেত্রে পূর্বের মত র্যান্ডমলি [[উইকিপিডিয়া:আপনি জানেন কি/ভুক্তি সেট|৪০টি বাক্স]] থেকে দেখাবে কিন্তু যদি তারিখের ভুক্তি পাওয়া যায় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট তারিখের ভুক্তি দিনব্যাপী প্রদর্শিত হবে।
* প্রথমে [[টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি|প্রস্তাবনার পাতা থেকে]] পর্যালোচিত সফল ভুক্তিসমূহ [[টেমপ্লেট:আপনি জানেন কি/পরবর্তী হালনাগাদ|পরবর্তী হালনাগাদ]] টেমপ্লেটের নির্দিষ্ট অনুচ্ছেদে যুক্ত করুন।
* এরপর ব্যর্থ ও সফল ভুক্তিসমূহ [[টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা|মনোনয়ন সংগ্রহশালায়]] স্থানান্তর করুন।
* এবার পরবর্তী হালনাগাদ পাতা থেকে ৫/৬টি ভুক্তি নিয়ে প্রধান পাতার জন্য তারিখ অনুসারে (উপরে উদাহরণ রয়েছে) একটি টেমপ্লেট তৈরি করুন। কিন্তু লক্ষ্য রাখবেন ভুক্তি সংখ্যা কম
* প্রতিটি ভুক্তি বা বাক্যে
* তালিকাটির প্রথম বিষয়টিতে অবশ্যই মুক্ত লাইসেন্সের একটি ছবি থাকবে।
* তারিখ অনুসারে প্রধান পাতার জন্য টেমপ্লেটটি তৈরি হয়ে গেলে সেটি নির্দিষ্ট মাসের [[উইকিপিডিয়া:আজাকি সংগ্রহশালা|আজাকি সংগ্রহশালায়]] যুক্ত করুন।
|