উইলিয়াম শেকসপিয়র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
Rizvee34 (আলোচনা | অবদান)
একটি ছবি যোগ করা হয়েছে ইংরেজী পাতা থেকে সংগ্রহ করে।
৫৪ নং লাইন:
=== প্রথম জীবন ===
উইলিয়াম শেকসপিয়রের পিতা জন শেকসপিয়র ছিলেন একজন সফল গ্লোভার ও অল্ড্যারম্যান। তাঁর আদি নিবাস ছিল স্নিটারফিল্ডে। শেকসপিয়রের মা মেরি আরডেন ছিলেন এক ধনী ভূম্যধিকারী কৃষক পরিবারের সন্তান।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=14–22}}.</ref> শেকসপিয়র জন্মগ্রহণ করেছিলেন স্ট্র্যাটফোর্ড-আপঅন-অ্যাভনে। ১৫৬৪ সালের ২৬ এপ্রিল তাঁর ব্যাপ্টিজম সম্পন্ন হয়। তাঁর জন্মের সঠিক তারিখটি জানা যায় না। তবে ২৩ এপ্রিল অর্থাৎ, সেন্ট জর্জ’স ডে-এর দিনে তাঁর জন্মদিন পালন করার প্রথা রয়েছে।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=24–6}}.</ref> অষ্টাদশ শতাব্দীতে এক গবেষক ভুল করে এই তারিখটিকে শেকসপিয়রের জন্মদিন বলে উল্লেখ করেছিলেন। পরে তারিখটি জীবনীকারেদের কাছে বিশেষ আবেদন সৃষ্টি করে। কারণ, শেকসপিয়র মারা গিয়েছিলেন ১৬১৬ সালের ২৩ এপ্রিল।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=24, 296}}; {{Harvnb|Honan|1998|loc=15–16}}.</ref> তিনি তাঁর পিতামাতার আট সন্তানের মধ্যে তৃতীয় এবং জীবিত সন্তানদের মধ্যে সর্বজ্যেষ্ঠ।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=23–24}}.</ref>
[[চিত্র:Shakespeare coat-of-arms.jpg|থাম্ব|শেকসপিয়রের পারিবারিক প্রতীক ]]
 
সেযুগের কোনো লিখিত প্রমাণ না পাওয়া গেলেও, অধিকাংশ জীবনীকার মোটামুটি একমত যে শেকসপিয়র সম্ভবত স্ট্র্যাটফোর্ডের কিং'স নিউ স্কুলে পড়াশোনা করেছিলেন।<ref>{{Harvnb|Schoenbaum|1987|loc=62–63}}; {{Harvnb|Ackroyd|2006|loc=53}}; {{Harvnb|Wells|Taylor|Jowett|Montgomery|2005|loc=xv–xvi}}</ref> ১৫৫৩ সালে এই মুক্ত বিদ্যালয়টি সনদ পায়।<ref>{{Harvnb|Baldwin|1944|loc=464}}.</ref> স্কুলটি শেকসপিয়রের বাড়ি থেকে পৌনে-এক মাইল দূরে অবস্থিত ছিল। এলিজাবেথীয় যুগে গ্রামার স্কুলগুলির মান সর্বত্র সমান ছিল না। তবে স্কুলগুলির পাঠ্যক্রম সারা ইংল্যান্ডেই আইন দ্বারা নির্দিষ্ট করা ছিল।<ref>{{Harvnb|Baldwin|1944|loc=164–84}}; {{Harvnb|Cressy|1975|loc=28, 29}}.</ref> এই কারণে মনে করা হয়, স্কুলে [[লাতিন ভাষা|লাতিন ব্যাকরণ]] ও [[ধ্রুপদি সাহিত্য|ধ্রুপদি সাহিত্যের]] বিস্তারিত পাঠ দেওয়া হত।