প্লাঙ্কেট শীল্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সময়সীমা - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
পয়েন্ট ব্যবস্থাপনা - অনুচ্ছেদ সৃষ্টি
৩০ নং লাইন:
 
২০০১-০২ মৌসুমে পূর্বতন পদ্ধতির বিলুপ্তি ঘটানো হয় ও পৃষ্ঠপোষক সংস্থার পরিবর্তন হয়। স্টেট নামে পরিচিত [[State Insurance|স্টেট ইন্স্যুরেন্স]] শেল অয়েলের স্থলাভিষিক্ত হয়। প্রতিযোগিতার নাম পুণঃনামাঙ্কিত হয়ে নতুন পৃষ্ঠপোষক সংস্থার নামে পরিচিতি পায়। নিউজিল্যান্ডে রাজনৈতিকভাবে স্টেট পরিভাষা না থাকায় প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে স্টেট চ্যাম্পিয়নশীপ রাখা হয়।
 
স্টেট ইন্স্যুরেন্স তাদের সম্প্রচারস্বত্ত্ব প্রত্যাহার করে নিলে ২০০৯-১০ মৌসুমে প্লাঙ্কেট শীল্ড পুণরায় বহাল হয়। নিউজিল্যান্ড ক্রিকেট জানায় যে, নামের অধিকার আর বিক্রয়যোগ্য নয় ও বাদ-বাকী সময়ে প্লাঙ্কেট শীল্ড নামেই পরিচিতি পাবে।<ref>{{Cite web|url=http://www.cricinfo.com/newzealand/content/story/432861.html |title=New Zealand bring back Plunket Shield|publisher=Cricinfo.com|date=4 November 2009}}</ref> চূড়ান্ত খেলা আয়োজনের প্রথাও বিলুপ্ত করা হয়। এরফলে দ্বৈত রাউন্ড-রবিন প্রতিযোগিতা শেষে শীর্ষস্থানীয় দলের পয়েন্ট সংখ্যা অনুযায়ী প্রতিযোগিতার শিরোপা প্রদান করা হবে।
 
== সময়সীমা ==
৩৮ ⟶ ৪০ নং লাইন:
২০০৬ সালে টুয়েন্টি২০ প্রাদেশিক প্রতিযোগিতার প্রচলন হয়। এক মাসেরও বেশী সময় নিয়ে ফেব্রুয়ারি ও মার্চের শুরুর দিকে চলমান থাকে। শীর্ষ দুই দল চূড়ান্ত খেলায় অবতীর্ণ হয়। এ প্রতিযোগিতাটি [[State Twenty20|স্টেট টুয়েন্টি২০]] নামে পরিচিত।
 
== অংশগ্রহণকারী দল ==
স্টেট ইন্স্যুরেন্স তাদের সম্প্রচারস্বত্ত্ব প্রত্যাহার করে নিলে ২০০৯-১০ মৌসুমে প্লাঙ্কেট শীল্ড পুণরায় বহাল হয়। নিউজিল্যান্ড ক্রিকেট জানায় যে, নামের অধিকার আর বিক্রয়যোগ্য নয় ও বাদ-বাকী সময়ে প্লাঙ্কেট শীল্ড নামেই পরিচিতি পাবে।<ref>{{Cite web|url=http://www.cricinfo.com/newzealand/content/story/432861.html |title=New Zealand bring back Plunket Shield|publisher=Cricinfo.com|date=4 November 2009}}</ref> চূড়ান্ত খেলা আয়োজনের প্রথাও বিলুপ্ত করা হয়। এরফলে দ্বৈত রাউন্ড-রবিন প্রতিযোগিতা শেষে শীর্ষস্থানীয় দলের পয়েন্ট সংখ্যা অনুযায়ী প্রতিযোগিতার শিরোপা প্রদান করা হবে।
 
== পয়েন্ট ব্যবস্থাপনা ==
মৌসুমের প্রত্যেক খেলা শেষে পয়েন্ট বরাদ্দ করা হয়। চূড়ান্ত খেলা না থাকলে সর্বাধিকসংখ্যক পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। ২০১১-১২ মৌসুমের পয়েন্ট পদ্ধতি নিম্নরূপ ছিল:
*জয়: ১২ পয়েন্ট
*পরাজয়: ০ পয়েন্ট
*ড্র: ০ পয়েন্ট
*টাই: ৬ পয়েন্ট
 
== বিজয়ী দলের তালিকা ==
 
== তথ্যসূত্র ==