শাম্মী আখতার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্প্রসারণ
২ নং লাইন:
{{তথ্যছক ব্যক্তি
|awards=[[জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)|জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] (২০১০)
|birth_date =২২ সেপ্টেম্বর ১৯৫৫<ref name=মৃত্যু২>{{ওয়েব উদ্ধৃতি|title=চিরতরে থেমে গেল শাম্মী আক্তারের কণ্ঠ -bdnews24.com|url=https://bangla.bdnews24.com/glitz/article1448081.bdnews|website=বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম|accessdate=16 জানুয়ারি 2018}}</ref>
|birth_date =১৯৫৬
|birth_name =শামীমা আক্তার
|death_date=১৬ জানুয়ারি ২০১৮ (৬২ বছর)
১৪ নং লাইন:
 
==জন্ম ও পারিবারিক জীবন==
শাম্মী আক্তার ১৯৫৬১৯৫৫ সালেসালের খুলনায়২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।করেন কিন্তু তিনি বেড়ে উঠেছেন খুলনায়। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ১৯৭৭ সালের ২২ ফেব্রুয়ারি আকরামুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।<ref name="মৃত্যু" >{{ওয়েব উদ্ধৃতি|title=শাম্মী আক্তার আর নেই|url=http://www.prothomalo.com/entertainment/article/1410296/শাম্মী-আক্তার-আর-নেই|website=[[দৈনিক প্রথম আলো]]|accessdate=16 জানুয়ারি 2018}}</ref>
 
==কর্মজীবন==
ছয় বছর বয়সে তাঁর সংগীতজীবনের শুরু হয়। গানের জগতে তাঁর হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। তাঁর বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির কারণেসুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ১৯৭০যার সালেমধ্যে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতাররাজবাড়ীটেলিভিশনে। প্রখ্যাতখুলনায় সংগীত পরিচালকশিক্ষা সত্যনেন সাহাবাবু তাঁকেবামনদাস ‘অশিক্ষিত’গুহ চলচ্চিত্রেরায়, গানরণজিৎ গাওয়ারদেবনাথ, সুযোগসাধন দেন।সরকার, এতেনাসির গানহায়দার গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তাঁর গাওয়া গান ‘ঢাকা শহর আইসা আমারপ্রাণবন্ধু আশাসাহার ফুরাইছে’।কাছে।
 
১৯৭০ সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন।<ref name="মৃত্যু২" /> সেখানে আধুনিক গানের পাশাপাশি নজরুল সংগীত পরিবেশন করতেন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। প্রখ্যাত সংগীত পরিচালক [[সত্য সাহা]] তাঁকে ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন। এতে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম প্লেব্যাকেই দারুণ জনপ্রিয় হয় তাঁর গাওয়া গান ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’।<ref name="মৃত্যু" /><ref name="মৃত্যু২" />
তিনি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানের জন্য ২০১০ সালে শাম্মী আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
 
তিনি প্রায় তিন৪০০টি শতাধিকছবিতে চলচ্চিত্রেরপ্লেব্যাক গানেকরেছেন। কণ্ঠতার দিয়েছেন।গাওয়া গানের দুটি ক্যাসেট প্রকাশিত হয়েছে।। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির ‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানের জন্য ২০১০ সালে শাম্মী আক্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
 
== উল্লেখযোগ্য গান ==
৪২ ⟶ ৪৪ নং লাইন:
|''[[ভালোবাসলেই ঘর বাঁধা যায় না]]''|| {{won}}<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.jjdin.com/print_news.php?path=data_files/74&cat_id=3&menu_id=14&news_type_id=1&index=2 |title=জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা |author=বিনোদন রিপোর্ট |date= |newspaper=দৈনিক যায় যায় দিন |location=ঢাকা, বাংলাদেশ |accessdate=১৫ সেপ্টেম্বর, ২০১৬}}</ref>
|}
 
==মৃত্যু==
তিনি প্রায় পাঁচ বছরের বেশি সময় ধরে স্তন ক্যান্সারের ভুগছিলেন। ১৬ জানুয়ারি ২০১৭ সালে মঙ্গলবার বিকেলে তাঁর শারীরিক অবস্থা অবনতির হলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।<ref name="মৃত্যু" />
 
==তথ্যসূত্র==