১,৩১৬টি
সম্পাদনা
Bangali ind (আলোচনা | অবদান) অ (→গাওয়ার সময়: সম্প্রসারণ) |
Bangali ind (আলোচনা | অবদান) (→নিদর্শন: সম্প্রসারণ) |
||
== নিদর্শন ==
হোলবোল গানের অবলম্বন বলতে রামায়নের কাহিনি অন্যতম। নদিয়া জেলায় একটি গান শুলতে পাওয়া যায়-
আহা উজুদার গো দশরথ গো রাজা ছিল বড় পুণ্যবান।
== তথ্য়সূত্র ==▼
একই দণ্ডে চারি ভাই গো জন্মেছিলেন রাম।
বড় হইলেন রামচন্দ্র মেজ গো লক্ষ্মণ,
সেজ হলেন ভরত ঠাকুর ছোট শত্রুঘন।
সাময়িক ঘটনাকে অবলম্বন করেও হোলবোলের গান রচিত হয়। নদিয়া জেলার মাজদিয়াতে এই রকম কিছু গান শোনা যায়-
হাহা, ফাগুন মাসের পাঁচই তারিখে দৈবী গজব হল,
হাহা, মটর ছোলা সরষে, সব ফেলায়ে গেল।
হাহা, কতই ফেলল ছোলা সরষে, থাল ঘটি বাটি,
হাহা, তাহার চেয়ে অধিক ফেলল ব্রিটিশ রাজার মাটি।
হাহা, দুই পক্ষ দুই রাজা হয়ে সংসার জলে গেল,
হাহা, এবার বুঝিল ভাত বেঘোরে কোলের ছেলে ম'ল।
মা জননী কেঁদে বলে কি করি উপায়,
গভরমেন্টের লোক এসে বলে খাল বাঁধিতে চল।
খাল বাঁধিতে না গেলে টাকা দিবে নাকো,
মাটির ঝুরি মাথায় নিয়ে ভিমরি লেগে গেল।
এবার বুঝিল মনে হল আমাদের জান গেল।
পাকিস্তানে কাজ নাই মোদের হিন্দুস্তানে চল,
হিন্দুস্তানে গিয়ে মোরা সবাই শান্তি হব।
|
সম্পাদনা