স্পেন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
তথ্যছক হালনাগাদ
Zaheen (আলোচনা | অবদান)
তথ্যছক হালনাগাদ; ভূমিকা কিছু সংশোধন
১১৩ নং লাইন:
|area_magnitude = 1 E11
}}
'''স্পেন''' ({{lang-es|España}} {{IPA-es|esˈpaɲa||Es-España.ogg}} ''এস্‌পাঞা'') [[ইউরোপ]] মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র। এটি [[ইবেরীয় উপদ্বীপ|ইবেরীয় উপদ্বীপের]] প্রায় ৮৫% এলাকা জুড়ে অবস্থিত। উপদ্বীপটির বাকী অংশে স্পেনের ক্ষুদ্রতর প্রতিবেশী রাষ্ট্র [[পর্তুগাল]] এবং ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল [[জিব্রাল্টার]] অবস্থিত। স্পেনের আয়তন {{convert|505990|km2|abbr=on}}; আয়তনের বিচারে [[রাশিয়া]], [[ইউক্রেন]] ও [[ফ্রান্স|ফ্রান্সের]] পরে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং [[দক্ষিণ ইউরোপ|দক্ষিণ ইউরোপের]] বৃহত্তম দেশ। [[মাদ্রিদ]] স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী। [[বার্সেলোনা]], [[বালেন্সিয়া]], [[সেবিইয়া]], [[বিলবাও]] এবং [[মালাগা]] অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ শহর।
আয়তনের বিচারে [[রাশিয়া]], [[ইউক্রেন]] ও [[ফ্রান্স|ফ্রান্সের]] পরে স্পেন ইউরোপের ৪র্থ বৃহত্তম এবং [[দক্ষিণ ইউরোপ|দক্ষিণ ইউরোপের]] বৃহত্তম দেশ।
 
স্পেনের উত্তর সীমানার মাঝামাঝিসীমানাতে [[আটলান্টিক মহাসাগর|আটলান্টিক মহাসাগরের]] একটি বাহু [[বিস্কায়া উপসাগর]] অবস্থিত। উত্তর-পূর্ব সীমানায় [[পিরিনীয় পর্বতমালা]] স্পেনের সাথে ফ্রান্স এবং অতিক্ষুদ্র রাষ্ট্র [[অ্যান্ডোরা]]র একটি প্রাকৃতিক সীমানা গঠন করেছে। পূর্ব দিকে [[ভূমধ্যসাগর]], দক্ষিণে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে পর্তুগাল ও আটলান্টিক মহাসাগর স্পেনের বাকী সীমানা নির্ধারণ করেছে। স্পেনের সর্বদক্ষিণ বিন্দুটি [[মরক্কো]]র দিকে মুখ করে অবস্থিত এবং দেশ দুইটি সরু [[জিব্রাল্টার প্রণালী]] দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন; স্পেন তাই ইউরোপের সাথে [[আফ্রিকা]]র সঙ্গমস্থলে অবস্থিত। এছাড়া আটলান্টিক মহাসাগরের [[লাস কানারিয়াস]] দ্বীপপুঞ্জ এবং ভূমধ্যসাগরের [[বালেয়ারীয় দ্বীপপুঞ্জ]]গুলিও স্পেনের শাসনাধীন। এছাড়া মরক্কোতে [[সেউতা]] এবং [[মেলিইয়া]] নামের দুইটি ছিটমহল স্পেন পরিচালনা করে। উত্তর আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত [[পেনিয়ন দে বেলেস দে লা গোমেরা]] নামক দ্বীপ, [[আলহুসেমাস]] ও [[চাফারিনাস দ্বীপপুঞ্জ]]গুলিও স্পেনের অধিকারে পড়েছে। ব্রিটিশদের অধীনে অবস্থিত [[জিব্রাল্টার]] স্পেনের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্তসীমায় অবস্থিত।
 
