ফকির-সন্ন্যাসী বিদ্রোহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nur~bnwiki (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
<!--{{Disputeabout|No accessible historically relevant link. Very dubious unheard of link}}-->
সন্ন্যাসী বিদ্রোহ বলতে মূলত আঠারো শতকের শেষের দিকে[[ভারতবর্ষ| ভারতবর্ষের]] [[বাংলা| বাংলাতে]] সন্ন্যাসী ও ফকির বা মুসলিম ও হিন্দু তাপসদের তত্কালীন ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলনকে বোঝানো হয়ে থাকে। ঐতিহাসিক এ আন্দোলন '''ফকির-সন্ন্যাসী বিদ্রোহ''' নামেও পরিচিত।. ইতিহাসবিদগণ বিদ্রোহটির পটভূমি নিয়েই শুধু দ্বিধা বিভক্তবিভক্তই নন, বরং ভারতবর্ষের ইতিহাসে এর গুরুত্ব নিয়ে তাদের মধ্যে কিছুটা মতদ্বৈত্বতা লক্ষণীয়। কেউ কেউ একে বিদেশী শাসনের বিরুদ্ধে [[ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন|ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের]] সূতিকার বলে মনে করেন যেহেতু [[১৭৫১]] সালের [[পলাশী যুদ্ধ|পলাশী যুদ্ধের]] পর খাজনা উত্তোলনের কতৃত্ব [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী|ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর]] হাতে তুলে দেয়া হয় , আবার কারো কারো মতে এটি [[১৭৭০ এর দুর্ভিক্ষ|১৭৭০ এর দুর্ভিক্ষোত্তর]] বাংলায় কিছু দস্যুর উন্মত্ততা ছাড়া কিছুই না। <ref name="সন্নাসী">{{cite journal
| author = লোরেনজেন, ডি.এন.
| title = ''ভারতবর্ষের ইতিহাসে সন্ন্যাসী যোদ্ধা' '(মূল শিরোনাম: "Warrior Ascetics in Indian History")
১১ নং লাইন:
}}</ref>
==পটভূমি==
অন্তত তিনটি আলাদা ঘটনাকে সন্ন্যাসী বিদ্রোহ নামে অভিহিত করা হয়। যার একটি মূলত সম্মিলিত [[হিন্দু]] ''সন্ন্যাসী'' ও [[মুসলিম]] ''মাদারী'' এবং ধার্মিক ফকিরদের বৃহত্ গোষ্ঠী যারা পবিত্রস্থান দর্শনের উদ্দেশ্যে উত্তর ভারত থেকে বাংলার বিভিন্নস্থান ভ্রমন করত।করতেন। যাওয়ার পথে এসব সন্ন্যাসীগণ গোত্রপ্রধাণ,[[জমিদার]] অথবা ভূস্বামীদের কাছ থেকে ধর্মীয় অনুদান গ্রহণ করতকরতেন যা তখন রেওয়াজ হিসেবে প্রচলিত ছিল। সমৃদ্ধির সময়ে গোত্রপ্রধাণ, জমিদারগণও এসব ক্ষেত্রে যথেষ্ট উদার ও অনুগত ছিলেন কিন্তু যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানী দেওয়ানী ক্ষমতা লাভ করে তখন থেকে করের পরিমানপরিমাণ বহুলাংশে বৃদ্ধি পায় ফলে স্থানীয় ভূস্বামী ও গোত্রপ্রধানগণ সন্ন্যাসী এবং ইংরেজ উভয়কেই কর প্রদানে অসমর্থ হয়ে পড়ে। উপরন্তু ফসলহানি,দুর্ভিক্ষ যাতে প্রায় এক কোটি মানুষ প্রাণ হারায় যা তত্কালীন বাংলার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ, সমস্যাকে বহুলাংশে বাড়িয়ে দেয় কারণ আবাদী জমির বেশীরভাগ থেকে যায় ফসলশূণ্য ।<ref name="সন্ন্যাসী">{{cite journal
| author = লোরেনজেন, ডি.এন.
| title = ''ভারতবর্ষের ইতিহাসে সন্ন্যাসী যোদ্ধা'' (মূল শিরোনাম:"Warrior Ascetics in Indian History")