ধানবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বট বানান ঠিক করেছে
সংশোধন, পরিষ্কারকরণ
৩৪ নং লাইন:
}}
 
'''ধানবাদ''' হল [[ভারত]] এর [[ঝাড়খন্ড]] রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্প শহর।এইশহর। শহরএটি "ভারতের কয়লার রাজধানী" হিসাবে সকলের কাছে পরিচিত।শহরটিপরিচিত। ধানবাদ [[পশ্চিমবঙ্গ]]-[[ঝাড়খন্ড]] সীমান্তের কাছে অবস্থিত।এটিঅবস্থিত। এটি ভারতের ৪২ তম মহানগর এবং [[পূর্ব ভারত]] এর একটি গুরুত্ব পূর্ন শহর।
 
==ভূগোল উপাত্ত==
শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে ২২২ মিটার উচ্চতায় অবস্থিত।এইঅবস্থিত। এই শহর ২৩.৮ উত্তর ও ৮৬.৪৫ পূর্বে অবস্থিত।ধানবাদঅবস্থিত। ধানবাদ [[ছোটনাগপুর মালভূমি]] এর<nowiki/>র উপর অবস্থিত।
== জনসংখ্যা==
২০১১ সালের জনগননায় জানা গেছে এই মহানগরের মোট জনসংখ্যা ১১,৯৫,২৯৮ জন।<ref>{{সংবাদ উদ্ধৃতি | title = ২০১১ সালের আদম শুমারি (২০১১)| url=http://www.govermentofindia.com / | accessdate = ০১-০৮-২০১৬ }}</ref> মোট জনসংখ্যার ৫৩% পুরুষ ও ৪৭% নারীনারী। ।এইএই শহরে ১০০০ জন পুরুশপুরুষ প্রতি নারীর সংখ্যা ৯০৪ জন যা জাতীয় হার (৯৩৩ ) এর কম।এইকম। এই শহরে ৫ বছরে কম বয়সের জনসংখ্যা মোট জনসংখ্যার ১০.৫৭%।
 
==শিক্ষা প্রতিষ্ঠান==
৫৬ নং লাইন:
 
==অর্থনীতি==
ধানবাদ শহরের অর্থনীতি গড়ে উঠেছে প্রধানত শহরের পার্শবর্তী এলাকার খনি ও খনিজ শিল্পকে কেন্দ্র করে।এখানেকরে। এখানে উৎপাদিত খনিজ দ্রবের মধ্যে প্রধান হল [[কয়লা]]।এই। এই পদার্থটিই এই শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি।এইশক্তি। এই শহরের কয়লা খনি গুলি থেকে কয়লা উৎপাদনে যুক্ত রয়েছে [[টাটা ইস্টিল]],[[ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)]] ,[[ইস্টনার কোলফিল্ড লিমিটেড]] এবং ইন্ডিয়া আয়রন এন্ড ইস্টিল কোম্পানি (আইআইএসও)।খনি। খনি শিল্পই এখানকার কর্মসংস্থান যোগায়।এছাড়াযোগায়। এছাড়া এখানে আবাসন শিল্পও গড়ে উঠছে ধীরে ধীরে।
 
==পরিবহন==
===সড়ক পথ===
এই শহরের মধ্য দিয়ে চলেগেছেচলে গেছে [[১৯ নং জাতীয় সড়ক (ভারত)]] (পূর্ব নাম এনএইচ২) ও [[১৮ নং জাতীয় সড়ক (ভারত]] (পূর্ব নাম এনএইচ৩২)।এই। এই দুই জাতীয় সড়ক ধানবাদকে রাজ্যের রাজধানী [[রাঁচি]] ও শিল্প শহর [[জামশেদপুর]] এর সঙ্গে সংযোগ ঘটিয়েছে।এইঘটিয়েছে। এই জাতীয় সড়ক দ্বারা [[আসানসোল]],[[কলকাতা]],[[দিল্লি]],[[পাটনা]] প্রভৃতি শহরের সঙ্গে ধানবাদ শহর যুক্ত রয়েছে।এছাড়া রাজ্য সড়ক দ্বারা শহরটি [[পুরুলিয়া]] , হাজারিবাগ প্রভৃতি শক্ষরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।এইকরে। এই শহরের মধ্য শহরেদিয়ে মধ্যদিয়েচলে চলেগেছেগেছে [[কলকাতা]] ও [[দিল্লি]]কে যুক্তকারী [[স্বর্ণ চতুর্ভুজ]] নামক মহাসড়ক।
 
===রেলপথ===
এই শহরের প্রধান রেল স্টেশন হল [[ধানবাদ রেল স্টেশন]] ।এইএই রেল স্টেশনটি [[পূর্ব ভারত]] এর একটি গুরুত্ব পূর্ন রেল স্টেশন।এইস্টেশন। এই শহরের মধ্যদিয়ে চলেগেছে [[হাওড়া-দিল্লি মেন লাইন]] আর এই লাইনের উপর অবস্থিত [[ধানবাদ রেল স্টেশন]]।এই। এই রেল স্টেশনে মোট ৯ টি প্লাটফর্ম রয়েছে।এইরয়েছে। এই শহরের রয়েছে [[ধানবাদ রেল ডিভিসন]]।এই। এই রেল ডিভিসনটি [[মুম্বাই রেল ডিভিসন]] এর পর দেশের দ্বিতীয় বৃহত্তম রেল ডিভিসন।এইডিভিসন। শহরধানবাদের সঙ্গে দেশের বিভিন্ন প্রন্তের রেল যোগাযোগ রয়েছে।
 
===বিমানবন্দর===