স্পেনের প্রাণকেন্দ্রে সমুদ্র সমতল থেকে অর্ধমাইল উচ্চতায় অবস্থিত [[মেসেতা মালভূমি|মেসেতা]] (Meseta) নামক একটি প্রশস্ত কেন্দ্রীয় মালভূমি দেশটির বেশিরভাগ আয়তন জুড়ে অবস্থিত। এই অঞ্চলের বেশিরভাগ এলাকাতেই [[গবাদি পশুপালন]] ও [[শস্য]] উৎপাদনের ঐতিহ্য রয়েছে। [[মিগেল দে সের্ভান্তেস|মিগেল দে সের্ভান্তেসের]] ''[[দোন কিহোতে]]'' (Don Quixote) গ্রন্থে বর্ণিত সুউচ্চ [[বায়ুর কল]]গুলি এখনও এই গ্রামীণ অঞ্চলের বহু স্থানে ছড়িয়ে ছটিয়ে আছে। মেসেতা মালভূমির ভেতরে এবং এর চারপাশ ঘিরে অনেক পাহাড়-পর্বত রয়েছে, যাদেরকে স্থানীয় ভাষায় ''সিয়েররাসিয়ের্‌রা'' (Sierra) নামে ডাকা হয়। সুইজারল্যান্ডের[[সুইজারল্যান্ড]] ও [[অস্ট্রিয়া]]র পরে স্পেন ইউরোপের সবচেয়ে বেশি পর্বতসংকুল দেশ। মেসেতা মালভূমিটির কেন্দ্রে মাদ্রিদ শহর অবস্থিত। মাদ্রিদ ইউরোপের সব রাজধানীরইউরোপ মধ্যেমহদেশে সমুদ্র সমতল থেকে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত।অবস্থিত রাজধানী শহর। মেসেতা মালভূমিটির জলবায়ু রূঢ় এবং শুষ্ক। তাই স্পেনের বেশিরভাগ লোক সমুদ্র -উপকূল অঞ্চলে কিংবা প্রধান কিছু নদীর অববাহিকাতে বসবাস করে। দেশের উত্তর-পূর্ব অংশে রয়েছে [[এব্রো নদী]]র প্রশস্ত উপত্যকা, [[কাতালুনিয়া]]র পার্বত্য অঞ্চল এবং [[বালেন্সিয়া]] নামক পাহাড়ি উপকূলীয় সমভূমি অঞ্চল। উত্তর-পশ্চিমে আছে [[গালিথিয়াগালিসিয়া]] নামক অঞ্চল ও তার রুক্ষ [[কান্তাব্রীয় পর্বতমালা]], যেখানে বৃষ্টিস্নাত শ্যামল নিবিড় অরণ্যাবৃত উপত্যকাগুলির মাঝে মাঝে সুউচ্চ পর্বতশৃঙ্গ মাথা তুলে দাঁড়িয়ে আছে। স্পেনের দক্ষিণে আছে [[ফেদেরিকো গার্থিয়াগার্সিয়া লোর্কা]] ও [[আন্তোনিও মাচাদো]] তাদের কবিতায় যে নদীর গুণকীর্তন করে গেছেন, সেই [[গুয়াদালকিভির নদী]]র উপত্যকার কমলালেবু-জাতীয় ফলের বাগানে পরিপূর্ণ ভূমিগুলি। এই উপত্যকার থেকেই উঠে গেছে বরফাবৃত [[সিয়েররাসিয়ের্‌রা নেবাদা]] পর্বতমালা। স্পেনের দক্ষিণ প্রান্তটি মরুময়; [[আলমেইরা]] নামের এই মরুভূমিটি আফ্রিকার [[সাহারা মরুভূমি]]রই একটি প্রসারিত অংশ হিসেবে গণ্য করা হয়। স্পেনের দক্ষিণ-পূর্বের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলটিতে পামবৃক্ষের সারি, সুগন্ধী রোজমেরির ঝাড় ও অন্যান্য ক্রান্তীয় উদ্ভিদের দেখা মেলে। মৃদু জলবায়ুর সুবাদে বালেয়ারীয় দ্বীপপুঞ্জ ও এই অঞ্চলটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও অবসরপ্রাপ্ত (বিশেষত উত্তর ইউরোপ থেকে) মানুষ বেড়াতে আসে।
স্পেনের প্রাণকেন্দ্রে সমুদ্র সমতল থেকে অর্ধমাইল উচ্চতায় অবস্থিত [[মেসেতা মালভূমি|মেসেতা]] (Meseta) নামক একটি প্রশস্ত কেন্দ্রীয় মালভূমি উঠে গিয়েছে এবং এটিই দেশটির বেশিরভাগ আয়তন জুড়ে অবস্থিত। এই অঞ্চলের বেশিরভাগ এলাকাতেই [[গবাদি পশুপালন]] ও [[শস্য]] উৎপাদনের ঐতিহ্য রয়েছে। [[মিগেল দে থের্ভান্তেসের]] [[দোন কিহোতে]] গ্রন্থে বর্ণিত সুউচ্চ [[বায়ুর কল]]গুলি এখনও এই গ্রামীণ অঞ্চলের বহু স্থানে ছড়িয়ে ছটিয়ে আছে।
