মতিউর রহমান (বীরশ্রেষ্ঠ): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
২৯ নং লাইন:
 
== কর্মজীবন ==
[[চিত্র:P O Waleed E Karim with other pilots 2.jpg|thumb|বীরশ্রেষ্ঠ১৯৬৩ সালে নতুন পাইলট অফিসার হিসেবে নিয়োগ প্রাপ্তগণ (মতিউর রহমান, সামনের সারিতে ডান থেকে দ্বিতীয়|250x250পিক্সেল)]]
মতিউর রহমান ১৯৬১ সালে [[পাকিস্তান বিমান বাহিনী|পাকিস্তান বিমান বাহিনীতে]] যোগ দেন। ১৯৬৩ সালে রিসালপুর পি,এ,এফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত হবার পর তিনি করাচির মৌরিপুর (বর্তমান মাসরুর) এয়ার বেজ এর ২ নম্বর স্কোয়ার্ডন এ জেনারেল ডিউটি পাইলট হিসাবে নিযুক্ত হন। এখানে তিনি টি-৩৩ জেট বিমানের উপর কনভার্সন কোর্স সম্পন্ন করেন এবং ৭৫.৬৬% নম্বর পেয়ে উর্ত্তীর্ণ হন। এরপর তিনি এফ-৮৬ স্যাবর জেট এর উপরেও কনভার্সন কোর্স করেন এবং ৮১% নম্বর পেয়ে উর্ত্তীর্ণ হন। বৈমানিক কনভার্সন কোর্স এ ভালো ফলাফলের ভিত্তিতে তাকে পেশোয়ারে (১৯ নং স্কোয়ার্ডন) এ পোস্টিং দেয়া হয়।
 
৩৯ ⟶ ৪০ নং লাইন:
 
== মৃত্যু ==
 
প্রায় ভারতের সীমান্তে পৌঁছে যাওয়া অবস্থায় রাশেদ মিনহাজ জ্ঞান ফিরে পান এবং বিমানটির নিয়ন্ত্রন নিতে চেষ্টা করেন। রাশেদ চাইছিলেন, মতিউর রহমানের বিমান ছিনিয়ে নেয়ার পরিকল্পনা সফল হওয়ার চাইতে বিমানটি বিধ্বস্ত করা ভালো ।<ref name="BBC">{{cite news|date=25 June 2006|title=Bangladesh 'war hero' goes home|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/5112868.stm|work=BBC News|access-date=18 June 2015}}</ref> এ সময় রাশেদের সাথে মতিউরের ধ্বস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রাশেদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়েন। বিমানটি কম উচ্চতায় উড্ডয়ন করার ফলে একসময় রাশেদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে থাট্টা এলাকায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের সাথে প্যারাসুট না থাকাতে তিনি নিহত হন। তাঁর মৃতদেহ ঘটনাস্থল হতে প্রায় আধ মাইল দূরে পাওয়া যায়।
 
৪৯ নং লাইন:
 
== টিভির পর্দায় মতিউর ==
মতিউর রহমানকে নিয়ে '''অগ্নিবলাকা''' নামের একটি ডকুড্রামা নির্মাণ করা হয় ২০০২ সালে যেখানে [[রিয়াজ]] মতিউর রহমানের চরিত্রে এবং [[তারিন আহমেদ|তারিন]] ওনার স্ত্রী মিলির চরিত্রে অভিনয় করেছিলেনকরেছিলেন। এছাড়া তাঁর জীবনী নিয়ে ২০০৭ সালে ''[[অস্তিত্বে আমার দেশ]]'' চলচ্চিত্র নির্মাণ করা হয়।
 
==সম্মাননা==
[[বাংলাদেশ বিমান বাহিনী|বাংলাদেশ বিমান বাহিনীর]] [[যশোর]] বিমান ঘাটি তারঁ নামে নামকরণ করা হয়েছে।<ref name="auto">{{cite news |last1=Manik |first1=Julfikar Ali |title=Year ends with a milestone for women |url=http://www.dhakatribune.com/bangladesh/2015/jan/01/year-ends-milestone-women |newspaper=Dhaka Tribune |access-date=18 June 2015}}</ref> বিমান বাহিনী তাঁর নামে একটি ট্রফি চালু করেছে। বিমান প্রশিক্ষনে সেরা কৃতিত্ব প্রদর্শনকারীকে এটি প্রধান করা হয়।<ref>{{cite news |date=18 June 2015 |title=President parade held at BAF Academy |url=http://www.theindependentbd.com/printversion/details/4127 |location=Dhaka |newspaper=The Independent |access-date=19 June 2015}}</ref>
{{clear}}
 
== চিত্রমালা ==
[[চিত্র:P O Waleed E Karim with other pilots 2.jpg|thumb|বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, সামনের সারিতে ডান থেকে দ্বিতীয়|250x250পিক্সেল]]
 
== আরও দেখুন ==
* [[বীর শ্রেষ্ঠ]];
* [[বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ]]
 
== তথ্যসূত্র ==