মাতঙ্গিনী হাজরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
সংশোধন, সম্প্রসারণ, বানান সংশোধন, রচনাশৈলী
১৯ নং লাইন:
 
[[চিত্র:Kolkata Matangini Hazra.jpg|thumb|right|200px|কলকাতার ময়দান অঞ্চলে মাতঙ্গিনী হাজরার মূর্তি]]
'''মাতঙ্গিনী হাজরা''' (১৮৬৯–১৯৪২) ছিলেন [[ভারতের স্বাধীনতা আন্দোলন|ভারতের স্বাধীনতা আন্দোলনে]] অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। ১৯৪২ সালেরখ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর তদনীন্তন [[মেদিনীপুর জেলা|মেদিনীপুর জেলার]] [[তমলুক]] থানার সামনে [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতীয়]] পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন। মোহনদাস করমচাঁদ গান্ধির আদর্শে দীক্ষিত হয়ে মাতঙ্গিনী স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। গান্ধিজির প্রদর্শিত পথে অনুগামী হয়ে আন্দোলন করায় তিনি "গান্ধীবুড়ি"'গান্ধিবুড়ি' নামে পরিচিত ছিলেন।<ref name="Banglapedia">{{ওয়েব উদ্ধৃতি
| last = Amin
| first = Sonia
২৯ নং লাইন:
 
== প্রাথমিক জীবন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ ==
মাতঙ্গিনী হাজরার প্রাথমিক জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।যায়না। শুধু এটুকুই জানা যায় যে, ১৮৬৯ সালেখ্রিস্টাব্দে [[তমলুক|তমলুকের]] অদূরে হোগলাআলিনান নামে একটি ছোটো গ্রামে (ডাকঘর : হোগলা) এক দরিদ্র কৃষক পরিবারে তাঁর জন্ম হয়েছিল। দারিদ্র্যের কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন মাতঙ্গিনী।<ref name="Freedom">{{বই উদ্ধৃতি
| last = Maity
| first = Sachindra
৪৭ নং লাইন:
| location = New Delhi
| pages =
}}</ref> ১৯০৫ সালেখ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। মতাদর্শগতভাবে তিনি ছিলেন একজন [[গান্ধীবাদীগান্ধিবাদী]]।<ref name="Freedom"/> ১৯৩২ সালেখ্রিস্টাব্দে মাতঙ্গিনী [[আইন অমান্য আন্দোলন|আইন অমান্য আন্দোলনে]] যোগ দেন। সেই সময়ে তিনি [[লবণ সত্যাগ্রহ|লবণ আইন]] অমান্য করে গ্রেফতারবরণগ্রেফতার বরণ করেছিলেন। অল্পকাল পরেই অবশ্য তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু কর মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাঁকে কারারুদ্ধ করা হয়। এই সময় তিনি [[বহরমপুর|বহরমপুরের]] কারাগারে ছয় মাস বন্দীবন্দি ছিলেন।<ref name="Banglapedia"/> তিনি [[হিজলি ডিটেনশন ক্যাম্প|হিজলি বন্দি নিবাসে]]ও বন্দি ছিলেন কিছুদিন।<ref name="গণশক্তি">{{সংবাদ উদ্ধৃতি |last=পতি |first=ভাস্করব্রত |url=http://ganashakti.com/bengali/news_details.php?newsid=12877 |title=দেশের প্রথম মহিলা জেল এখন আই আই টি’রটি-র গুদামঘর! |work=গণশক্তি ডট কম |location=কলকাতা |date=২২ ডিসেম্বর, ২০১৬ |accessdate=2016-12-22 }}</ref> মুক্তিলাভের পর তিনি [[ভারতীয় জাতীয় কংগ্রেস|ভারতীয় জাতীয় কংগ্রেসের]] সক্রিয় সদস্যপদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে [[খাদি]] কাপড় বানাতেও শুরু করেন। ১৯৩৩ সালেখ্রিস্টাব্দ মাতঙ্গিনী [[শ্রীরামপুর|শ্রীরামপুরে]] মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সময় আহত হন।<ref name="Banglapedia"/>
 
== ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ ==
[[ভারত ছাড়ো আন্দোলন|ভারত ছাড়ো আন্দোলনের]] সময় কংগ্রেস সদস্যেরা মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন।<ref name="Banglapedia"/> এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহস্বেচ্ছাসেবকসহ ছয় হাজার সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ৭৩ বছর বয়সী মাতঙ্গিনী হাজরা।<ref name="Freedom"/><ref name="Local"/> শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছলেপৌঁছালে রাজপুলিশব্রিটিশ পুলিশ [[ভারতীয় দণ্ডবিধি|ভারতীয় দণ্ডবিধির]] ১৪৪ ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়।<ref name="Freedom"/> কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী অগ্রসর হলে তাঁকে গুলি করা হয়।<ref name="Freedom"/> কিন্তু তা সত্ত্বেও মাতঙ্গিনী এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন জনতার উপর গুলি না -চালাতে।<ref name="Banglapedia"/>
 
তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখপত্র ''বিপ্লবী'' পত্রিকার বর্ণনা অনুযায়ী, ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজেই এগিয়ে যান। ব্রিটিশ পুলিশ তিনবার তাঁকে গুলি করে। গুলি লাগে তাঁর কপালে ও দুই হাতে। তবুও তিনি এগিয়ে যেতে থাকেন।
 
এরপরেও বারংবার তাঁর উপরওপর গুলিবর্ষণ করা হয়। কংগ্রেসের পতাকাটি মুঠোর মধ্যে শক্ত করে উঁচিয়ে ধরে ''[[বন্দেমাতরমবন্দে মাতরম্]]'' ধ্বনি উচ্চারণ করতে করতে তিনি মৃত্যুবরণ করেন।<ref name="Banglapedia"/><ref name="Freedom"/>
 
== উত্তরাধিকার ==
তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণেরমৃত্যু বরণের দৃষ্টান্তটিকে সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করে তুলেছিল। উল্লেখ্য, এই সমান্তরাল সরকারটি ১৯৪৪ সালখ্রিস্টাব্দ পর্যন্ত সফলভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। পরে গান্ধীজিরগান্ধিজির অনুরোধে এই সরকার ভেঙে দেওয়া হয়েছিল।<ref name="Local"/>
 
১৯৪৭ সালেখ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা অর্জন করলে অসংখ্য স্কুল, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। স্বাধীন ভারতে [[কলকাতা]] শহরে প্রথম ব্রোঞ্জের যে নারীমূর্তিটি স্থাপন করা হয়েছিল, সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি। ১৯৭৭ সালেখ্রিস্টাব্দে কলকাতারকলকাতা ময়দানে এই মূর্তিটি স্থাপিত হয়।<ref name="statue">{{ওয়েব উদ্ধৃতি
| last =catchcal.com
| first =
৬৮ নং লাইন:
}}</ref>
 
তমলুকে (বর্তমান তমলুক জেলা আদালত চত্বর) ঠিক যে জায়গাটিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই জায়গাটিতেওজায়গাটিতেই তাঁর একটি মূর্তি আছে।<ref name="Haldia">{{ওয়েব উদ্ধৃতি
| last = Haldia Development Authority
| first =
৭৫ নং লাইন:
| title = Haldia Development Authority
| accessdate = 2006-09-29
|archiveurl = http://web.archive.org/web/20061031054728/http://www.hdaindia.com/tourism.htm <!-- Bot retrieved archive --> |archivedate = 2006-10-31}}</ref> ২০০২ সালেখ্রিস্টাব্দে 'ভারত ছাড়ো আন্দোলন''তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনেরগঠনে'র ৬০ বছর পূর্তি উপলক্ষেউপলক্ষ্যে ভারতের ডাকবিভাগ মাতঙ্গিনী হাজরার ছবি দেওয়া পাঁচ টাকার পোস্টাল স্ট্যাম্প চালু করে।
 
== তথ্যসূত্র ==
৮২ নং লাইন:
{{Indian independence movement}}
 
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:ভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:ভারতীয় বিপ্লবী]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:বাংলার ইতিহাস]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:১৮৬৯-এ খ্রিস্টাব্দে জন্ম]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:১৯৪২-এ খ্রিস্টাব্দে মৃত্যু]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:পূর্ব মেদিনীপুর জেলার ব্যক্তিত্ব]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:ভারতবর্ষে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলন]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলন]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:বাঙালি বিপ্লবী]]
[[বিষয়শ্রেণীবিষয়শ্রেণি:ভারতের স্বাধীনতা আন্দোলন]]