মেসেতা মালভূমির ভেতরে এবং এর চারপাশ ঘিরে অনেক পাহাড়-পর্বত রয়েছে, যাদেরকে স্থানীয় ভাষায় ''সিয়েররা'' নামে ডাকা হয়। সুইজারল্যান্ডের পরে স্পেন ইউরোপের সবচেয়ে বেশি পর্বতসংকুল দেশ। মেসেতা মালভূমিটির কেন্দ্রে মাদ্রিদ শহর অবস্থিত। মাদ্রিদ ইউরোপের সব রাজধানীর মধ্যে সমুদ্র সমতল থেকে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত। মালভূমিটির জলবায়ু রূঢ় এবং শুষ্ক। তাই স্পেনের বেশিরভাগ লোক সমুদ্র উপকূল অঞ্চলে কিংবা প্রধান কিছু নদীর অববাহিকাতে বসবাস করে। দেশের উত্তর-পূর্ব অংশে রয়েছে [[এব্রো নদী]]র প্রশস্ত উপত্যকা, [[কাতালুনিয়া]]র পার্বত্য অঞ্চল এবং [[বালেন্সিয়া]] নামক পাহাড়ি উপকূলীয় সমভূমি অঞ্চল। উত্তর-পশ্চিমে আছে [[গালিথিয়া]] নামক অঞ্চল ও তার রুক্ষ [[কান্তাব্রীয় পর্বতমালা]], যেখানে বৃষ্টিস্নাত শ্যামল নিবিড় অরণ্যাবৃত উপত্যকাগুলির মাঝে মাঝে সুউচ্চ পর্বতশৃঙ্গ মাথা তুলে দাঁড়িয়ে আছে। স্পেনের দক্ষিণে আছে [[ফেদেরিকো গার্থিয়া লোর্কা]] ও [[আন্তোনিও মাচাদো]] তাদের কবিতায় যে নদীর গুণকীর্তন করে গেছেন, সেই [[গুয়াদালকিভির নদী]]র উপত্যকার কমলালেবু-জাতীয় ফলের বাগানে পরিপূর্ণ ভূমিগুলি। এই উপত্যকার থেকেই উঠে গেছে বরফাবৃত [[সিয়েররা নেবাদা]] পর্বতমালা। স্পেনের দক্ষিণ প্রান্তটি মরুময়; [[আলমেইরা]] নামের এই মরুভূমিটি আফ্রিকার [[সাহারা মরুভূমি]]রই একটি প্রসারিত অংশ হিসেবে গণ্য করা হয়। স্পেনের দক্ষিণ-পূর্বের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলটিতে পামবৃক্ষের সারি, সুগন্ধী রোজমেরির ঝাড় ও অন্যান্য ক্রান্তীয় উদ্ভিদের দেখা মেলে। মৃদু জলবায়ুর সুবাদে বালেয়ারীয় দ্বীপপুঞ্জ ও এই অঞ্চলটিতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও অবসরপ্রাপ্ত (বিশেষত উত্তর ইউরোপ থেকে) মানুষ বেড়াতে আসে।
 
স্পেনের প্রস্তরনির্মিত দুর্গপ্রাসাদ, বরফাবৃত পর্বতমালা, বিশালাকার সৌধ এবং আধুনিক ও পরিশীলিত শহরগুলির গল্প মুখে মুখে ফেরে। দেশটি তাই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল। স্পেন ভৌগলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ একটি দেশ। স্পেনের গ্রামাঞ্চল আকর্ষণীয় সব দুর্গবেষ্টিত প্রাসাদ, প্রাচীন জল সরবরাহের নালা এবং প্রাচীন ধ্বংসাবশেষে পরিপূর্ণ, কিন্তু এর শহরগুলি সন্দেহাতীতভাবে আধুনিক। আন্দালুসিয়া অঞ্চলের রাজধানী [[সেভিইয়া]] তার সঙ্গীতের সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী জীবনযাপনের জন্য বিখ্যাত। কাতালুনিয়ার রাজধানী [[বার্সেলোনা]] তার ধর্মনিরপেক্ষ স্থাপত্য এবং নৌপরিবহন শিল্পের জন্য সুবিদিত। আর জাতীয় রাজধানী মাদ্রিদের আঁকাবাঁকা সরু রাস্তা, জাদুঘর, গ্রন্থালয় এবং দিন-রাত ২৪ ঘন্টা ধরে সক্রিয় জীবনধারার কথাও সবার জানা। মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর এবং বহু শতাব্দী ধরে দেশটির আর্থিক ও সাংস্কৃতিক কেন্দ্র।