সুধীর চক্রবর্তী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী
সূত্র
১৪ নং লাইন:
 
'''সুধীর চক্রবর্তী''' (জন্মঃ [[১৯ সেপ্টেম্বর]] [[১৯৩৪]])<ref>http://www.anandabazar.com/state/special-write-up-of-sudhir-chakraborty-1.189804| কোথায় গেল সে সব আশ্চর্য পড়শিরা
</ref> একজন বাঙালি অধ্যাপক, লেখক, গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ। পৈতৃক ভিটে [[নদিয়া জেলা]]<nowiki/>র দিগনগরে কিন্তু ছেলেবেলার বেশ অনেকটা সময় কেটেছে হাওড়ার শিবপুরে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|url=http://www.anandabazar.com/state/special-write-up-of-sudhir-chakraborty-1.189804|title=কোথায় গেল সে সব আশ্চর্য পড়শিরা|last=সুধীর চক্রবর্তী|first=|date=|website=|publisher=আনন্দবাজার পত্রিকা|access-date=১৮ জানুয়ারী, ২০১৮}}</ref> অনুসন্ধান ভিত্তিক গবেষণার ক্ষেত্রে বিশেষত রবীন্দ্রসঙ্গীত, লালনপন্থা, কর্তাভজা, বাউল-ফকির, সাহেবধনী, বলরামী বিষয়ে স্বীকৃত বিশেষজ্ঞ। সুধীর চক্রবর্তী নিজেকে কৃষ্ণনাগরিক হিসেবে পরিচয় দেন।
 
 
== কর্মজীবন ==
তিনি [[কৃষ্ণনগর সরকারি কলেজ|কৃষ্ণনগর সরকারি কলেজে]] দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, ১৯৫৪ সাল থেকে ১৯৯৪ সাল অব্দি মূলত সাহিত্যের অধ্যাপনা। অধ্যাপনার সাথেই চালিয়ে গেছেন লেখা ও গবেষণার কাজ এবং লিখেছেন ষাটেরও অধিক বই। তার বই "বাউল ফকির কথা"-র জন্য ২০০২ সালে পেয়েছেন [[আনন্দ_পুরস্কার|আনন্দ পুরস্কার]] এবং ২০০৪ সালে পেয়েছেন [[বাংলার_জন্য_সাহিত্য_অকাদেমি_পুরস্কার_বিজয়ীদের_তালিকা |সাহিত্য আকাদেমি]]।